Ajker Patrika

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬: ৫৬
পারেননি রোনালদো, হোঁচট খেল দলও
গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

আক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রাতে আল-তাউনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রোনালদোর ক্লাব আল নাসর। ম্যাচে একক আধিপত্য ছিল আল নাসরেরই। ৬৪ শতাংশ বল দখলে রেখেছি তারাই। ১৯টি শট নিয়েছিল গোলের জন্য, এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে তাউন তিনট শট নিয়েছিল, দুটি ছিল লক্ষ্যে।

গোলমুখে রাখা দুই শটের একটি ঠিকই তাউন জড়িয়ে দিতে পেরেছিল আল নাসরের জালে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোলটি করেন আল-তাউনের ডিফেন্ডার সাদ আল নাসের। ৬৪ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান লাপোর্তে।

১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে এখন আল নাসর। ২২ পয়েন্ট নিয়ে আল তাউন রয়েছে আট নম্বরে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট করে নিয়ে গোলের ব্যবধানে শীর্ষে আল হিলাল এবং দুইয়ে আছে আল ইত্তিহাদ। আল কাদেসিয়া ৩১ পয়েন্ট নিয়ে আছে তিনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত