Ajker Patrika

বার্সেলোনায় ফিরবেন মেসি

বার্সেলোনায় ফিরবেন মেসি

প্রিয় ক্লাব ছেড়ে চলে গেলেও লিওনেল মেসির হৃদয়ে গেঁথে আছে বার্সেলোনা। থাকবে না কেন কাতালান ক্লাবের কাছে যে অনেক ঋণ রয়েছে তাঁর। ফুটবলে কিংবদন্তি হওয়ার পেছনে স্প্যানিশ ক্লাবের রয়েছে অনেক অবদান। অবশ্য তার প্রতিদানও দিয়েছেন তিনি। 

শৈশব থেকে বার্সেলোনায় বেড়ে ওঠায় ক্লাবকে নিজের বাড়ি বলে মনে করেন মেসি। এখন অবশ্য বাড়ি থেকে বহুদূরে আছে আর্জেন্টাইন জাদুকর। ঘরে ফিরতে বেশ কয়েকবার নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি। 

তবে কবে ফিরবেন তা নির্দিষ্ট করে কখনো বলেননি মেসি। আজ ফেরার বিষয়টি পরিষ্কার করেছেন এলএম টেন। বুটজোড়া তুলে রাখার পরেই ক্লাবটিতে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। এতে করে একটি বিষয় পরিষ্কার ফুটবলার হিসেবে আর প্রিয় ক্লাবে ফেরা হচ্ছে না তাঁর। 

আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন জাদুকর বলেছেন, ‘অবসর নেওয়ার পর আমি আবারো বার্সেলোনায় ফিরে আসব। এটি আমার বাড়ি।’ 

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিজের অধরা স্বপ্ন পূরণ করেছেন মেসি। সেই ম্যাচের সবকিছুই রেখে দিয়েছেন বলে জানিয়েছেন বার্সার কিংবদন্তি। তিনি বলেছেন, ‘ফাইনালের সবকিছু নিজের কাছে রেখে দিয়েছি। বুট, জার্সি সবকিছুই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) কাছে রয়েছে। মার্চে সবকিছু বার্সেলোনায় নিয়ে যাব। সেখানে আমার জিনিস ও স্মৃতি রয়েছে।’ 

অশ্রুসিক্ত নয়নে ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি করেন মেসি। ২ বছরের সেই চুক্তির মেয়াদ মৌসুম শেষে শেষ হবে। তবে নতুন করে চুক্তির কথা চলছে দুই পক্ষের মধ্যে। অতি শিগগিরই চুক্তিটি সম্পন্ন হবে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত