
প্রিয় ক্লাব ছেড়ে চলে গেলেও লিওনেল মেসির হৃদয়ে গেঁথে আছে বার্সেলোনা। থাকবে না কেন কাতালান ক্লাবের কাছে যে অনেক ঋণ রয়েছে তাঁর। ফুটবলে কিংবদন্তি হওয়ার পেছনে স্প্যানিশ ক্লাবের রয়েছে অনেক অবদান। অবশ্য তার প্রতিদানও দিয়েছেন তিনি।
শৈশব থেকে বার্সেলোনায় বেড়ে ওঠায় ক্লাবকে নিজের বাড়ি বলে মনে করেন মেসি। এখন অবশ্য বাড়ি থেকে বহুদূরে আছে আর্জেন্টাইন জাদুকর। ঘরে ফিরতে বেশ কয়েকবার নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
তবে কবে ফিরবেন তা নির্দিষ্ট করে কখনো বলেননি মেসি। আজ ফেরার বিষয়টি পরিষ্কার করেছেন এলএম টেন। বুটজোড়া তুলে রাখার পরেই ক্লাবটিতে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। এতে করে একটি বিষয় পরিষ্কার ফুটবলার হিসেবে আর প্রিয় ক্লাবে ফেরা হচ্ছে না তাঁর।
আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন জাদুকর বলেছেন, ‘অবসর নেওয়ার পর আমি আবারো বার্সেলোনায় ফিরে আসব। এটি আমার বাড়ি।’
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিজের অধরা স্বপ্ন পূরণ করেছেন মেসি। সেই ম্যাচের সবকিছুই রেখে দিয়েছেন বলে জানিয়েছেন বার্সার কিংবদন্তি। তিনি বলেছেন, ‘ফাইনালের সবকিছু নিজের কাছে রেখে দিয়েছি। বুট, জার্সি সবকিছুই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) কাছে রয়েছে। মার্চে সবকিছু বার্সেলোনায় নিয়ে যাব। সেখানে আমার জিনিস ও স্মৃতি রয়েছে।’
অশ্রুসিক্ত নয়নে ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি করেন মেসি। ২ বছরের সেই চুক্তির মেয়াদ মৌসুম শেষে শেষ হবে। তবে নতুন করে চুক্তির কথা চলছে দুই পক্ষের মধ্যে। অতি শিগগিরই চুক্তিটি সম্পন্ন হবে বলে জানা গেছে।

প্রিয় ক্লাব ছেড়ে চলে গেলেও লিওনেল মেসির হৃদয়ে গেঁথে আছে বার্সেলোনা। থাকবে না কেন কাতালান ক্লাবের কাছে যে অনেক ঋণ রয়েছে তাঁর। ফুটবলে কিংবদন্তি হওয়ার পেছনে স্প্যানিশ ক্লাবের রয়েছে অনেক অবদান। অবশ্য তার প্রতিদানও দিয়েছেন তিনি।
শৈশব থেকে বার্সেলোনায় বেড়ে ওঠায় ক্লাবকে নিজের বাড়ি বলে মনে করেন মেসি। এখন অবশ্য বাড়ি থেকে বহুদূরে আছে আর্জেন্টাইন জাদুকর। ঘরে ফিরতে বেশ কয়েকবার নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
তবে কবে ফিরবেন তা নির্দিষ্ট করে কখনো বলেননি মেসি। আজ ফেরার বিষয়টি পরিষ্কার করেছেন এলএম টেন। বুটজোড়া তুলে রাখার পরেই ক্লাবটিতে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। এতে করে একটি বিষয় পরিষ্কার ফুটবলার হিসেবে আর প্রিয় ক্লাবে ফেরা হচ্ছে না তাঁর।
আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন জাদুকর বলেছেন, ‘অবসর নেওয়ার পর আমি আবারো বার্সেলোনায় ফিরে আসব। এটি আমার বাড়ি।’
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিজের অধরা স্বপ্ন পূরণ করেছেন মেসি। সেই ম্যাচের সবকিছুই রেখে দিয়েছেন বলে জানিয়েছেন বার্সার কিংবদন্তি। তিনি বলেছেন, ‘ফাইনালের সবকিছু নিজের কাছে রেখে দিয়েছি। বুট, জার্সি সবকিছুই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) কাছে রয়েছে। মার্চে সবকিছু বার্সেলোনায় নিয়ে যাব। সেখানে আমার জিনিস ও স্মৃতি রয়েছে।’
অশ্রুসিক্ত নয়নে ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি করেন মেসি। ২ বছরের সেই চুক্তির মেয়াদ মৌসুম শেষে শেষ হবে। তবে নতুন করে চুক্তির কথা চলছে দুই পক্ষের মধ্যে। অতি শিগগিরই চুক্তিটি সম্পন্ন হবে বলে জানা গেছে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে