ক্রীড়া ডেস্ক

হেসেখেলে জয় বলতে যা বোঝায়, ব্রাজিলের ক্ষেত্রে তা-ই হয়েছে। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে প্যারাগুয়ে পাত্তাই পেল না ব্রাজিলের কাছে। আর ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা কোনোরকমে জয় তুলে নিয়েছে।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গত রাতে দুইটি ভিন্ন ভিন্ন ম্যাচে খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বের ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। আর আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
কারাকাসের ইউসিভি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ২০ মিনিটের মধ্যেই ব্যবধান ২-০ করে ফেলে ব্রাজিল। ১৫ ও ১৭ মিনিটে ব্রাজিলের গুস্তাভো প্রাদো ও রায়ান গোল করেন। ব্যবধান কমাতে প্যারাগুয়ের লেগেছে ৮ মিনিট। ২৫ মিনিটে গোলটি করেন প্যারাগুয়ের মিডফিল্ডার অ্যাঞ্জেল সেবাস্তিয়ান আগুয়ায়ো ভিলাসান্তি। প্রথমার্ধ ব্রাজিল ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধে গোল পেতে একটু অপেক্ষাই করতে হয়েছে ব্রাজিলকে। ৭৮ মিনিটে গোলটি করেন দলটির ফরোয়ার্ড আলিসান সান্তানা। গোল যেমন হয়েছে, তেমনি এই ম্যাচে রেফারিকে একটু পর পর কার্ড বের করতে হয়েছে। ব্রাজিলের ৩-১ গোলে জয়ের রাতে ৫টি হলুদ কার্ড দেখা গেছে। যার মধ্যে সেলেসাওরা দেখেছে ৩টি আর প্যারাগুয়ে দেখেছে ২ টি।
কারাকাসের ব্রিগিতো ইরিয়ার্তে স্টেডিয়ামে হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ। ড্র হওয়া যখন সময়ের ব্যাপার মনে হয়েছিল, সেই সময় ঘুরে যায় ম্যাচ। ৮৬ মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড ইয়ান সুবিয়াব্রে করেন গোল।
স্বস্তির জয় পেলেও আর্জেন্টিনা পয়েন্ট তালিকায় শীর্ষস্থান থেকে ছিটকে গেছে। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেরা এখন পয়েন্ট তালিকার দুইয়ে। ব্রাজিলেরও ৩ ম্যাচে ৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা শীর্ষে। তিনে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৩। তারা ৩ ম্যাচে ১টি জিতেছে ও ২টি হেরেছে।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ নেই। ছয় দল নিয়ে হতে যাওয়া চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন।

হেসেখেলে জয় বলতে যা বোঝায়, ব্রাজিলের ক্ষেত্রে তা-ই হয়েছে। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে প্যারাগুয়ে পাত্তাই পেল না ব্রাজিলের কাছে। আর ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা কোনোরকমে জয় তুলে নিয়েছে।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গত রাতে দুইটি ভিন্ন ভিন্ন ম্যাচে খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। চূড়ান্ত পর্বের ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। আর আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
কারাকাসের ইউসিভি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ২০ মিনিটের মধ্যেই ব্যবধান ২-০ করে ফেলে ব্রাজিল। ১৫ ও ১৭ মিনিটে ব্রাজিলের গুস্তাভো প্রাদো ও রায়ান গোল করেন। ব্যবধান কমাতে প্যারাগুয়ের লেগেছে ৮ মিনিট। ২৫ মিনিটে গোলটি করেন প্যারাগুয়ের মিডফিল্ডার অ্যাঞ্জেল সেবাস্তিয়ান আগুয়ায়ো ভিলাসান্তি। প্রথমার্ধ ব্রাজিল ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধে গোল পেতে একটু অপেক্ষাই করতে হয়েছে ব্রাজিলকে। ৭৮ মিনিটে গোলটি করেন দলটির ফরোয়ার্ড আলিসান সান্তানা। গোল যেমন হয়েছে, তেমনি এই ম্যাচে রেফারিকে একটু পর পর কার্ড বের করতে হয়েছে। ব্রাজিলের ৩-১ গোলে জয়ের রাতে ৫টি হলুদ কার্ড দেখা গেছে। যার মধ্যে সেলেসাওরা দেখেছে ৩টি আর প্যারাগুয়ে দেখেছে ২ টি।
কারাকাসের ব্রিগিতো ইরিয়ার্তে স্টেডিয়ামে হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ। ড্র হওয়া যখন সময়ের ব্যাপার মনে হয়েছিল, সেই সময় ঘুরে যায় ম্যাচ। ৮৬ মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড ইয়ান সুবিয়াব্রে করেন গোল।
স্বস্তির জয় পেলেও আর্জেন্টিনা পয়েন্ট তালিকায় শীর্ষস্থান থেকে ছিটকে গেছে। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেরা এখন পয়েন্ট তালিকার দুইয়ে। ব্রাজিলেরও ৩ ম্যাচে ৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা শীর্ষে। তিনে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৩। তারা ৩ ম্যাচে ১টি জিতেছে ও ২টি হেরেছে।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ নেই। ছয় দল নিয়ে হতে যাওয়া চূড়ান্ত পর্বে লিগভিত্তিক খেলা শেষে শীর্ষে থাকা দলটিই হবে চ্যাম্পিয়ন।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে