ক্রীড়া ডেস্ক

দারুণ ছন্দে থাকলেও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তা দূর হচ্ছে না। রিয়াল মাদ্রিদ, ফ্রান্স—সব জায়গাতেই তিনি একের পর এক গোল করছেন। কিন্তু গোড়ালির চোট তাঁর পিছু ধাওয়া করছে। তাই তো দল বড় ব্যবধানে জিতলেও ফরাসি এই ফরোয়ার্ডকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।
পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফ্রান্স খেলেছে আজারবাইজানের বিপক্ষে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে গোল করেছেন এমবাপ্পে। এই ম্যাচে ফ্রান্স জিতেছে ৩-০ গোলে। কিন্তু ডান পায়ের গোড়ালিতে ব্যথা পাওয়ায় পুরো ৯০ মিনিট তিনি খেলতে পারেননি। আজারবাইজান মিডফিল্ডার আব্দুল্লাহ খায়বুলায়েভের চ্যালেঞ্জে এমবাপ্পে মূলত চোট পেয়েছেন।
এমবাপ্পের পরিবর্তে ৮৩ মিনিটে নামেন ফ্লোরিনা থবিন। ম্যাচ জয়ের পর এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন দেশম। যদিও তাঁর (এমবাপ্পে) চোটের তীব্রতা সম্পর্কে কিছু জানা যায়নি। দেশম বলেন, ‘সে গোড়ালির একই জায়গায় ফের ব্যথা পেয়েছে। বিশ্রামের সময় তার ব্যথা কমে গিয়েছিল। ফুটবল ম্যাচে এমন ধাক্কাধাক্কি হয়েই থাকে। চোটের ব্যাপারটা পরে দেখব। সে কিছুটা অস্বস্তিতে পড়েছে। এটা তার জন্য আদর্শগত ব্যাপার নয়।’
এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তার রাতে বড় জয় পেয়েছে জার্মানি। প্রিজিরো এরিনাতে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানরা। ১২ মিনিটে গোল করেছেন ডেভিড রম। ঠিক তার ৯ মিনিট পরে জার্মানি পায় দ্বিতীয় গোল। ২১ মিনিটে হোশুয়া কিমিখ পেনাল্টি থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৫ মিনিটের মধ্যে ৪-০ ব্যবধান করে ফেলে জার্মানরা। ৪৮ ও ৫০ মিনিটে গোল করেন সার্জ ন্যাবরি ও কিমিখ। ৫০ মিনিটে করা গোলটা ম্যাচে কিমিখের দ্বিতীয় গোল।
৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে জার্মানি। দুই ও তিনে থাকা নর্দার্ন আইল্যান্ড ও স্লোভাকিয়ারও পয়েন্ট ৬। কিন্তু গোল ব্যবধানের কারণে অবস্থানে তাদের ভিন্নতা রয়েছে। গ্রুপের অপর দল লুক্সেমবার্গ কোনো পয়েন্টই পায়নি। চার দলের প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে। লুক্সেমবার্গকে উড়িয়ে দেওয়ার পর জার্মান কোচ হুলিয়ান নাগলসমান বলেছেন, ‘আরও একটা বা দুইটা গোল আমরা করতে পারতাম। কিন্তু এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। খুব প্রয়োজন ছিল এই জয়টা।’
জার্মানির মতো ফ্রান্স পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ‘ডি’ গ্রুপে সবার ওপরে ফ্রান্স। ইউক্রেন, আইসল্যান্ডের পর গত রাতে আজারবাইজানের বিপক্ষেও জয় পেয়েছে ফরাসিরা। আজারবাইজানকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ফ্রান্স কোচ দেশম বলেন, ‘এ ধরনের ম্যাচে শুরু থেকেই তাদের ওপর চাপ প্রয়োগ করতে হয়। আমরা আরও একটা ম্যাচ জিতেছি। তাতে পূর্ণ ৯ পয়েন্ট পেয়েছি আমরা।’ আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের তিন ফুটবলার গোল করেছেন। এমবাপ্পের পাশাপাশি গোলের দেখা পেয়েছেন আদ্রিয়াঁ রাবিও ও ফ্লোরিয়ান থবিন। এমবাপ্পে এই ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদ-ফ্রান্সসহ টানা ১০ ম্যাচে গোলের কীর্তি গড়েছেন।

দারুণ ছন্দে থাকলেও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তা দূর হচ্ছে না। রিয়াল মাদ্রিদ, ফ্রান্স—সব জায়গাতেই তিনি একের পর এক গোল করছেন। কিন্তু গোড়ালির চোট তাঁর পিছু ধাওয়া করছে। তাই তো দল বড় ব্যবধানে জিতলেও ফরাসি এই ফরোয়ার্ডকে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।
পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফ্রান্স খেলেছে আজারবাইজানের বিপক্ষে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৩ মিনিটে গোল করেছেন এমবাপ্পে। এই ম্যাচে ফ্রান্স জিতেছে ৩-০ গোলে। কিন্তু ডান পায়ের গোড়ালিতে ব্যথা পাওয়ায় পুরো ৯০ মিনিট তিনি খেলতে পারেননি। আজারবাইজান মিডফিল্ডার আব্দুল্লাহ খায়বুলায়েভের চ্যালেঞ্জে এমবাপ্পে মূলত চোট পেয়েছেন।
এমবাপ্পের পরিবর্তে ৮৩ মিনিটে নামেন ফ্লোরিনা থবিন। ম্যাচ জয়ের পর এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন দেশম। যদিও তাঁর (এমবাপ্পে) চোটের তীব্রতা সম্পর্কে কিছু জানা যায়নি। দেশম বলেন, ‘সে গোড়ালির একই জায়গায় ফের ব্যথা পেয়েছে। বিশ্রামের সময় তার ব্যথা কমে গিয়েছিল। ফুটবল ম্যাচে এমন ধাক্কাধাক্কি হয়েই থাকে। চোটের ব্যাপারটা পরে দেখব। সে কিছুটা অস্বস্তিতে পড়েছে। এটা তার জন্য আদর্শগত ব্যাপার নয়।’
এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তার রাতে বড় জয় পেয়েছে জার্মানি। প্রিজিরো এরিনাতে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানরা। ১২ মিনিটে গোল করেছেন ডেভিড রম। ঠিক তার ৯ মিনিট পরে জার্মানি পায় দ্বিতীয় গোল। ২১ মিনিটে হোশুয়া কিমিখ পেনাল্টি থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৫ মিনিটের মধ্যে ৪-০ ব্যবধান করে ফেলে জার্মানরা। ৪৮ ও ৫০ মিনিটে গোল করেন সার্জ ন্যাবরি ও কিমিখ। ৫০ মিনিটে করা গোলটা ম্যাচে কিমিখের দ্বিতীয় গোল।
৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে জার্মানি। দুই ও তিনে থাকা নর্দার্ন আইল্যান্ড ও স্লোভাকিয়ারও পয়েন্ট ৬। কিন্তু গোল ব্যবধানের কারণে অবস্থানে তাদের ভিন্নতা রয়েছে। গ্রুপের অপর দল লুক্সেমবার্গ কোনো পয়েন্টই পায়নি। চার দলের প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে। লুক্সেমবার্গকে উড়িয়ে দেওয়ার পর জার্মান কোচ হুলিয়ান নাগলসমান বলেছেন, ‘আরও একটা বা দুইটা গোল আমরা করতে পারতাম। কিন্তু এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। খুব প্রয়োজন ছিল এই জয়টা।’
জার্মানির মতো ফ্রান্স পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের মধ্যে তিনটিতে জিতে ‘ডি’ গ্রুপে সবার ওপরে ফ্রান্স। ইউক্রেন, আইসল্যান্ডের পর গত রাতে আজারবাইজানের বিপক্ষেও জয় পেয়েছে ফরাসিরা। আজারবাইজানকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ফ্রান্স কোচ দেশম বলেন, ‘এ ধরনের ম্যাচে শুরু থেকেই তাদের ওপর চাপ প্রয়োগ করতে হয়। আমরা আরও একটা ম্যাচ জিতেছি। তাতে পূর্ণ ৯ পয়েন্ট পেয়েছি আমরা।’ আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের তিন ফুটবলার গোল করেছেন। এমবাপ্পের পাশাপাশি গোলের দেখা পেয়েছেন আদ্রিয়াঁ রাবিও ও ফ্লোরিয়ান থবিন। এমবাপ্পে এই ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদ-ফ্রান্সসহ টানা ১০ ম্যাচে গোলের কীর্তি গড়েছেন।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে