Ajker Patrika

সৌদিতে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার আশায় কাবরেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সৌদি আরবে অনুশীলনে বাংলাদেশ। ছবি: বাফুফে
সৌদি আরবে অনুশীলনে বাংলাদেশ। ছবি: বাফুফে

সৌদি আরবে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সেই ম্যাচ না খেলেই সৌদি ছাড়ে সুদান। তাই ভাটা পড়ে কোচ হাভিয়ের কাবরেরার পরিকল্পনায়। পরশু রাতে অবশ্য তাইফের একটি ক্লাব আল ওয়েদাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল।

রুদ্ধদ্বার ম্যাচের ফল সম্পর্কে কিছুই জানায়নি বাফুফে। এমনকি কোনো ছবি বা ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারেনি তারা। তবে কাবরেরা কথাতেই বোঝা যাচ্ছে ম্যাচ দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট তিনি। দেশে ফেরার আগে সৌদিতে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার আশায় রয়েছেন এই কোচ।

কাবরেরা বলেন, ‘আল ওয়েদাতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ফুটবলারদের জন্য প্রস্তুতিটা ভালোই ছিল। প্রত্যেকেই ৪৫ মিনিটের মতো খেলেছে। গত আটদিন ধরে এখানে যা করেছি, সেটা বাস্তবায়নের ভালো সুযোগ ছিল আমাদের জন্য। আমরা অনুশীলন চালিয়ে যাব। আশা করি, এখানে যতদিন আছি, এর মধ্যে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলব।’

ক্যাম্প শেষে আগামী ১৭ মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপর দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে হামজাকে ঘিরেই যেন সব আলোচনা।

ভারতও অবশ্য স্বস্তির মধ্যে নেই। নতুন কোচ মানোলো মারকেজের অধীনে ৪ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি তারা। এই চার ম্যাচে ভারত গোলের দেখাই পেয়েছে মাত্র দুবার। তাই গোলখরা কাটাতে অবসর ভেঙে ফেরানো হয়েছে ৪০ বছর বয়সী সুনীল ছেত্রীকে। ৯৪ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। এদিকে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে একই ভেন্যুতে ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত