
ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ২০ বারের মতো কোপা দেল রে জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার তাদের চোখ আরেকটি ফাইনালে। শিরোপার হিসাবে যেখানে লস ব্ল্যাংকোসরা রাজা। গতকাল চ্যাম্পিয়ন হওয়ার পর তেমনটিই জানিয়েছেন কার্লো আনচেলত্তি।
কোপা দেল রে জয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার কথা জানিয়েছেন আনচেলত্তি। সেমিফাইনালের প্রথম লেগ নিজেদের মাঠে হওয়ায় ১২ জন নিয়ে খেলবেন বলে এমনটিও জানিয়েছেন তিনি। রিয়াল কোচ বলেছেন, ‘আমরা আজ (গতকাল) রাতে গুরুত্বপূর্ণ কিছু করেছি। এ জয়ে সিটির বিপক্ষে খুশি ও অনুপ্রেরণা নিয়ে আমরা খেলতে প্রস্তুত হচ্ছি। বার্নাব্যুতে খেলা হওয়ায় সমর্থকদের কারণে সেমিতে এগিয়ে থাকব। ১১ জনের বিপক্ষে আমরা ১২ জন নিয়ে লড়ব। চ্যাম্পিয়নস লিগের জন্য আমরা যুদ্ধ করব। আরেকটি ফাইনালে খেলতে আমরা সবকিছু করব।’
সর্বশেষ মৌসুমের জয়ও আনচেলত্তিকে অনুপ্রেরণা দিচ্ছে। গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে হারিয়েই ফাইনালে উঠেছিল রিয়াল। পরে ইংল্যান্ডের আরেক দল লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪ বারের মতো শিরোপাও জেতে লস ব্লাংকোসরা।
অন্যদিকে প্রিমিয়ার লিগের ম্যাচে আর্লিং হালান্ড পেনাল্টি না নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন পেপ গার্দিওলা। লিডসের বিপক্ষে ২-১ গোলের জয়ে ৪ পয়েন্ট ব্যবধানে শীর্ষে উঠলেও স্পটকিকে গোলের সুযোগ হাতছাড়া হওয়াকে ভালোভাবে নেননি ম্যানচেস্টার সিটির কোচ। গতকালের ম্যাচের নায়ক জোড়া গোল করা ইলকাই গুন্দোয়ান পেনাল্টিতে গোলের সুযোগ হাতছাড়া করেছেন।
গার্দিওলা বলেছেন, ‘গুন্দোয়ান পেনাল্টি নেওয়ার যে দায়িত্ব দেখিয়েছে, এর জন্য তার প্রশংসা করছি। একজন খেলোয়াড়ের জন্য এটি সেরা মূল্য। কিন্তু সাধারণত যারা পেনাল্টি নেয়, তাকেই নিতে হবে। আর্লিংয়ের এটা নেওয়া উচিত ছিল, কারণ সে আমাদের বিশেষায়িত। যদি গুন্দোয়ান পেনাল্টিতে গোল করত, তাহলে সবাই ঠিক আছে বলে ভালোভাবে নিত। সঙ্গে হ্যাটট্রিকও হয়ে যেত। তবে যে পেনাল্টি নেয়, তাকেই নিতে হবে। এ সময় আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম। আমরা তখনকার পরিস্থিতিটা ভুলতে পারি না।’

ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ২০ বারের মতো কোপা দেল রে জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার তাদের চোখ আরেকটি ফাইনালে। শিরোপার হিসাবে যেখানে লস ব্ল্যাংকোসরা রাজা। গতকাল চ্যাম্পিয়ন হওয়ার পর তেমনটিই জানিয়েছেন কার্লো আনচেলত্তি।
কোপা দেল রে জয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার কথা জানিয়েছেন আনচেলত্তি। সেমিফাইনালের প্রথম লেগ নিজেদের মাঠে হওয়ায় ১২ জন নিয়ে খেলবেন বলে এমনটিও জানিয়েছেন তিনি। রিয়াল কোচ বলেছেন, ‘আমরা আজ (গতকাল) রাতে গুরুত্বপূর্ণ কিছু করেছি। এ জয়ে সিটির বিপক্ষে খুশি ও অনুপ্রেরণা নিয়ে আমরা খেলতে প্রস্তুত হচ্ছি। বার্নাব্যুতে খেলা হওয়ায় সমর্থকদের কারণে সেমিতে এগিয়ে থাকব। ১১ জনের বিপক্ষে আমরা ১২ জন নিয়ে লড়ব। চ্যাম্পিয়নস লিগের জন্য আমরা যুদ্ধ করব। আরেকটি ফাইনালে খেলতে আমরা সবকিছু করব।’
সর্বশেষ মৌসুমের জয়ও আনচেলত্তিকে অনুপ্রেরণা দিচ্ছে। গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে হারিয়েই ফাইনালে উঠেছিল রিয়াল। পরে ইংল্যান্ডের আরেক দল লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪ বারের মতো শিরোপাও জেতে লস ব্লাংকোসরা।
অন্যদিকে প্রিমিয়ার লিগের ম্যাচে আর্লিং হালান্ড পেনাল্টি না নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন পেপ গার্দিওলা। লিডসের বিপক্ষে ২-১ গোলের জয়ে ৪ পয়েন্ট ব্যবধানে শীর্ষে উঠলেও স্পটকিকে গোলের সুযোগ হাতছাড়া হওয়াকে ভালোভাবে নেননি ম্যানচেস্টার সিটির কোচ। গতকালের ম্যাচের নায়ক জোড়া গোল করা ইলকাই গুন্দোয়ান পেনাল্টিতে গোলের সুযোগ হাতছাড়া করেছেন।
গার্দিওলা বলেছেন, ‘গুন্দোয়ান পেনাল্টি নেওয়ার যে দায়িত্ব দেখিয়েছে, এর জন্য তার প্রশংসা করছি। একজন খেলোয়াড়ের জন্য এটি সেরা মূল্য। কিন্তু সাধারণত যারা পেনাল্টি নেয়, তাকেই নিতে হবে। আর্লিংয়ের এটা নেওয়া উচিত ছিল, কারণ সে আমাদের বিশেষায়িত। যদি গুন্দোয়ান পেনাল্টিতে গোল করত, তাহলে সবাই ঠিক আছে বলে ভালোভাবে নিত। সঙ্গে হ্যাটট্রিকও হয়ে যেত। তবে যে পেনাল্টি নেয়, তাকেই নিতে হবে। এ সময় আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম। আমরা তখনকার পরিস্থিতিটা ভুলতে পারি না।’

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৪ ঘণ্টা আগে