নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও শ্রীলঙ্কাই ফিফা র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানির দুই দল। আর সবার চেয়ে এগিয়ে ভারত।
আসরে নিজেদের প্রথম ম্যাচে ৮২ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলেন সুনীল ছেত্রী-গুরপ্রীত সিং সান্ধুরা। সেই ক্ষতে প্রলেপ দিতে না দিতেই ফের হোঁচট খেলেন তাঁরা।
ভারতের চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কা আজ রুখে দিয়েছে ছেত্রীদের। ইগর স্টিমাচের দল লঙ্কানদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।
ভারতের টানা দুই ড্রয়ে পরোক্ষভাবে লাভটা হয়েছে বাংলাদেশেরই। সুনীল ছেত্রীদের পয়েন্ট এখন ২। সমানসংখ্যক ম্যাচে জামাল ভূঁইয়াদের পয়েন্ট ৪। আগামী ছয় দিনে নেপাল ও স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ খেলবে ভারত। আর রাতে মালদ্বীপ ম্যাচের পর পাঁচ দিনের বিশ্রাম পাবে বাংলাদেশ।
মালে জাতীয় স্টেডিয়ামে রাত ১০টায় শুরু হতে চলা মালদ্বীপের বিপক্ষে ম্যাচে জয় পেলে ২০০৫ সালের পর আবারও সাফের ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে লাল-সবুজ প্রতিনিধিদের।
যদি আজকের ম্যাচটা ড্রও হয়, সে ক্ষেত্রে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেতে হবে অস্কার ব্রুজোনের দলকে। বাংলাদেশ কোচ অবশ্য গতকালের সংবাদ সম্মেলনেই বলে দিয়েছেন, ফাইনালের সম্ভাবনা শেষ ম্যাচ পর্যন্ত ঝুলিয়ে রাখতে চান না তাঁরা।
গত সোমবার বাংলাদেশের বিপক্ষে ড্রয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে আজ আক্রমণাত্মক মেজাজেই খেলেছে ভারত। কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে ১০৭তম স্থানে থাকা ভারতীয়দের বিপক্ষে গোলবারের নিচে লঙ্কান দলপতি সুজন পেরেরা আজ হয়ে উঠেছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। ১১টি শট নিয়েও বল জালে পাঠাতে পারেননি সুনীল ছেত্রী-মানভির সিংরা। শেষ দিকে গোলবার ফাঁকা পেয়েও গোল করতে পারেননি ডিফেন্ডার শুভাশিস বসু।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও শ্রীলঙ্কাই ফিফা র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানির দুই দল। আর সবার চেয়ে এগিয়ে ভারত।
আসরে নিজেদের প্রথম ম্যাচে ৮২ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলেন সুনীল ছেত্রী-গুরপ্রীত সিং সান্ধুরা। সেই ক্ষতে প্রলেপ দিতে না দিতেই ফের হোঁচট খেলেন তাঁরা।
ভারতের চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কা আজ রুখে দিয়েছে ছেত্রীদের। ইগর স্টিমাচের দল লঙ্কানদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।
ভারতের টানা দুই ড্রয়ে পরোক্ষভাবে লাভটা হয়েছে বাংলাদেশেরই। সুনীল ছেত্রীদের পয়েন্ট এখন ২। সমানসংখ্যক ম্যাচে জামাল ভূঁইয়াদের পয়েন্ট ৪। আগামী ছয় দিনে নেপাল ও স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ খেলবে ভারত। আর রাতে মালদ্বীপ ম্যাচের পর পাঁচ দিনের বিশ্রাম পাবে বাংলাদেশ।
মালে জাতীয় স্টেডিয়ামে রাত ১০টায় শুরু হতে চলা মালদ্বীপের বিপক্ষে ম্যাচে জয় পেলে ২০০৫ সালের পর আবারও সাফের ফাইনাল খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে লাল-সবুজ প্রতিনিধিদের।
যদি আজকের ম্যাচটা ড্রও হয়, সে ক্ষেত্রে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেতে হবে অস্কার ব্রুজোনের দলকে। বাংলাদেশ কোচ অবশ্য গতকালের সংবাদ সম্মেলনেই বলে দিয়েছেন, ফাইনালের সম্ভাবনা শেষ ম্যাচ পর্যন্ত ঝুলিয়ে রাখতে চান না তাঁরা।
গত সোমবার বাংলাদেশের বিপক্ষে ড্রয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে আজ আক্রমণাত্মক মেজাজেই খেলেছে ভারত। কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে ১০৭তম স্থানে থাকা ভারতীয়দের বিপক্ষে গোলবারের নিচে লঙ্কান দলপতি সুজন পেরেরা আজ হয়ে উঠেছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। ১১টি শট নিয়েও বল জালে পাঠাতে পারেননি সুনীল ছেত্রী-মানভির সিংরা। শেষ দিকে গোলবার ফাঁকা পেয়েও গোল করতে পারেননি ডিফেন্ডার শুভাশিস বসু।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩ ঘণ্টা আগে