নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে চলতি মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপটা চ্যাম্পিয়নের মতো শুরু করতে পারেনি। শুরুর ম্যাচেই পাকিস্তানের সঙ্গে ড্র। ম্যাচটি জিতলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল সাবিনাদের। কিন্তু ড্র করে শেষ চারের জটিল সমীকরণের সামনে তাঁরা।
গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। শেষ চারে যেতে হলে নিদেনপক্ষে আটকাতে হবে ভারতকে; জিততে দেওয়া যাবে না।
২০১০ সালে প্রবর্তিত মেয়েদের দক্ষিণ এশীয় এই টুর্নামেন্টে একক আধিপত্য ভারতের। টানা পাঁচবার শিরোপা জিতেছে তারা। তবে সবশেষ নেপালে হওয়া এই টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। ভারতের বাইরে মেয়েদের এই টুর্নামেন্ট বিজয়ী একমাত্র দল বাংলাদেশই। সেই হিসাবে দুই চ্যাম্পিয়নের লড়াইটা জমজমাট হওয়ার কথা। কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স সেই আভাস দেয় না। দুই বছর আগে সাফে বাংলাদেশের যে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল, সেই বড় একটা অংশই নেই এবারের সাফে। তাঁদের জায়গায় এসেছেন নতুনেরা; যে কারণে কেউ কেউ নতুন বাংলাদেশও বলছেন এবারের দলটিকে।
যে পাকিস্তানকে ভারত ৫-২ গোলে হারিয়েছে, সেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে টেনেটুনে ড্র করে বাংলাদেশ। তাই জয় নয়, ভারতের বিপক্ষে কোনোক্রমে ড্র করলেই রক্ষা সাবিনাদের। শেষ চারে যেতে এই ড্রটাই দরকার দলের। তবে ভারতের কাছে হেরে গেলেও সেটা যদি হয় ন্যূনতম ব্যবধানে, তাহলেও সেমিতে যাওয়ার সুযোগ থাকবে সাবিনাদের।
বাংলাদেশে দলের ডিফেন্ডার কোহাতি কিসকু অবশ্য জয়ের কথাই বললেন। বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় তিনি বললেন, ‘চেষ্টা থাকবে ভালো খেলার। জয়ের জন্যই খেলব আমরা।’
ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮তম অবস্থানে ভারত। আর বাংলাদেশের অবস্থান ১৩৯। শুধু র্যাঙ্কিংয়েই নয়, মুখোমুখি লড়াইয়ের রেকর্ডেও ঢের পিছিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুই দল। ভারতের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১টি। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।
জয়ের সংখ্যাটা ১ থেকে ২ করতে পারবে বাংলাদেশ? নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে।

টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে চলতি মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপটা চ্যাম্পিয়নের মতো শুরু করতে পারেনি। শুরুর ম্যাচেই পাকিস্তানের সঙ্গে ড্র। ম্যাচটি জিতলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল সাবিনাদের। কিন্তু ড্র করে শেষ চারের জটিল সমীকরণের সামনে তাঁরা।
গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। শেষ চারে যেতে হলে নিদেনপক্ষে আটকাতে হবে ভারতকে; জিততে দেওয়া যাবে না।
২০১০ সালে প্রবর্তিত মেয়েদের দক্ষিণ এশীয় এই টুর্নামেন্টে একক আধিপত্য ভারতের। টানা পাঁচবার শিরোপা জিতেছে তারা। তবে সবশেষ নেপালে হওয়া এই টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। ভারতের বাইরে মেয়েদের এই টুর্নামেন্ট বিজয়ী একমাত্র দল বাংলাদেশই। সেই হিসাবে দুই চ্যাম্পিয়নের লড়াইটা জমজমাট হওয়ার কথা। কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স সেই আভাস দেয় না। দুই বছর আগে সাফে বাংলাদেশের যে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল, সেই বড় একটা অংশই নেই এবারের সাফে। তাঁদের জায়গায় এসেছেন নতুনেরা; যে কারণে কেউ কেউ নতুন বাংলাদেশও বলছেন এবারের দলটিকে।
যে পাকিস্তানকে ভারত ৫-২ গোলে হারিয়েছে, সেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে টেনেটুনে ড্র করে বাংলাদেশ। তাই জয় নয়, ভারতের বিপক্ষে কোনোক্রমে ড্র করলেই রক্ষা সাবিনাদের। শেষ চারে যেতে এই ড্রটাই দরকার দলের। তবে ভারতের কাছে হেরে গেলেও সেটা যদি হয় ন্যূনতম ব্যবধানে, তাহলেও সেমিতে যাওয়ার সুযোগ থাকবে সাবিনাদের।
বাংলাদেশে দলের ডিফেন্ডার কোহাতি কিসকু অবশ্য জয়ের কথাই বললেন। বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় তিনি বললেন, ‘চেষ্টা থাকবে ভালো খেলার। জয়ের জন্যই খেলব আমরা।’
ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮তম অবস্থানে ভারত। আর বাংলাদেশের অবস্থান ১৩৯। শুধু র্যাঙ্কিংয়েই নয়, মুখোমুখি লড়াইয়ের রেকর্ডেও ঢের পিছিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুই দল। ভারতের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১টি। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।
জয়ের সংখ্যাটা ১ থেকে ২ করতে পারবে বাংলাদেশ? নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে।

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে