ক্রীড়া ডেস্ক

ক্রীড়াঙ্গনে ম্যাচ পাতানোর খবর শোনা যায় অহরহ। দল ও ক্লাবগুলো প্রায়ই পেয়ে থাকে নিষেধাজ্ঞা। অনেক সময় ক্লাবের কর্মকর্তারাও আজীবন বা সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যান। এবার আর্সেনাল তিভাত নামের এক ক্লাবকে কঠিন শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
উয়েফা গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে, মন্টেনেগ্রোর ক্লাব আর্সেনাল তিভাত ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১০ বছরের জন্য নিষিদ্ধ। ২০২৪-২৫ মৌসুম থেকে ২০৩৪-৩৫ মৌসুম পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি আর্সেনালকে পাঁচ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭ কোটি ৫ লাখ টাকা। উয়েফার ডিসিপ্লিনারি কর্তৃপক্ষ (সিইডিবি) মন্টেনেগ্রোর ক্লাবকে দিয়েছে এই শাস্তি। বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে আর্সেনাল তিভাতের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৩ সালের জুলাইয়ে কনফারেন্স লিগের বাছাইয়ে আর্সেনাল তিভাতের প্রতিপক্ষ ছিল আর্মেনিয়ার ক্লাব আলাশকের্ট। প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের পর ঘরের মাঠে আর্সেনাল হেরেছিল ৬-১ গোলে। ক্লাব দুটির বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর উয়েফা তদন্ত শুরু করে। তদন্তের পর মোটা অঙ্কের টাকা জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞা তো আর্সেনালকে উয়েফা দিয়েছেই। এমনকি খেলোয়াড় নিকোলা সেলেবিচ ও ম্যাচ কর্মকর্তা রাঙ্কো কারগোভিচ এই দুই জনকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে সিইডিবি। তবে আলাশকের্টের বিপক্ষে ম্যাচে আর্সেনাল কীভাবে ফিক্সিং করেছে বা আর্থিক লেনদেন হয়েছে কিনা, সেই ব্যাপারে কিছুই জানায়নি উয়েফা।
শৃঙ্খলা বিধিমালার ১১ অনুচ্ছেদ আর্সেনাল তিভাত লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছে উয়েফা। এই অনুচ্ছেদ অনুসারে ‘সাধারণ আদর্শিক আচরণ’ এবং ‘ম্যাচ ও প্রতিযোগিতায় নৈতিকতা রক্ষা’র ব্যাপারে বলা হয়েছে। আর্সেনাল তিভাত মন্টেনেগ্রিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দুইবার।

ক্রীড়াঙ্গনে ম্যাচ পাতানোর খবর শোনা যায় অহরহ। দল ও ক্লাবগুলো প্রায়ই পেয়ে থাকে নিষেধাজ্ঞা। অনেক সময় ক্লাবের কর্মকর্তারাও আজীবন বা সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যান। এবার আর্সেনাল তিভাত নামের এক ক্লাবকে কঠিন শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
উয়েফা গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে, মন্টেনেগ্রোর ক্লাব আর্সেনাল তিভাত ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১০ বছরের জন্য নিষিদ্ধ। ২০২৪-২৫ মৌসুম থেকে ২০৩৪-৩৫ মৌসুম পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি আর্সেনালকে পাঁচ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭ কোটি ৫ লাখ টাকা। উয়েফার ডিসিপ্লিনারি কর্তৃপক্ষ (সিইডিবি) মন্টেনেগ্রোর ক্লাবকে দিয়েছে এই শাস্তি। বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে আর্সেনাল তিভাতের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৩ সালের জুলাইয়ে কনফারেন্স লিগের বাছাইয়ে আর্সেনাল তিভাতের প্রতিপক্ষ ছিল আর্মেনিয়ার ক্লাব আলাশকের্ট। প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের পর ঘরের মাঠে আর্সেনাল হেরেছিল ৬-১ গোলে। ক্লাব দুটির বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর উয়েফা তদন্ত শুরু করে। তদন্তের পর মোটা অঙ্কের টাকা জরিমানা, ১০ বছরের নিষেধাজ্ঞা তো আর্সেনালকে উয়েফা দিয়েছেই। এমনকি খেলোয়াড় নিকোলা সেলেবিচ ও ম্যাচ কর্মকর্তা রাঙ্কো কারগোভিচ এই দুই জনকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে সিইডিবি। তবে আলাশকের্টের বিপক্ষে ম্যাচে আর্সেনাল কীভাবে ফিক্সিং করেছে বা আর্থিক লেনদেন হয়েছে কিনা, সেই ব্যাপারে কিছুই জানায়নি উয়েফা।
শৃঙ্খলা বিধিমালার ১১ অনুচ্ছেদ আর্সেনাল তিভাত লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছে উয়েফা। এই অনুচ্ছেদ অনুসারে ‘সাধারণ আদর্শিক আচরণ’ এবং ‘ম্যাচ ও প্রতিযোগিতায় নৈতিকতা রক্ষা’র ব্যাপারে বলা হয়েছে। আর্সেনাল তিভাত মন্টেনেগ্রিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দুইবার।

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩৮ মিনিট আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে