নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য ফাহামিদুল ইসলাম এক আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফুটবলারকে রেখে চমক দেখান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু চূড়ান্ত দলে না রেখে আরও বড় বিস্ময়ের জন্ম দেন তিনি।
বাংলাদেশের জার্সিতে খেলতে না পারলেও ফাহামিদুল পরোক্ষভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন আব্দুল কাদিরকে। ইতালী প্রবাসী এই ফুটবলার বর্তমানে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে। ফাহামিদুলের কারণেই বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ জাগে তাঁর।
৩১ জন ফুটবলারকে নিয়ে আজ যশোরের শামস-উল-হুদা একাডেমিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। ইতালিতে বেড়ে ওঠা কাদিরকে পেরিয়ে আসতে হয়েছে ট্রায়ালের পথ। ফাহামিদুলের মতো তিনিও খেলে থাকেন ইতালির চতুর্থ স্তরের লিগের ক্লাবে। কাদির বলেন, ‘ফাহামিদুল আসার পরই আমার আগ্রহ জন্মে। এরপরই এখান থেকে যোগাযোগ করলে আমি রাজি হয়ে যাই। সবাই আমরা একসঙ্গে লড়তে পারলে ভালো কিছু হবে। আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি। ভালো করার ইচ্ছা তো আছেই।’
বাংলাদেশের সঙ্গে ইতালির সুযোগ-সুবিধা তেমন কোনো পার্থক্য দেখেন না কাদির। অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘(দলের) সবাই অনেক ভালো, সবার সঙ্গে মিলেমিশে খেলছি। আস্তে আস্তে সবার সঙ্গে মিশছি। বাংলাদেশের সঙ্গে ইতালির সুযোগ সুবিধার পার্থক্য খুব বেশি নয়। সেখানে যেমন লড়াই করে খেলতে হয় এখানেও একই।’
কাদির ছাড়াও দলে রয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার এলমান মতিন ও ফারজাদ আফতাব। জাতীয় দলে হামজা চৌধুরীর অভিষেকের পর প্রবাসী ফুটবলারদের নিয়ে আলাদা উন্মাদনা বিরাজ করছে সমর্থকদের মধ্যে। যা ইতিবাচক দিক বলে মনে করেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘তিনজন প্রবাসী ফুটবলার এই ক্যাম্পে আছে, তারা অন্যদের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে। ট্রায়ালে ভালো করেছে দেখেই তারা ৩৫ জনের ক্যাম্পে রয়েছে। আমি মনে করি মূল দলে থাকার জন্য তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। কয়েকটা সেশন যাওয়ার পর তাদের ভেতর ভিন্ন কিছু আছে কি না বুঝতে পারব।’
আগামী ৯ মে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ১১ মে অপর ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে ছোটনের দল।

বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য ফাহামিদুল ইসলাম এক আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফুটবলারকে রেখে চমক দেখান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু চূড়ান্ত দলে না রেখে আরও বড় বিস্ময়ের জন্ম দেন তিনি।
বাংলাদেশের জার্সিতে খেলতে না পারলেও ফাহামিদুল পরোক্ষভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন আব্দুল কাদিরকে। ইতালী প্রবাসী এই ফুটবলার বর্তমানে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে। ফাহামিদুলের কারণেই বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ জাগে তাঁর।
৩১ জন ফুটবলারকে নিয়ে আজ যশোরের শামস-উল-হুদা একাডেমিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। ইতালিতে বেড়ে ওঠা কাদিরকে পেরিয়ে আসতে হয়েছে ট্রায়ালের পথ। ফাহামিদুলের মতো তিনিও খেলে থাকেন ইতালির চতুর্থ স্তরের লিগের ক্লাবে। কাদির বলেন, ‘ফাহামিদুল আসার পরই আমার আগ্রহ জন্মে। এরপরই এখান থেকে যোগাযোগ করলে আমি রাজি হয়ে যাই। সবাই আমরা একসঙ্গে লড়তে পারলে ভালো কিছু হবে। আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করতে এসেছি। ভালো করার ইচ্ছা তো আছেই।’
বাংলাদেশের সঙ্গে ইতালির সুযোগ-সুবিধা তেমন কোনো পার্থক্য দেখেন না কাদির। অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘(দলের) সবাই অনেক ভালো, সবার সঙ্গে মিলেমিশে খেলছি। আস্তে আস্তে সবার সঙ্গে মিশছি। বাংলাদেশের সঙ্গে ইতালির সুযোগ সুবিধার পার্থক্য খুব বেশি নয়। সেখানে যেমন লড়াই করে খেলতে হয় এখানেও একই।’
কাদির ছাড়াও দলে রয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার এলমান মতিন ও ফারজাদ আফতাব। জাতীয় দলে হামজা চৌধুরীর অভিষেকের পর প্রবাসী ফুটবলারদের নিয়ে আলাদা উন্মাদনা বিরাজ করছে সমর্থকদের মধ্যে। যা ইতিবাচক দিক বলে মনে করেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘তিনজন প্রবাসী ফুটবলার এই ক্যাম্পে আছে, তারা অন্যদের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে। ট্রায়ালে ভালো করেছে দেখেই তারা ৩৫ জনের ক্যাম্পে রয়েছে। আমি মনে করি মূল দলে থাকার জন্য তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। কয়েকটা সেশন যাওয়ার পর তাদের ভেতর ভিন্ন কিছু আছে কি না বুঝতে পারব।’
আগামী ৯ মে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ১১ মে অপর ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে ছোটনের দল।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১১ ঘণ্টা আগে