
লম্বা সময় বার্সেলোনায় খেলা ফুটবলারদের ক্লাব ছেড়ে দেওয়া গত কয়েক বছরে চেনা পরিচিত দৃশ্য। ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে বার্সার অভিজ্ঞ খেলোয়াড়দের ভান্ডার। লিওনেল মেসি, জেরার্ড পিকের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন সার্জিও বুসকেতস। মৌসুম শেষে কাতালানদের ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই মিডফিল্ডার।
বার্সেলোনা তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বুসকেতসের ক্লাব ছাড়ার কথা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওতে আবেগঘন এক বার্তায় বার্সার এই মিডফিল্ডার বলেন, ‘এই জার্সি পরা অনেক গর্বের বিষয় ছিল। তবে সবকিছুর একটা শেষ হওয়া উচিত। এটা সহজ সিদ্ধান্ত ছিল এবং এটাই সেই সময়। যাঁরা আমার এই লম্বা সময়ে পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ। দলের সদস্য এবং ভক্ত সবাইকে ধন্যবাদ।’
২০০৭ থেকে বার্সেলোনার সঙ্গে আছেন বুসকেতস। বার্সার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৭১৯ ম্যাচ। ১৯ ম্যাচে ১৮ গোল করেছেন এবং ৪৫ গোলে অ্যাসিস্ট করেছেন। চলতি মৌসুম শেষে বার্সার হয়ে ১৬ বছরের যাত্রা শেষ হয়ে যাচ্ছে। বুসকেতসের আগে গত বছরের নভেম্বরে বার্সার হয়ে দীর্ঘদিনের পথচলা শেষ হয় পিকের। ২০০৮ থেকে ২০২২ পর্যন্ত কাতালানদের জার্সিতে খেলেছেন তিনি। আর ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন মেসি। ২০০৩ থেকে ২০২১ পর্যন্ত বার্সায় ছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার।
বুসকেতস এরপর কোন ক্লাবে যাবেন, তা এখনো তিনি জানাননি। তবে ইএসপিএন এ বছরের জানুয়ারিতে জানিয়েছিল যে সৌদি আরবের এক ক্লাব থেকে মোটা অঙ্কের টাকার চুক্তির প্রস্তাব পেয়েছেন তিনি। তিনি নিজেও মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার আগ্রহ আগে প্রকাশ করেছিলেন। এমএলএসে ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনা বেশি।

লম্বা সময় বার্সেলোনায় খেলা ফুটবলারদের ক্লাব ছেড়ে দেওয়া গত কয়েক বছরে চেনা পরিচিত দৃশ্য। ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে বার্সার অভিজ্ঞ খেলোয়াড়দের ভান্ডার। লিওনেল মেসি, জেরার্ড পিকের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন সার্জিও বুসকেতস। মৌসুম শেষে কাতালানদের ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই মিডফিল্ডার।
বার্সেলোনা তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বুসকেতসের ক্লাব ছাড়ার কথা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওতে আবেগঘন এক বার্তায় বার্সার এই মিডফিল্ডার বলেন, ‘এই জার্সি পরা অনেক গর্বের বিষয় ছিল। তবে সবকিছুর একটা শেষ হওয়া উচিত। এটা সহজ সিদ্ধান্ত ছিল এবং এটাই সেই সময়। যাঁরা আমার এই লম্বা সময়ে পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ। দলের সদস্য এবং ভক্ত সবাইকে ধন্যবাদ।’
২০০৭ থেকে বার্সেলোনার সঙ্গে আছেন বুসকেতস। বার্সার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৭১৯ ম্যাচ। ১৯ ম্যাচে ১৮ গোল করেছেন এবং ৪৫ গোলে অ্যাসিস্ট করেছেন। চলতি মৌসুম শেষে বার্সার হয়ে ১৬ বছরের যাত্রা শেষ হয়ে যাচ্ছে। বুসকেতসের আগে গত বছরের নভেম্বরে বার্সার হয়ে দীর্ঘদিনের পথচলা শেষ হয় পিকের। ২০০৮ থেকে ২০২২ পর্যন্ত কাতালানদের জার্সিতে খেলেছেন তিনি। আর ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন মেসি। ২০০৩ থেকে ২০২১ পর্যন্ত বার্সায় ছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার।
বুসকেতস এরপর কোন ক্লাবে যাবেন, তা এখনো তিনি জানাননি। তবে ইএসপিএন এ বছরের জানুয়ারিতে জানিয়েছিল যে সৌদি আরবের এক ক্লাব থেকে মোটা অঙ্কের টাকার চুক্তির প্রস্তাব পেয়েছেন তিনি। তিনি নিজেও মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার আগ্রহ আগে প্রকাশ করেছিলেন। এমএলএসে ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনা বেশি।

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম খুশির বার্তা নিয়ে হাজির হয়েছিল মোস্তাফিজুর রহমানের জন্য। নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল পেলেও কোটি টাকার টুর্নামেন্টে কাটার মাস্টারের খেলা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে।
১৮ মিনিট আগে
রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেককে একটা ধন্যবাদ দিতেই পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে শুরুতে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে সম্মান দেখিয়ে এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয় রংপুর।
২৮ মিনিট আগে
২৪ ঘণ্টার ব্যবধানে দেখা গেল দুই রকম মাহমুদউল্লাহ রিয়াদকে। বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) গত পরশু রাতে ব্যাট হাতে হতাশ করেছিলেন রংপুর রাইডার্সের ভক্তদের। পরের ম্যাচেই নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী জান্নাতুল কাওসা
১ ঘণ্টা আগে
বিপিএলের শুরুটা হয়েছিল ধুন্ধুমার। সিলেট স্ট্রাইকার্সের করা ১৯১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে পাড়ি দেয় রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু সকালের সূর্য সব সময় দিনের পূর্বাভাস দেয় না। বিপিএলের ক্ষেত্রে যেন সেটাই হচ্ছে। অথচ কিছুদিনের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। এ সময়ে রানখরায় কতটা ভালো প্রস্তুতি হচ্ছে, সেই
২ ঘণ্টা আগে