
মোটা অঙ্কের চুক্তিতে গত বছরের শেষে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সৌদি আরবে প্রথম মৌসুমটা রোনালদোর কাছে হতাশার। আল নাসরের হয়ে কোনো শিরোপাই জেতা হয়নি পর্তুগিজ এই তারকা ফুটবলারের।
গতকালের ম্যাচের আগে সৌদি প্রো লিগে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল আল নাসর। সমান ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল আল-ইত্তিহাদ। শিরোপা জিততে হলে আল নাসরের শেষ দুই ম্যাচ তো জিততে হতোই, একই সঙ্গে আল ইত্তিহাদের পয়েন্টও হারাতে হতো। এই সমীকরণ নিয়ে প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল ইত্তিফাকের বিপক্ষে খেলতে নামে আল নাসর। তবে সেই যাত্রায় হোঁচট খেয়েছে তারা। ইত্তিফাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন রোনালদোরা। ৪৩ মিনিটে ইউসুফো নিয়াকিতির গোলে এগিয়ে যায় ইত্তিফাক। আর সমতায় ফেরানো গোল করেন আল নাসরের লুইজ গুস্তাভো। অন্যদিকে কিং সালমান স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ফেইহাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আল ইত্তিহাদ। তাতে নিশ্চিত হয়ে যায় ইত্তিহাদের ২০২২-২৩ মৌসুমের সৌদি প্রো লিগ।
রোনালদো যখন আসেন, তখন আল নাসরের সামনে সুযোগ ছিল ট্রেবল জেতার। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ—এই তিন শিরোপা জয়ের সুযোগ ছিল। কিন্তু রোনালাদো জিততে পারেননি কিছুই। গতকাল সৌদি প্রো লিগ তো হাতছাড়া হয়েছেই। তার আগে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে আল ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে যায় আল নাসর। আর সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যান রোনালদোরা।
এখন পর্যন্ত আল-নাসরের হয়ে ১৯ ম্যাচ খেলেন রোনালদো। ১৯ ম্যাচে করেছেন ১৪ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে। হ্যাটট্রিক করেছেন দুটি।

মোটা অঙ্কের চুক্তিতে গত বছরের শেষে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সৌদি আরবে প্রথম মৌসুমটা রোনালদোর কাছে হতাশার। আল নাসরের হয়ে কোনো শিরোপাই জেতা হয়নি পর্তুগিজ এই তারকা ফুটবলারের।
গতকালের ম্যাচের আগে সৌদি প্রো লিগে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল আল নাসর। সমান ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল আল-ইত্তিহাদ। শিরোপা জিততে হলে আল নাসরের শেষ দুই ম্যাচ তো জিততে হতোই, একই সঙ্গে আল ইত্তিহাদের পয়েন্টও হারাতে হতো। এই সমীকরণ নিয়ে প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল ইত্তিফাকের বিপক্ষে খেলতে নামে আল নাসর। তবে সেই যাত্রায় হোঁচট খেয়েছে তারা। ইত্তিফাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন রোনালদোরা। ৪৩ মিনিটে ইউসুফো নিয়াকিতির গোলে এগিয়ে যায় ইত্তিফাক। আর সমতায় ফেরানো গোল করেন আল নাসরের লুইজ গুস্তাভো। অন্যদিকে কিং সালমান স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ফেইহাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আল ইত্তিহাদ। তাতে নিশ্চিত হয়ে যায় ইত্তিহাদের ২০২২-২৩ মৌসুমের সৌদি প্রো লিগ।
রোনালদো যখন আসেন, তখন আল নাসরের সামনে সুযোগ ছিল ট্রেবল জেতার। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ—এই তিন শিরোপা জয়ের সুযোগ ছিল। কিন্তু রোনালাদো জিততে পারেননি কিছুই। গতকাল সৌদি প্রো লিগ তো হাতছাড়া হয়েছেই। তার আগে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে আল ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে যায় আল নাসর। আর সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যান রোনালদোরা।
এখন পর্যন্ত আল-নাসরের হয়ে ১৯ ম্যাচ খেলেন রোনালদো। ১৯ ম্যাচে করেছেন ১৪ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে। হ্যাটট্রিক করেছেন দুটি।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে