
রেকর্ড টাকা দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে লিগে নিবন্ধন করাতে পারছিলেন না আল নাসরে। পর্তুগিজ তারকার সঙ্গে চুক্তি করার আগেই বিদেশি কোটা পূর্ণ হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছিল তাদের। গতকাল সেই সমস্যার সমাধান করেছে সৌদি আরবের ক্লাবটি।
আল নাসরে রোনালদোর জন্য ছাঁটাই করেছেন ভিনসেন্ট আবুবকরকে। যিনি বিশ্বকাপের সময় আলোচনায় আসেন বিশ্ব ফুটবলে। বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ক্যামেরুনকে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার। জয়সূচক গোলের পরপরই অবশ্য লাল কার্ডে মাঠ ছাড়েন তিনি। শাস্তিটা পান গোল করে জার্সি খোলার অপরাধে। মাঠ ছাড়ার সময় অবশ্য তাঁর মুখে হতাশার ছাপ দেখা যায়নি; বরং হাসিমুখেই মাঠ ছেড়েছেন তিনি।
তবে আলোচিত আবুবকরের বিদায়টা নিষ্ঠুরভাবেই হলো। গত মৌসুম ধরেই আল নাসরের হয়ে খেলছিলেন ক্যামেরুন ফরোয়ার্ড। ২০২১ সালের ৮ জুন তিন বছরের চুক্তিতে বেসিকতাস থেকে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দেন তিনি। ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও তার আগেই ক্লাব ছাড়তে হলো রোনালদোকে জায়গা দিতে। তবে এই ছাঁটাই তাঁর জন্য শাপে বরও হতে পারে। গুঞ্জনও উঠেছে, যাঁর জন্য ক্লাব ছেড়েছেন, তাঁর জায়গা পূরণ করতেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন তিনি।
আবুবকরের বিদায়ে নিবন্ধন নিয়ে আর কোনো সমস্যা রইল না রোনালদোর। সঙ্গে পর্তুগিজ তারকার অপেক্ষার পালাও শেষ হয়ে আসছে। বিশ্ব রেকর্ড গড়ে ক্লাবটিতে যোগ দিলেও অভিষেক ম্যাচ খেলতে পারছিলেন না তিনি। একের পর এক জটিলতায় পিছিয়ে যাচ্ছিল তাঁর এশিয়া অভিষেক। আর এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হলেই দেশটির লিগে খেলতে পারবেন তিনি। খুব সম্ভবত আল-ইত্তেফাকের বিপক্ষে ২২ জানুয়ারি মাঠে নামতে যাচ্ছেন তিনি।

রেকর্ড টাকা দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনে লিগে নিবন্ধন করাতে পারছিলেন না আল নাসরে। পর্তুগিজ তারকার সঙ্গে চুক্তি করার আগেই বিদেশি কোটা পূর্ণ হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছিল তাদের। গতকাল সেই সমস্যার সমাধান করেছে সৌদি আরবের ক্লাবটি।
আল নাসরে রোনালদোর জন্য ছাঁটাই করেছেন ভিনসেন্ট আবুবকরকে। যিনি বিশ্বকাপের সময় আলোচনায় আসেন বিশ্ব ফুটবলে। বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ক্যামেরুনকে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার। জয়সূচক গোলের পরপরই অবশ্য লাল কার্ডে মাঠ ছাড়েন তিনি। শাস্তিটা পান গোল করে জার্সি খোলার অপরাধে। মাঠ ছাড়ার সময় অবশ্য তাঁর মুখে হতাশার ছাপ দেখা যায়নি; বরং হাসিমুখেই মাঠ ছেড়েছেন তিনি।
তবে আলোচিত আবুবকরের বিদায়টা নিষ্ঠুরভাবেই হলো। গত মৌসুম ধরেই আল নাসরের হয়ে খেলছিলেন ক্যামেরুন ফরোয়ার্ড। ২০২১ সালের ৮ জুন তিন বছরের চুক্তিতে বেসিকতাস থেকে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দেন তিনি। ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও তার আগেই ক্লাব ছাড়তে হলো রোনালদোকে জায়গা দিতে। তবে এই ছাঁটাই তাঁর জন্য শাপে বরও হতে পারে। গুঞ্জনও উঠেছে, যাঁর জন্য ক্লাব ছেড়েছেন, তাঁর জায়গা পূরণ করতেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন তিনি।
আবুবকরের বিদায়ে নিবন্ধন নিয়ে আর কোনো সমস্যা রইল না রোনালদোর। সঙ্গে পর্তুগিজ তারকার অপেক্ষার পালাও শেষ হয়ে আসছে। বিশ্ব রেকর্ড গড়ে ক্লাবটিতে যোগ দিলেও অভিষেক ম্যাচ খেলতে পারছিলেন না তিনি। একের পর এক জটিলতায় পিছিয়ে যাচ্ছিল তাঁর এশিয়া অভিষেক। আর এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হলেই দেশটির লিগে খেলতে পারবেন তিনি। খুব সম্ভবত আল-ইত্তেফাকের বিপক্ষে ২২ জানুয়ারি মাঠে নামতে যাচ্ছেন তিনি।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে