
বাংলাদেশ নারী ফুটবল দলের সমস্যার সমাধান যেন হচ্ছেই না। কোচ পিটার বাটলারের অধীনে ১৮ নারী ফুটবলার অনুশীলন তো করবেনই না। এমনকি গণ-অবসরের হুমকিও দিয়েছেন ফুটবলাররা। এবার বাটলারও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
কদিন ধরে শোনা যাচ্ছিল বিদ্রোহ করা ফুটবলারদের বাদ দিতে চান বাটলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আজ সাংবাদিকেরাও বাটলারকে প্রশ্ন করেছেন ব্যাপারে। গণমাধ্যমকে নারী ফুটবল দলের কোচ বলেন, ‘কয়েক ফুটবলারের নাম দিয়েছি আমি। তারা থাকলে কোচিং করাব না। অনুশীলনে যাচ্ছে না কয়েক ফুটবলার এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা বাজে এবং এগুলো বন্ধ হওয়া উচিত।’
সাবিনাদের গণ-অবসরের হুমকির পর বাফুফে বিশেষ কমিটি করেছিল গত সপ্তাহে। বাটলার গতকাল বাফুফের বিশেষ কমিটির মুখোমুখি হয়েছিলেন। সেই ব্যাপারে আজ সংবাদমাধ্যমকে নারী ফুটবল দলের কোচ বলেন, ‘ভালো পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছে। আমিও ব্যাখ্যা দিয়েছি। বেশ স্পষ্টভাবে বলেছি যে যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই উল্টোপাল্টা কথা বলে, তাদের কোচিং করাব না।’
২০২২, ২০২৪—টানা দুইবার নারী সাফ জিতেছে বাংলাদেশ। বাটলার যাঁদের বাদ দিতে চাচ্ছেন, তাঁদের অনেকেই সাফজয়ী দলে ছিলেন। তবু শৃঙ্খলার ব্যাপারে কোনো আপোস করতে চান না তিনি। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ বলেন, ‘সমঝোতার কিছু নেই এখানে। তারা থাকলে আমি থাকছি না। এটা স্পষ্ট। বাংলাদেশ দুইবার নারী সাফ জিতেছে। নারী বিদেশি লিগে কয়জন নারী ফুটবলার খেলে? শৃঙ্খলাজনিত কারণেই বিদেশি লিগে নেই তারা। ইংলিশ ও ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানা আছে আমার। যা চলছে, মোটেই গ্রহণযোগ্য নয়।’
এ বছরের ১৬ জানুয়ারি বাটলার ও হাবিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করেছে। নতুন চুক্তি অনুযায়ী ছেলেদের প্রধান কোচ হিসেবে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন কাবরেরা। আর বাটলার থাকবেন ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন:

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে