
সুইজারল্যান্ডের বিপক্ষে গতকালের আগে পর্তুগালের হয়ে ৩৩ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন গনসালো রামোস। এই সময়টুকুও খেলেছেন তিনি বদলি নেমে। সেই ৩৩ মিনিটেই নজর কেড়েছিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসের। গতকাল তাই শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি।
শুধু পর্তুগালের নয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে রামোসকে নামিয়েছিলেন সান্তোস। কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। প্রতিদানটা এমনই হয়েছে যে বিস্ময় ফুটবলকেই অবাক করে দিয়েছেন তিনি। বিশ্বকাপের মতো মঞ্চে সুযোগ পেয়েই হ্যাটট্রিক করেছেন উদীয়মান এই তরুণ।
অথচ এই বিশ্বকাপে রামোসের সুযোগ পাওয়ারই কথা ছিল না। ডিয়াগো জোতার চোটে সুযোগ পেয়েছেন তিনি বিশ্বকাপের দলে। আর সুযোগ পেয়েই এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিককারী হয়েছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী এখন তিনি। ২১ বছর ১৬৯ দিনে হ্যাটট্রিকটি পূর্ণ করেছেন রামোস। আর ১৯৬২ সালের বিশ্বকাপে হ্যাটট্রিক করে এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ ফুটবলার হচ্ছেন হাঙ্গেরির ফরোয়ার্ড ফ্লোরিয়ান আলবার্ট।
শৈশব থেকেই রামোস প্রতিভার আলোয় নিজেকে আলোকিত করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন। আর গতকাল সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন তিনি। মাত্র ১২ বছর বয়সে ২০১৩ সালে বেনফিকার একাডেমিতে যোগ দিয়েছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। একাডেমিতে নিজেকে জাত ফিনিশার হিসেবে গড়ে তুলেছেন তিনি। গোলে শট নেওয়ার ক্ষমতা তাঁর দুর্দান্ত। গতকাল ক্যারিয়ারের প্রথম গোলটিতে তাঁর প্রমাণ দিয়েছেন তিনি। দুরূহ এক কোণ থেকে যেভাবে গোলটি করলেন, তা সত্যি অবিশ্বাস্য ছিল।
২০১৯ সালে পর্তুগাল অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইউরোপিয়ান যুব চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন রামোস। টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি। তখন থেকেই তাঁকে পর্তুগালের ভবিষ্যৎ তারকা বলা হচ্ছিল। বেনফিকার হয়ে এই মৌসুমেও দুরন্ত ছন্দে আছেন তিনি। ২১ ম্যাচে ১৪ গোল করেছেন এই তরুণ তুর্কি। সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬ গোল।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত গতকালকেই সেরা খেলাটা খেলেছে পর্তুগাল। আর সেটিও রামোসের হ্যাটট্রিকের বদান্যতায়। নিজের প্রথম বিশ্বকাপে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়ে হ্যাটট্রিক করা দ্বিতীয় ফুটবলার তিনি। তাঁর আগে ২০০২ সালের বিশ্বকাপে হ্যাটট্রিক করে এমন রেকর্ড গড়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা, যিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক।
আর নিজ দেশের হয়ে প্রথম গোলে বিশ্বকাপে গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন রামোস। এই রেকর্ডের শীর্ষে আছেন যাঁর বদলি নেমে গতকাল সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয় এনে দিয়েছেন পর্তুগালকে। ২০০৬ সালের বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন রোনালদো।

সুইজারল্যান্ডের বিপক্ষে গতকালের আগে পর্তুগালের হয়ে ৩৩ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন গনসালো রামোস। এই সময়টুকুও খেলেছেন তিনি বদলি নেমে। সেই ৩৩ মিনিটেই নজর কেড়েছিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসের। গতকাল তাই শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি।
শুধু পর্তুগালের নয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে রামোসকে নামিয়েছিলেন সান্তোস। কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। প্রতিদানটা এমনই হয়েছে যে বিস্ময় ফুটবলকেই অবাক করে দিয়েছেন তিনি। বিশ্বকাপের মতো মঞ্চে সুযোগ পেয়েই হ্যাটট্রিক করেছেন উদীয়মান এই তরুণ।
অথচ এই বিশ্বকাপে রামোসের সুযোগ পাওয়ারই কথা ছিল না। ডিয়াগো জোতার চোটে সুযোগ পেয়েছেন তিনি বিশ্বকাপের দলে। আর সুযোগ পেয়েই এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিককারী হয়েছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী এখন তিনি। ২১ বছর ১৬৯ দিনে হ্যাটট্রিকটি পূর্ণ করেছেন রামোস। আর ১৯৬২ সালের বিশ্বকাপে হ্যাটট্রিক করে এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ ফুটবলার হচ্ছেন হাঙ্গেরির ফরোয়ার্ড ফ্লোরিয়ান আলবার্ট।
শৈশব থেকেই রামোস প্রতিভার আলোয় নিজেকে আলোকিত করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন। আর গতকাল সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন তিনি। মাত্র ১২ বছর বয়সে ২০১৩ সালে বেনফিকার একাডেমিতে যোগ দিয়েছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। একাডেমিতে নিজেকে জাত ফিনিশার হিসেবে গড়ে তুলেছেন তিনি। গোলে শট নেওয়ার ক্ষমতা তাঁর দুর্দান্ত। গতকাল ক্যারিয়ারের প্রথম গোলটিতে তাঁর প্রমাণ দিয়েছেন তিনি। দুরূহ এক কোণ থেকে যেভাবে গোলটি করলেন, তা সত্যি অবিশ্বাস্য ছিল।
২০১৯ সালে পর্তুগাল অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইউরোপিয়ান যুব চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন রামোস। টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন তিনি। তখন থেকেই তাঁকে পর্তুগালের ভবিষ্যৎ তারকা বলা হচ্ছিল। বেনফিকার হয়ে এই মৌসুমেও দুরন্ত ছন্দে আছেন তিনি। ২১ ম্যাচে ১৪ গোল করেছেন এই তরুণ তুর্কি। সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬ গোল।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত গতকালকেই সেরা খেলাটা খেলেছে পর্তুগাল। আর সেটিও রামোসের হ্যাটট্রিকের বদান্যতায়। নিজের প্রথম বিশ্বকাপে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়ে হ্যাটট্রিক করা দ্বিতীয় ফুটবলার তিনি। তাঁর আগে ২০০২ সালের বিশ্বকাপে হ্যাটট্রিক করে এমন রেকর্ড গড়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা, যিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক।
আর নিজ দেশের হয়ে প্রথম গোলে বিশ্বকাপে গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন রামোস। এই রেকর্ডের শীর্ষে আছেন যাঁর বদলি নেমে গতকাল সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয় এনে দিয়েছেন পর্তুগালকে। ২০০৬ সালের বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন রোনালদো।

২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩৭ মিনিট আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
৪০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে