
জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন নতুন দিশা খুঁজে পেয়েছে বার্সেলোনা। গতকাল আইবেরোস্টার স্টেডিয়ামে মায়োর্কাকে হারিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন জাভি। তবে জাভি মনে করেন, শিরোপা না জিতলে রেকর্ডের কোনো মূল্য নেই।
গতকালের জয়ের মাধ্যমে লা লিগায় অ্যাওয়েতে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লেন জাভি। গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিপক্ষের মাটিতে হারেনি বার্সা। ৫ জয়ের বিপরীতে ১৩ ম্যাচে ড্র করেছে কাতালান ক্লাবটি। এর মাধ্যমে কোচ হিসেবে জিনেদিন জিদানের রেকর্ড ভেঙেছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ লা-লিগায় টানা ১৭ অ্যাওয়ে ম্যাচ অপরাজিত ছিল জিদানের অধীনে।
তবে জাভিকে এসব রেকর্ড টানছে না, তাঁর লক্ষ্য শিরোপায়। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘আপনি রেকর্ড ভাঙলেন কিন্তু শিরোপা জিতলেন না, তাহলে ওসব রেকর্ড মূল্যহীন। ঘরের বাইরে জয় এই বার্তা দেয় যে আমরা ভালো খেলছি, কিন্তু যদি শিরোপা না জিতি, তাহলে তাঁর কোনো মূল্য নেই।
বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমে রবার্ট লেভানডফস্কিকে নিজেদের দলে নিয়ে আসে বার্সেলোনা। বায়ার্নের গোলস্কোরিংয়ের ধারাবাহিকতা বার্সাতেও ধরে রেখেছেন তিনি। গতকাল মায়োর্কার বিপক্ষে দলের জয়সূচক গোলটি করেছেন লেভা। চলতি লা লিগায় এখন পর্যন্ত ৯ গোল করেছেন পোলিশ এই স্ট্রাইকার।
জাভির মতে, সে (লেভানডফস্কি) বিশ্বসেরা গোল স্কোরার। একই সঙ্গে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনেরও প্রশংসা করেছেন জাভি। এই দুজন সম্পর্কে বার্সা কোচ বলেছেন, ‘স্টেগেন ও লেভাকে নিয়ে ব্যাখ্যা করাটা বোকামি হবে। এমন অনেক পরিস্থিতি আসে যেগুলো ম্যাচে ইমপ্যাক্ট রাখে। অবশ্য এটা ঠিক যে ওরা (টের স্টেগেন ও লেভা) পার্থক্য গড়ে দিয়েছে। মার্ক (টের স্টেগেন) দারুণ ফর্মে আছে। লেভান্ডফস্কি সেরা খেলোয়াড়। বিশ্বসেরা স্কোরার। সম্ভবত বিশ্বের সেরা স্ট্রাইকার।’

জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন নতুন দিশা খুঁজে পেয়েছে বার্সেলোনা। গতকাল আইবেরোস্টার স্টেডিয়ামে মায়োর্কাকে হারিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন জাভি। তবে জাভি মনে করেন, শিরোপা না জিতলে রেকর্ডের কোনো মূল্য নেই।
গতকালের জয়ের মাধ্যমে লা লিগায় অ্যাওয়েতে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লেন জাভি। গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিপক্ষের মাটিতে হারেনি বার্সা। ৫ জয়ের বিপরীতে ১৩ ম্যাচে ড্র করেছে কাতালান ক্লাবটি। এর মাধ্যমে কোচ হিসেবে জিনেদিন জিদানের রেকর্ড ভেঙেছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ লা-লিগায় টানা ১৭ অ্যাওয়ে ম্যাচ অপরাজিত ছিল জিদানের অধীনে।
তবে জাভিকে এসব রেকর্ড টানছে না, তাঁর লক্ষ্য শিরোপায়। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘আপনি রেকর্ড ভাঙলেন কিন্তু শিরোপা জিতলেন না, তাহলে ওসব রেকর্ড মূল্যহীন। ঘরের বাইরে জয় এই বার্তা দেয় যে আমরা ভালো খেলছি, কিন্তু যদি শিরোপা না জিতি, তাহলে তাঁর কোনো মূল্য নেই।
বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমে রবার্ট লেভানডফস্কিকে নিজেদের দলে নিয়ে আসে বার্সেলোনা। বায়ার্নের গোলস্কোরিংয়ের ধারাবাহিকতা বার্সাতেও ধরে রেখেছেন তিনি। গতকাল মায়োর্কার বিপক্ষে দলের জয়সূচক গোলটি করেছেন লেভা। চলতি লা লিগায় এখন পর্যন্ত ৯ গোল করেছেন পোলিশ এই স্ট্রাইকার।
জাভির মতে, সে (লেভানডফস্কি) বিশ্বসেরা গোল স্কোরার। একই সঙ্গে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনেরও প্রশংসা করেছেন জাভি। এই দুজন সম্পর্কে বার্সা কোচ বলেছেন, ‘স্টেগেন ও লেভাকে নিয়ে ব্যাখ্যা করাটা বোকামি হবে। এমন অনেক পরিস্থিতি আসে যেগুলো ম্যাচে ইমপ্যাক্ট রাখে। অবশ্য এটা ঠিক যে ওরা (টের স্টেগেন ও লেভা) পার্থক্য গড়ে দিয়েছে। মার্ক (টের স্টেগেন) দারুণ ফর্মে আছে। লেভান্ডফস্কি সেরা খেলোয়াড়। বিশ্বসেরা স্কোরার। সম্ভবত বিশ্বের সেরা স্ট্রাইকার।’

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১৬ মিনিট আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
৩১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে