
কনকাকাফ লিগের (আফ্রিকার ইউরোপা লিগ) এক ম্যাচে গতকাল সুরিনামের ক্লাব ইন্টার মোয়েঙ্গোটাপোর মাঠে তাদের বিপক্ষে নেমেছিল হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়া। স্বাভাবিক একটা ফুটবল ম্যাচেই কাল অনন্য-অসাধারণ এক ঘটনা ঘটে গেছে। মোয়েঙ্গোটাপোর অধিনায়ক হিসেবে ৬১ নম্বর জার্সি পরে রনি ব্রুনসউইক নামে যে ভদ্রলোকটি মাঠে নেমেছিলেন, সেই ভদ্রলোকটির বয়সও ৬১।
রনি শুধু মাঠেই নামেননি, খেলেছেন ম্যাচের শুরু থেকে ৫৪ মিনিট পর্যন্ত। একটা সময় এই ক্লাবের হয়েই খেলতেন তিনি। ইন্টার মোয়েঙ্গোটাপো থেকে অবসর নিয়েছেন সেটিও প্রায় দেড় দশক আগে। অবসরের দীর্ঘদিন পর আবার ফিরলেন। রনি শুধু একজন ফুটবলারই নন, তিনি নিজেই একটা ইতিহাস। ২০২০ সালের জুলাই মাসে সুরিনামের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রনি। লম্বা সময় ধরে দেশটির রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একজন ছিলেন।
রনি ছিলেন বিদ্রোহী নেতা। ১৯৮৫ সালে জঙ্গল কমান্ডো নামে সুরিনামিজ লিবারেশন আর্মি গঠন করেন, যার উদ্দেশ্য ছিল আফ্রিকানদের অধিকার আদায়ে লড়াই করা। এই আর্মি বাহিনীর প্রধান হিসেবে এই গৃহযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত একটি শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তিনি এই লড়াই চালিয়ে গেছেন। পাশাপাশি ফুটবলও খেলতেন।
কাল যে স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন রনি, সেটিও তাঁর নিজস্ব অর্থায়নে তৈরি। ইন্টার মোয়েঙ্গোটাপোর ক্লাবটির মালিকও তিনি। কাল আবারও ক্লাবের জার্সিতে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রনি। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় ৬১ বছর বয়সী রনির মাঠে নামা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মাঠে নামার ছবি পোস্ট করেছেন অনেকেই। তবে শেষ পর্যন্ত তার দল অবশ্য অলিম্পিয়ার কাছে হেরেছে ৬-০ গোলের ব্যবধানে।

কনকাকাফ লিগের (আফ্রিকার ইউরোপা লিগ) এক ম্যাচে গতকাল সুরিনামের ক্লাব ইন্টার মোয়েঙ্গোটাপোর মাঠে তাদের বিপক্ষে নেমেছিল হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়া। স্বাভাবিক একটা ফুটবল ম্যাচেই কাল অনন্য-অসাধারণ এক ঘটনা ঘটে গেছে। মোয়েঙ্গোটাপোর অধিনায়ক হিসেবে ৬১ নম্বর জার্সি পরে রনি ব্রুনসউইক নামে যে ভদ্রলোকটি মাঠে নেমেছিলেন, সেই ভদ্রলোকটির বয়সও ৬১।
রনি শুধু মাঠেই নামেননি, খেলেছেন ম্যাচের শুরু থেকে ৫৪ মিনিট পর্যন্ত। একটা সময় এই ক্লাবের হয়েই খেলতেন তিনি। ইন্টার মোয়েঙ্গোটাপো থেকে অবসর নিয়েছেন সেটিও প্রায় দেড় দশক আগে। অবসরের দীর্ঘদিন পর আবার ফিরলেন। রনি শুধু একজন ফুটবলারই নন, তিনি নিজেই একটা ইতিহাস। ২০২০ সালের জুলাই মাসে সুরিনামের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রনি। লম্বা সময় ধরে দেশটির রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একজন ছিলেন।
রনি ছিলেন বিদ্রোহী নেতা। ১৯৮৫ সালে জঙ্গল কমান্ডো নামে সুরিনামিজ লিবারেশন আর্মি গঠন করেন, যার উদ্দেশ্য ছিল আফ্রিকানদের অধিকার আদায়ে লড়াই করা। এই আর্মি বাহিনীর প্রধান হিসেবে এই গৃহযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত একটি শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তিনি এই লড়াই চালিয়ে গেছেন। পাশাপাশি ফুটবলও খেলতেন।
কাল যে স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন রনি, সেটিও তাঁর নিজস্ব অর্থায়নে তৈরি। ইন্টার মোয়েঙ্গোটাপোর ক্লাবটির মালিকও তিনি। কাল আবারও ক্লাবের জার্সিতে অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন রনি। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় ৬১ বছর বয়সী রনির মাঠে নামা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মাঠে নামার ছবি পোস্ট করেছেন অনেকেই। তবে শেষ পর্যন্ত তার দল অবশ্য অলিম্পিয়ার কাছে হেরেছে ৬-০ গোলের ব্যবধানে।

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
১ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
১ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
১ ঘণ্টা আগে
বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানসহ সব কর্মকাণ্ড থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আজ অনলাইনে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক সূত্র।
২ ঘণ্টা আগে