নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বছর হবে নারী সাফ। শিরোপা ধরে রাখতে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলানোর অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। মেয়েদের জন্য বড় কোনো দলের ব্যবস্থা করতে না পারলেও জানুয়ারিতে র্যাঙ্কিংয়ের বাইরে থাকা সৌদি আরবে গিয়ে তাদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।
আগামী বছরের ১ ও ৪ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। তবে ডিসেম্বরে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে সাবিনা খাতুনদের ম্যাচের ফল দেখে ঘাবড়ে গিয়েছে সৌদি আরব। তাই আপাতত বাংলাদেশের সঙ্গে ম্যাচ না খেলার কথা বাফুফেকে জানিয়ে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
১ ও ৪ ডিসেম্বর কমলাপুরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচের ফল বাংলাদেশের জন্যও ছিল বিস্ময়কর। সেই ম্যাচে সিঙ্গাপুরের মেয়েদের ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাইফুল বারী টিটুর দল। দুই জয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে ১৪০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
বাফুফে সূত্রের খবর, সিঙ্গাপুরের বিপক্ষে সাবিনাদের এত বড় জয় খানিকটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সৌদি আরবকে। তাদের মেয়েরা এখনো বাংলাদেশের সঙ্গে খেলতে প্রস্তুত নয় বলে বাফুফেকে জানিয়েছে দেশটি। বাংলাদেশের কাছে বড় হারে বিব্রত হতে চায় না দেশটির ফেডারেশন। আপাতত পরের যেকোনো উইন্ডোতে সাবিনাদের সঙ্গে খেলতে আগ্রহের কথা জানিয়েছে সৌদি আরব। বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজকের পত্রিকাকে বলেছেন, ‘ওরা(সৌদি) পরের উইন্ডোতে খেলবে বলে জানিয়েছে। আপাতত আমাদের সঙ্গে খেলবে না।’
সৌদির সঙ্গে না খেলায় জানুয়ারিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে না বাংলাদেশের। লক্ষ্য ফেব্রুয়ারির উইন্ডোকে পরিপূর্ণভাবে কাজে লাগানো। গত বছর সিঙ্গাপুর ও লেবাননের সঙ্গে ফিফা উইন্ডো কাজে লাগাতে পারেনি বাফুফে। মিয়ানমারে গিয়ে খেলেনি অলিম্পিকের বাছাইপর্ব। ফেব্রুয়ারিতে তাই একাধিক দলকে আমন্ত্রণ জানাতে চায় বাফুফে। এমনটাই জানিয়েছেন কিরণ।

আগামী বছর হবে নারী সাফ। শিরোপা ধরে রাখতে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলানোর অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। মেয়েদের জন্য বড় কোনো দলের ব্যবস্থা করতে না পারলেও জানুয়ারিতে র্যাঙ্কিংয়ের বাইরে থাকা সৌদি আরবে গিয়ে তাদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)।
আগামী বছরের ১ ও ৪ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। তবে ডিসেম্বরে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে সাবিনা খাতুনদের ম্যাচের ফল দেখে ঘাবড়ে গিয়েছে সৌদি আরব। তাই আপাতত বাংলাদেশের সঙ্গে ম্যাচ না খেলার কথা বাফুফেকে জানিয়ে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
১ ও ৪ ডিসেম্বর কমলাপুরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচের ফল বাংলাদেশের জন্যও ছিল বিস্ময়কর। সেই ম্যাচে সিঙ্গাপুরের মেয়েদের ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাইফুল বারী টিটুর দল। দুই জয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে ১৪০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
বাফুফে সূত্রের খবর, সিঙ্গাপুরের বিপক্ষে সাবিনাদের এত বড় জয় খানিকটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সৌদি আরবকে। তাদের মেয়েরা এখনো বাংলাদেশের সঙ্গে খেলতে প্রস্তুত নয় বলে বাফুফেকে জানিয়েছে দেশটি। বাংলাদেশের কাছে বড় হারে বিব্রত হতে চায় না দেশটির ফেডারেশন। আপাতত পরের যেকোনো উইন্ডোতে সাবিনাদের সঙ্গে খেলতে আগ্রহের কথা জানিয়েছে সৌদি আরব। বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজকের পত্রিকাকে বলেছেন, ‘ওরা(সৌদি) পরের উইন্ডোতে খেলবে বলে জানিয়েছে। আপাতত আমাদের সঙ্গে খেলবে না।’
সৌদির সঙ্গে না খেলায় জানুয়ারিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে না বাংলাদেশের। লক্ষ্য ফেব্রুয়ারির উইন্ডোকে পরিপূর্ণভাবে কাজে লাগানো। গত বছর সিঙ্গাপুর ও লেবাননের সঙ্গে ফিফা উইন্ডো কাজে লাগাতে পারেনি বাফুফে। মিয়ানমারে গিয়ে খেলেনি অলিম্পিকের বাছাইপর্ব। ফেব্রুয়ারিতে তাই একাধিক দলকে আমন্ত্রণ জানাতে চায় বাফুফে। এমনটাই জানিয়েছেন কিরণ।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে