
দুর্দশা যেন কাটছেই না বার্সেলোনার। একদিকে কোচ রোনাল্ড কোমানের সঙ্গে ক্লাবের সভাপতির টানাপোড়েন চলছে, আরেকদিকে মাঠের পারফরম্যান্সেও খেই হারিয়ে ফেলেছে কাতালান ক্লাবটি। কাল রাতে কাদিজের বিপক্ষে লা লিগায় গোলশূন্য ড্র করেছে বার্সা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়হীন দলটি।
ম্যাচের একদম শেষ মুহূর্তে ডাগআউটে লাল কার্ড দেখেন কোমান। তার আগে অবশ্য ১০ জনের দলে পরিণত হয়েছিল বার্সা। ৬৫ মিনিটে মিডফিল্ডার ফ্রেঙ্ক ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। লিগে এ নিয়ে পাঁচ ম্যাচের তিনটিতে পয়েন্ট হারাল কোমানের দল। পয়েন্ট টেবিলেও পড়ে রইল বেশ পেছনেই। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে বার্সা।
বরাবরের মতো বল দখলে এদিন কাদিজের বিপক্ষেও আধিপত্য দেখায় বার্সা। তবে তাতে গোলমুখ খুলতে পারেনি। দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে ছয়টি শট নিতে পারে, যার মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। অন্যদিকে মাত্র ৩২ শতাংশ সময় বল পায়ে রাখতে পারা কাদিজ ১৩টি শট নেয়, যার তিনটি ছিল গোলপোস্ট তাক করে।
কাদিজের মাঠে এ নিয়ে টানা দুই ম্যাচে জয়ের দেখা পায়নি বার্সা। গত ডিসেম্বরে ২-১ গোলের ব্যবধানে হেরে এসেছিল। ম্যাচের শুরু থেকেই কাদিজ প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলে। পরীক্ষা নেয় বার্সার রক্ষণের। দশম মিনিটে সুযোগও পেয়েছিল। এ যাত্রায় বার্সাকে উদ্ধার করেন জেরার্ড পিকে।
প্রথমার্ধের ধারহীন বার্সেলোনা দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে দারুণ দুটি সুযোগ পায়। ৫০ মিনিটে বক্সের ছয় গজ দূরে বল পেয়ে শট নিতেই ব্যর্থ হন মেমফিস ডিপাই। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে ফেরান কাদিজ গোলরক্ষক। এরপর ম্যাচে আর তেমন সুযোগ তৈরি করতে পারেনি দুই দল।

দুর্দশা যেন কাটছেই না বার্সেলোনার। একদিকে কোচ রোনাল্ড কোমানের সঙ্গে ক্লাবের সভাপতির টানাপোড়েন চলছে, আরেকদিকে মাঠের পারফরম্যান্সেও খেই হারিয়ে ফেলেছে কাতালান ক্লাবটি। কাল রাতে কাদিজের বিপক্ষে লা লিগায় গোলশূন্য ড্র করেছে বার্সা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ জয়হীন দলটি।
ম্যাচের একদম শেষ মুহূর্তে ডাগআউটে লাল কার্ড দেখেন কোমান। তার আগে অবশ্য ১০ জনের দলে পরিণত হয়েছিল বার্সা। ৬৫ মিনিটে মিডফিল্ডার ফ্রেঙ্ক ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। লিগে এ নিয়ে পাঁচ ম্যাচের তিনটিতে পয়েন্ট হারাল কোমানের দল। পয়েন্ট টেবিলেও পড়ে রইল বেশ পেছনেই। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে বার্সা।
বরাবরের মতো বল দখলে এদিন কাদিজের বিপক্ষেও আধিপত্য দেখায় বার্সা। তবে তাতে গোলমুখ খুলতে পারেনি। দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে ছয়টি শট নিতে পারে, যার মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। অন্যদিকে মাত্র ৩২ শতাংশ সময় বল পায়ে রাখতে পারা কাদিজ ১৩টি শট নেয়, যার তিনটি ছিল গোলপোস্ট তাক করে।
কাদিজের মাঠে এ নিয়ে টানা দুই ম্যাচে জয়ের দেখা পায়নি বার্সা। গত ডিসেম্বরে ২-১ গোলের ব্যবধানে হেরে এসেছিল। ম্যাচের শুরু থেকেই কাদিজ প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলে। পরীক্ষা নেয় বার্সার রক্ষণের। দশম মিনিটে সুযোগও পেয়েছিল। এ যাত্রায় বার্সাকে উদ্ধার করেন জেরার্ড পিকে।
প্রথমার্ধের ধারহীন বার্সেলোনা দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে দারুণ দুটি সুযোগ পায়। ৫০ মিনিটে বক্সের ছয় গজ দূরে বল পেয়ে শট নিতেই ব্যর্থ হন মেমফিস ডিপাই। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে ফেরান কাদিজ গোলরক্ষক। এরপর ম্যাচে আর তেমন সুযোগ তৈরি করতে পারেনি দুই দল।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
৯ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
১১ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
১২ ঘণ্টা আগে