ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। কয়েক দিন আগেই ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে। অনুমতি পাওয়ার পরই হামজার স্ট্যাটাসে যোগ হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য গর্বের তো বটেই—ইংলিশ প্রিমিয়ার লিগের মতো শীর্ষ ফুটবল লিগে খেলছেন দেশটির খেলোয়াড়। দারুণ ব্যাপার হলো, হামজার ক্লাব লেস্টার সিটির অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে মেন্স টিম দেখতে চাইলে, হামজার নামের সঙ্গে দেখাচ্ছে—জাতীয়তা বাংলাদেশি (বাংলাদেশ)। সঙ্গে লাল-সবুজের পতাকাও জুড়ে দিয়েছে।
২০২৪-২৫ মৌসুমে হামজা অবশ্য নিয়মিত সুযোগ পাচ্ছে না দলে। এ পর্যন্ত দুই ম্যাচে খেলেছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে, হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।
হামজা নিজেও সুখবরটা পেয়ে রোমাঞ্চিত। ভিডিও বার্তায় সেদিন বলেছিলেন, ‘সবকিছুর জন্য আমি খুবই আনন্দিত। বাংলাদেশের হয়ে খেলতে অধীর হয়ে আছি। আশা করি শিগগিরই সবার সঙ্গে দেখা হবে।’
হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় হামজা।
বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। কয়েক দিন আগেই ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে। অনুমতি পাওয়ার পরই হামজার স্ট্যাটাসে যোগ হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য গর্বের তো বটেই—ইংলিশ প্রিমিয়ার লিগের মতো শীর্ষ ফুটবল লিগে খেলছেন দেশটির খেলোয়াড়। দারুণ ব্যাপার হলো, হামজার ক্লাব লেস্টার সিটির অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে মেন্স টিম দেখতে চাইলে, হামজার নামের সঙ্গে দেখাচ্ছে—জাতীয়তা বাংলাদেশি (বাংলাদেশ)। সঙ্গে লাল-সবুজের পতাকাও জুড়ে দিয়েছে।
২০২৪-২৫ মৌসুমে হামজা অবশ্য নিয়মিত সুযোগ পাচ্ছে না দলে। এ পর্যন্ত দুই ম্যাচে খেলেছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে, হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।
হামজা নিজেও সুখবরটা পেয়ে রোমাঞ্চিত। ভিডিও বার্তায় সেদিন বলেছিলেন, ‘সবকিছুর জন্য আমি খুবই আনন্দিত। বাংলাদেশের হয়ে খেলতে অধীর হয়ে আছি। আশা করি শিগগিরই সবার সঙ্গে দেখা হবে।’
হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় হামজা।
‘আমার ভালো লাগছে আপনারা সবাই এসেছেন, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’—গ্রামের মানুষের অভিবাদনের জবাব এভাবেই দিলেন হামজা দেওয়ান চৌধুরী। তাঁকে একপলক দেখতে বাড়ির পাশে অস্থায়ী মঞ্চে হাজির হয়েছিল হাজারো মানুষ। হামজা তাদের নিরাশ করেননি। ওই দুই লাইনের কথাতেই মন ভরিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগেএবারের চ্যাম্পিয়নস ট্রফিটা পাকিস্তানের জন্য ছিল ভুলে যাওযার মতোই। নিউজিল্যান্ড, ভারতের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই বিদায় নেয় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্ষতি হয়েছে ৩৫০ কোটির বেশি টাকা।
১২ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা পাকিস্তানের হয়েছে বেশ বাজে। ৯২ রানের লক্ষ্য তাড়া করে ক্রাইস্টচার্চে গতকাল প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ড ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে। বাজে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কড়া শাস্তি পেলেন পাকিস্তানি এক ক্রিকেটার।
১৩ ঘণ্টা আগেসুদূর ইংল্যান্ড থেকে গত রাতেই বাংলাদেশের বিমান ধরেন হামজা চৌধুরী। আজ যখন তিনি সিলেটের ওসমানী বিমানবন্দরে নামলেন, তখন আনন্দ-উৎসব বহুগুণে বেড়ে গেল। সিলেটের বিমানবন্দরে হামজার জন্যই ফুটবলপ্রেমীরা অপেক্ষা করেন সকাল থেকে। বিমানবন্দরে নামা মাত্রই তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে