
ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের (উয়েফা) নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সব সমসময় সরব থাকেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। উয়েফাকে নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেছেন এই জার্মান কোচ। বলেছেন, উয়েফা খেলোয়াড়দের কথা ভাবে না। খেলোয়াড়দের কাজের চাপকে পাত্তা না দিয়ে সূচি তৈরি ও নতুন টুর্নামেন্ট আনার সমালোচনা করতে গিয়ে এসব কথা বলেছেন তিনি।
শুধু ক্লপই নন, এর আগে উয়েফাকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। এবার ক্লপ মুখ খুলেছেন মূলত অতিরিক্ত ম্যাচ খেলে খেলোয়াড়দের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া নিয়ে। ক্লপ বলেছেন, ‘আমি জানি কাজ মানে কী। আমি কাউকে আঘাত করতে চাই না। শুধু এটা উল্লেখ করতে চাই যে, খেলোয়াড়দের বাদ দিয়ে এই খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। এটা তখনই সুন্দর হয়, যখন সেরা খেলোয়াড়েরা মাঠে থাকে।’
এর আগে উয়েফা সভাপতি আলেক্সান্ডার ক্যাফেরিন বলেছিলেন, ‘যাদের অভিযোগ করা উচিত তারা হলো কারখানায় ১ হাজার ইউরোতে কাজ করা শ্রমিকেরা।’ এই কথার জবাব দিয়েই মূলত নিজের মন্তব্যটি করেছেন ক্লপ।
ক্লপ আরও যোগ করে বলেছেন, ‘ক্যাফেরিন এসে বিতর্কিত মন্তব্য করছেন যে, অন্য ক্ষেত্রে আরও অনেক বেশি কাজ করতে হয়। এটা আমি জানি, ক্যাফেরিনকে এসব আমাকে বলতে হবে না। সবাই এখানে নতুন নতুন টুর্নামেন্ট নিয়ে আসে। কেউ খেলোয়াড়দের কথা ভাবে না।’
যৌক্তিক সমাধান বের করার তাগিদ দিয়ে ক্লপ আরও বলেছেন, ‘যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে। শুধু নতুন নতুন টুর্নামেন্ট আবিষ্কার করলে এবং সেগুলোকে বড় করলে হবে না। এটা পাগলামি।’

ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের (উয়েফা) নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সব সমসময় সরব থাকেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। উয়েফাকে নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেছেন এই জার্মান কোচ। বলেছেন, উয়েফা খেলোয়াড়দের কথা ভাবে না। খেলোয়াড়দের কাজের চাপকে পাত্তা না দিয়ে সূচি তৈরি ও নতুন টুর্নামেন্ট আনার সমালোচনা করতে গিয়ে এসব কথা বলেছেন তিনি।
শুধু ক্লপই নন, এর আগে উয়েফাকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। এবার ক্লপ মুখ খুলেছেন মূলত অতিরিক্ত ম্যাচ খেলে খেলোয়াড়দের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া নিয়ে। ক্লপ বলেছেন, ‘আমি জানি কাজ মানে কী। আমি কাউকে আঘাত করতে চাই না। শুধু এটা উল্লেখ করতে চাই যে, খেলোয়াড়দের বাদ দিয়ে এই খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। এটা তখনই সুন্দর হয়, যখন সেরা খেলোয়াড়েরা মাঠে থাকে।’
এর আগে উয়েফা সভাপতি আলেক্সান্ডার ক্যাফেরিন বলেছিলেন, ‘যাদের অভিযোগ করা উচিত তারা হলো কারখানায় ১ হাজার ইউরোতে কাজ করা শ্রমিকেরা।’ এই কথার জবাব দিয়েই মূলত নিজের মন্তব্যটি করেছেন ক্লপ।
ক্লপ আরও যোগ করে বলেছেন, ‘ক্যাফেরিন এসে বিতর্কিত মন্তব্য করছেন যে, অন্য ক্ষেত্রে আরও অনেক বেশি কাজ করতে হয়। এটা আমি জানি, ক্যাফেরিনকে এসব আমাকে বলতে হবে না। সবাই এখানে নতুন নতুন টুর্নামেন্ট নিয়ে আসে। কেউ খেলোয়াড়দের কথা ভাবে না।’
যৌক্তিক সমাধান বের করার তাগিদ দিয়ে ক্লপ আরও বলেছেন, ‘যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে। শুধু নতুন নতুন টুর্নামেন্ট আবিষ্কার করলে এবং সেগুলোকে বড় করলে হবে না। এটা পাগলামি।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৭ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৮ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৯ ঘণ্টা আগে