
ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের (উয়েফা) নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সব সমসময় সরব থাকেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। উয়েফাকে নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেছেন এই জার্মান কোচ। বলেছেন, উয়েফা খেলোয়াড়দের কথা ভাবে না। খেলোয়াড়দের কাজের চাপকে পাত্তা না দিয়ে সূচি তৈরি ও নতুন টুর্নামেন্ট আনার সমালোচনা করতে গিয়ে এসব কথা বলেছেন তিনি।
শুধু ক্লপই নন, এর আগে উয়েফাকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। এবার ক্লপ মুখ খুলেছেন মূলত অতিরিক্ত ম্যাচ খেলে খেলোয়াড়দের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া নিয়ে। ক্লপ বলেছেন, ‘আমি জানি কাজ মানে কী। আমি কাউকে আঘাত করতে চাই না। শুধু এটা উল্লেখ করতে চাই যে, খেলোয়াড়দের বাদ দিয়ে এই খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। এটা তখনই সুন্দর হয়, যখন সেরা খেলোয়াড়েরা মাঠে থাকে।’
এর আগে উয়েফা সভাপতি আলেক্সান্ডার ক্যাফেরিন বলেছিলেন, ‘যাদের অভিযোগ করা উচিত তারা হলো কারখানায় ১ হাজার ইউরোতে কাজ করা শ্রমিকেরা।’ এই কথার জবাব দিয়েই মূলত নিজের মন্তব্যটি করেছেন ক্লপ।
ক্লপ আরও যোগ করে বলেছেন, ‘ক্যাফেরিন এসে বিতর্কিত মন্তব্য করছেন যে, অন্য ক্ষেত্রে আরও অনেক বেশি কাজ করতে হয়। এটা আমি জানি, ক্যাফেরিনকে এসব আমাকে বলতে হবে না। সবাই এখানে নতুন নতুন টুর্নামেন্ট নিয়ে আসে। কেউ খেলোয়াড়দের কথা ভাবে না।’
যৌক্তিক সমাধান বের করার তাগিদ দিয়ে ক্লপ আরও বলেছেন, ‘যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে। শুধু নতুন নতুন টুর্নামেন্ট আবিষ্কার করলে এবং সেগুলোকে বড় করলে হবে না। এটা পাগলামি।’

ইউরোপিয়ান ফুটবল কর্তৃপক্ষের (উয়েফা) নানা সিদ্ধান্তের বিরুদ্ধে সব সমসময় সরব থাকেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। উয়েফাকে নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেছেন এই জার্মান কোচ। বলেছেন, উয়েফা খেলোয়াড়দের কথা ভাবে না। খেলোয়াড়দের কাজের চাপকে পাত্তা না দিয়ে সূচি তৈরি ও নতুন টুর্নামেন্ট আনার সমালোচনা করতে গিয়ে এসব কথা বলেছেন তিনি।
শুধু ক্লপই নন, এর আগে উয়েফাকে নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। এবার ক্লপ মুখ খুলেছেন মূলত অতিরিক্ত ম্যাচ খেলে খেলোয়াড়দের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া নিয়ে। ক্লপ বলেছেন, ‘আমি জানি কাজ মানে কী। আমি কাউকে আঘাত করতে চাই না। শুধু এটা উল্লেখ করতে চাই যে, খেলোয়াড়দের বাদ দিয়ে এই খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। এটা তখনই সুন্দর হয়, যখন সেরা খেলোয়াড়েরা মাঠে থাকে।’
এর আগে উয়েফা সভাপতি আলেক্সান্ডার ক্যাফেরিন বলেছিলেন, ‘যাদের অভিযোগ করা উচিত তারা হলো কারখানায় ১ হাজার ইউরোতে কাজ করা শ্রমিকেরা।’ এই কথার জবাব দিয়েই মূলত নিজের মন্তব্যটি করেছেন ক্লপ।
ক্লপ আরও যোগ করে বলেছেন, ‘ক্যাফেরিন এসে বিতর্কিত মন্তব্য করছেন যে, অন্য ক্ষেত্রে আরও অনেক বেশি কাজ করতে হয়। এটা আমি জানি, ক্যাফেরিনকে এসব আমাকে বলতে হবে না। সবাই এখানে নতুন নতুন টুর্নামেন্ট নিয়ে আসে। কেউ খেলোয়াড়দের কথা ভাবে না।’
যৌক্তিক সমাধান বের করার তাগিদ দিয়ে ক্লপ আরও বলেছেন, ‘যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে। শুধু নতুন নতুন টুর্নামেন্ট আবিষ্কার করলে এবং সেগুলোকে বড় করলে হবে না। এটা পাগলামি।’

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে