আজকের পত্রিকা ডেস্ক

প্রায় মাসখানেক বিরতির পর মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। এই বিরতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরম্যান্সে ভাটা পড়েনি তেমন। প্রথম পর্বের শেষ ম্যাচে যদিও হেরেছিল তারা, তবে দ্বিতীয় পর্বের শুরুটা করেছে জয় দিয়ে। গতকাল ঢাকা ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলফাজ আহমেদের দল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সাদা-কালো জার্সিতে আলো ছড়ান উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফর মোজাফফরভ। ম্যাচের ৩৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন তিনি।
তলানির দল ওয়ান্ডারার্স অবশ্য গোলশোধে চেষ্টা করে। কিন্তু ম্যাচের শেষ দিকে মোহামেডানের শক্তির সঙ্গে আর পেরে ওঠেনি তারা। ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা রহিম উদ্দিন। মোজাফফরভের হেড ওয়ান্ডারার্স ডিফেন্ডার সাকিব বিশ্বাস প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি। তাই বল চলে যায় বক্সে থাকা সৌরভ দেওয়ানের পায়ে। তাঁর পাস থেকে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি রহিম।
৮৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। মোজাফফরভের লং পাস ধরে বক্সের ভেতর ঢুকে পড়েন সৌরভ। পরে তিনি বল বাড়িয়ে দেন দিয়াবাতের কাছে। তাঁর গোলে দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। আগামীকাল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের মুখোমুখি হবে তারা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। দলের হয়ে জোড়া গোল করেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু। তবে প্রথম গোলটি আসে ভালেরি রিসিনের কাছ থেকে। রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন স্যামুয়েল বোয়াটেং।
দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ১- ০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। চতুর্থ মিনিটে একমাত্র গোলটি করেন দানিলো কিপাপা। এই জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাতে আছে পুলিশ। এক পয়েন্ট বেশি নিয়ে ছয়ে ফর্টিস। সমান ১৫ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় চারে রহমতগঞ্জ, আর পাঁচে ব্রাদার্স।

প্রায় মাসখানেক বিরতির পর মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। এই বিরতিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরম্যান্সে ভাটা পড়েনি তেমন। প্রথম পর্বের শেষ ম্যাচে যদিও হেরেছিল তারা, তবে দ্বিতীয় পর্বের শুরুটা করেছে জয় দিয়ে। গতকাল ঢাকা ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলফাজ আহমেদের দল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সাদা-কালো জার্সিতে আলো ছড়ান উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফর মোজাফফরভ। ম্যাচের ৩৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন তিনি।
তলানির দল ওয়ান্ডারার্স অবশ্য গোলশোধে চেষ্টা করে। কিন্তু ম্যাচের শেষ দিকে মোহামেডানের শক্তির সঙ্গে আর পেরে ওঠেনি তারা। ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা রহিম উদ্দিন। মোজাফফরভের হেড ওয়ান্ডারার্স ডিফেন্ডার সাকিব বিশ্বাস প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি। তাই বল চলে যায় বক্সে থাকা সৌরভ দেওয়ানের পায়ে। তাঁর পাস থেকে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি রহিম।
৮৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। মোজাফফরভের লং পাস ধরে বক্সের ভেতর ঢুকে পড়েন সৌরভ। পরে তিনি বল বাড়িয়ে দেন দিয়াবাতের কাছে। তাঁর গোলে দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। আগামীকাল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের মুখোমুখি হবে তারা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। দলের হয়ে জোড়া গোল করেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু। তবে প্রথম গোলটি আসে ভালেরি রিসিনের কাছ থেকে। রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন স্যামুয়েল বোয়াটেং।
দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ১- ০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। চতুর্থ মিনিটে একমাত্র গোলটি করেন দানিলো কিপাপা। এই জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাতে আছে পুলিশ। এক পয়েন্ট বেশি নিয়ে ছয়ে ফর্টিস। সমান ১৫ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় চারে রহমতগঞ্জ, আর পাঁচে ব্রাদার্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে