
অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জর্ডান হ্যান্ডারসনের ২৫ গজ দূর থেকে নেওয়া শটটা যদি ক্রসবারে না লাগতো, হোঁচট খেতে হতো না লিভারপুলকে। তবে ভাগ্যও ভালো তাদের। লিগে উঠে আসা ফুলহামের বিপক্ষে দু’বার পিছিয়ে পড়েও ইউর্গেন ক্লপের দল মাঠ ছেড়েছে পয়েন্ট ভাগাভাগি করে। প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।
গত মৌসুমে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল অলরেডদের। ক্লপের শিষ্যদের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে সিটিজেনদের হারিয়ে কমিউনিটি শিল্ড জয়ে লিভারপুল জানিয়ে দিয়েছিল, এবারের মৌসুমে তাদের চোখ শিরোপার দিকে। কিন্তু সেই অভিযানে ক্রাভেন কটেজে গিয়ে শুরুতেই খেলো ধাক্কা।
ফুলহামের হয়ে গোল দুটি করেছেন আলেক্সান্দর মিত্রোভিচ। প্রথমটি ৩২ মিনিটে কেনি টেটের দুর্দান্ত ক্রসে। দ্বিতীয়টি ৭২ মিনিট স্পট কিক থেকে। বল নিয়ে ঢুকে পড়া মিত্রোভিচকে ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ফাউল করলে পেনাল্টি পায় ফুলহাম। তার আগে ৬৪ মিনিটে মোহাম্মদ সালাহর পাসে দুর্দান্ত ব্যাকহিলে লিভারপুলকে সমতায় ফেরান ডারউইন নুনেজ। অলরেডদের জার্সিতে লিগে অভিষেকেই গোল পেলেন ৬৪ মিলিয়ন পাউন্ডে বেনফিকা ছেড়ে আসা এই স্ট্রাইকার।
এরপর ফের ফুলহামের এগিয়ে যাওয়া। তবে এবার অলরেডদের উদ্ধারকর্তা সালাহ। নুনেজের অ্যাসিস্টে ৮০ মিনিটে ব্যবধান সমান করেন মিসরীয় ফরোয়ার্ড। তারপর চেপে ধরেও আর গোলের দেখা পায়নি লিভারপুল। কমিউনিটি শিল্ডেও গোল পেয়েছিলেন সালাহ-নুনেজ।
আগের রাতে লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে মাইকেল আর্তেতার ‘ক্ষুধার্ত’ শিষ্যরা। গত মৌসুম পাঁচে থেকে শেষ করা আর্সেনাল এবার বেশ কয়েকজন বড় তারকা কিনেছে। তার সুফলও হাতে নাতে পেল আর্সেনাল। এমন এক জয়ের পর শিষ্যদের সম্পর্কে আর্তেতার কথা, ‘তারা প্রস্তুত। তাদের ক্ষুধার্ত লাগছে।’
একই সঙ্গে শুরু হয়েছে বুন্দেসলিগাও। আর লিগের প্রথম ম্যাচে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান চ্যাম্পিয়নদের জার্সিতে লিগে অভিষেকেই গোল পেয়েছেন লিভারপুলের সাবেক ফরোয়ার্ড সাদিও মানে।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জর্ডান হ্যান্ডারসনের ২৫ গজ দূর থেকে নেওয়া শটটা যদি ক্রসবারে না লাগতো, হোঁচট খেতে হতো না লিভারপুলকে। তবে ভাগ্যও ভালো তাদের। লিগে উঠে আসা ফুলহামের বিপক্ষে দু’বার পিছিয়ে পড়েও ইউর্গেন ক্লপের দল মাঠ ছেড়েছে পয়েন্ট ভাগাভাগি করে। প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।
গত মৌসুমে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল অলরেডদের। ক্লপের শিষ্যদের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে সিটিজেনদের হারিয়ে কমিউনিটি শিল্ড জয়ে লিভারপুল জানিয়ে দিয়েছিল, এবারের মৌসুমে তাদের চোখ শিরোপার দিকে। কিন্তু সেই অভিযানে ক্রাভেন কটেজে গিয়ে শুরুতেই খেলো ধাক্কা।
ফুলহামের হয়ে গোল দুটি করেছেন আলেক্সান্দর মিত্রোভিচ। প্রথমটি ৩২ মিনিটে কেনি টেটের দুর্দান্ত ক্রসে। দ্বিতীয়টি ৭২ মিনিট স্পট কিক থেকে। বল নিয়ে ঢুকে পড়া মিত্রোভিচকে ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ফাউল করলে পেনাল্টি পায় ফুলহাম। তার আগে ৬৪ মিনিটে মোহাম্মদ সালাহর পাসে দুর্দান্ত ব্যাকহিলে লিভারপুলকে সমতায় ফেরান ডারউইন নুনেজ। অলরেডদের জার্সিতে লিগে অভিষেকেই গোল পেলেন ৬৪ মিলিয়ন পাউন্ডে বেনফিকা ছেড়ে আসা এই স্ট্রাইকার।
এরপর ফের ফুলহামের এগিয়ে যাওয়া। তবে এবার অলরেডদের উদ্ধারকর্তা সালাহ। নুনেজের অ্যাসিস্টে ৮০ মিনিটে ব্যবধান সমান করেন মিসরীয় ফরোয়ার্ড। তারপর চেপে ধরেও আর গোলের দেখা পায়নি লিভারপুল। কমিউনিটি শিল্ডেও গোল পেয়েছিলেন সালাহ-নুনেজ।
আগের রাতে লিগের প্রথম ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে মাইকেল আর্তেতার ‘ক্ষুধার্ত’ শিষ্যরা। গত মৌসুম পাঁচে থেকে শেষ করা আর্সেনাল এবার বেশ কয়েকজন বড় তারকা কিনেছে। তার সুফলও হাতে নাতে পেল আর্সেনাল। এমন এক জয়ের পর শিষ্যদের সম্পর্কে আর্তেতার কথা, ‘তারা প্রস্তুত। তাদের ক্ষুধার্ত লাগছে।’
একই সঙ্গে শুরু হয়েছে বুন্দেসলিগাও। আর লিগের প্রথম ম্যাচে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান চ্যাম্পিয়নদের জার্সিতে লিগে অভিষেকেই গোল পেয়েছেন লিভারপুলের সাবেক ফরোয়ার্ড সাদিও মানে।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
১০ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১১ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১১ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১১ ঘণ্টা আগে