Ajker Patrika

হেরে রিয়ালকে শিরোপার আরও কাছে পৌঁছে দিল বার্সা

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১১: ১৬
হেরে রিয়ালকে শিরোপার আরও কাছে পৌঁছে দিল বার্সা

মৌসুমের শুরুর দিকের ব্যর্থতা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বার্সেলোনা। তবে শেষ দিকে এসে সেই ছন্দটা আর ধরে রাখতে পারল না তারা। ন্যু ক্যাম্পে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল জাভি হার্নান্দেজের দল। ইউরোপা লিগে ফ্রাংকফুর্টের কাছে হারের পর এবার লা লিগায় কাদিজের কাছেও হেরে গেল তারা।

ঘরের মাঠে কাদিজের বিপক্ষে দাপুটে খেলেও সুবিধা করতে পারেনি বার্সা। এদিন ৭৬ শতাংশ বলের দখল ও ১৮টি শট নিয়েও কোনো গোলের দেখা পায়নি কাতালান পরাশক্তিরা। উল্টো ৪৮ মিনিটে লুকাস পেরেজের গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সাকে।

এই হারে পর শিরোপার লড়াইয়ে ‘অবিশ্বাস্য’ কিছু করার যে প্রত্যাশা ছিল, সেটাও অনেকটা শেষ হয়ে গেল। এল ক্ল্যাসিকোতে রিয়ালকে হারানোর পরই মূলত দারুণ কিছু করে শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে থাকতে চেয়েছিল বার্সা। তবে কাদিজের বিপক্ষে হেরে সেই সম্ভাবনাও অনেকটা শেষ হয়ে গেল। ৩২ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৭৫। আর এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৬০। এই পরিস্থিতিতে রিয়ালের শিরোপা পুনরুদ্ধার করার সম্ভাবনাই সবচেয়ে বেশি উজ্জ্বল।

হারের পর হতাশ বার্সা কোচ জাভি বলেন, ‘রক্ষণে কাদিজ অনেক আগ্রাসী ছিল। তারা দারুণ সংগঠিত ছিল। তাদের কার্যকারিতার জন্য আমাদের কিছু করা অনেক কঠিন ছিল। আমাদের আবার ঐক্যবদ্ধ হয়ে ভাবতে হবে। চ্যাম্পিয়নস লিগে খেলার লক্ষ্য সামনে রেখেই এগিয়ে যেতে হবে। এই সপ্তাহটা আমাদের জন্য খুব খারাপ ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত