নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদ সম্মেলনে সেদিন টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা ইফতেখার ইফতি বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, টিকিট পেতে কোনো ঝামেলায় পড়তে হবে না দর্শকদের! কিন্তু কথার সঙ্গে কাজে মিল আর দেখা গেল না প্রতিষ্ঠানটির।
গতকাল রাত ৮টায় শুরু হয় সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি। যদিও শুরু হওয়ার কথা ছির দুপুর ১২টায়। কিন্তু শুরুর কয়েক মিনিটের মধ্যেই সাইট রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। এমন ভজকট অবস্থায় সমর্থকেরাও ক্ষোভে ফেটে পড়েন। রাত প্রায় ১১টার দিকে সাইবার আক্রমণের কথা বলে বন্ধ করা হয় টিকিট বিক্রি।
২৪ ঘণ্টার মধ্যেই জটিলতা কাটিয়ে ওঠার কথা বললেও আজ রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা টিকিট বিক্রি শুরু করতে পারেনি। তবে টিকিফাই তাদের সমস্যার কার্যকরী কোনো সমাধান না দেখাতে পারলে পার্টনার পরিবর্তনের কথাও ভাবছে বাফুফে। আজকের পত্রিকাকে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আপডেট পেলেই আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব আমাদের ফেসবুক পেজে। টিকিট বিক্রি করলে তো আমাদেরই লাভ। কারণ সেখান থেকে রাজস্ব আসবে। তাই আমরা তাদের (টিকিফাই) ওপর সেভাবে চাপ দিচ্ছি। তারা না করতে পারলে দরকার হলে আমরা পার্টনার পরিবর্তন করব। আজ রাতের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে টিকিট বিক্রি।’
অনেকের ক্রয়কৃত টিকিটের সঙ্গে ই-মেইলের বিবরণ মিলছে না। এনিয়ে আজ বাফুফে ভবনে তাজওয়ার বলেন, ‘এ পর্যন্ত সাড়ে ৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। কিছু টিকিট মিস ম্যাচ হয়েছে ই-মেইলের সঙ্গে। আমার এসব বিষয়ে ফিজিকাল ও ফরেনসিক অডিট করব। কোন টিকিট মিস ম্যাচ হয়েছে কার পেমেন্ট হয়েছে, টিকিট ম্যাচ করে নাকি আমাদের সঙ্গে সেটার চেক করব। ভুল ত্রুটি সংশোধন করব।’

সংবাদ সম্মেলনে সেদিন টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা ইফতেখার ইফতি বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, টিকিট পেতে কোনো ঝামেলায় পড়তে হবে না দর্শকদের! কিন্তু কথার সঙ্গে কাজে মিল আর দেখা গেল না প্রতিষ্ঠানটির।
গতকাল রাত ৮টায় শুরু হয় সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি। যদিও শুরু হওয়ার কথা ছির দুপুর ১২টায়। কিন্তু শুরুর কয়েক মিনিটের মধ্যেই সাইট রক্ষণাবেক্ষণ নিয়ে বিপাকে পড়ে প্রতিষ্ঠানটি। এমন ভজকট অবস্থায় সমর্থকেরাও ক্ষোভে ফেটে পড়েন। রাত প্রায় ১১টার দিকে সাইবার আক্রমণের কথা বলে বন্ধ করা হয় টিকিট বিক্রি।
২৪ ঘণ্টার মধ্যেই জটিলতা কাটিয়ে ওঠার কথা বললেও আজ রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা টিকিট বিক্রি শুরু করতে পারেনি। তবে টিকিফাই তাদের সমস্যার কার্যকরী কোনো সমাধান না দেখাতে পারলে পার্টনার পরিবর্তনের কথাও ভাবছে বাফুফে। আজকের পত্রিকাকে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আপডেট পেলেই আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব আমাদের ফেসবুক পেজে। টিকিট বিক্রি করলে তো আমাদেরই লাভ। কারণ সেখান থেকে রাজস্ব আসবে। তাই আমরা তাদের (টিকিফাই) ওপর সেভাবে চাপ দিচ্ছি। তারা না করতে পারলে দরকার হলে আমরা পার্টনার পরিবর্তন করব। আজ রাতের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে টিকিট বিক্রি।’
অনেকের ক্রয়কৃত টিকিটের সঙ্গে ই-মেইলের বিবরণ মিলছে না। এনিয়ে আজ বাফুফে ভবনে তাজওয়ার বলেন, ‘এ পর্যন্ত সাড়ে ৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। কিছু টিকিট মিস ম্যাচ হয়েছে ই-মেইলের সঙ্গে। আমার এসব বিষয়ে ফিজিকাল ও ফরেনসিক অডিট করব। কোন টিকিট মিস ম্যাচ হয়েছে কার পেমেন্ট হয়েছে, টিকিট ম্যাচ করে নাকি আমাদের সঙ্গে সেটার চেক করব। ভুল ত্রুটি সংশোধন করব।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
২ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৬ ঘণ্টা আগে