ক্রীড়া ডেস্ক
জয়ের সংজ্ঞা যে ভুলেই গেছে ইন্টার মায়ামি। ৪ মে সবশেষ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে জয় পেয়েছে মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি।
নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর থেকেই জিততে ভুলে গেছে ইন্টার মায়ামি। পরের তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে মায়ামি ও একটিতে ড্র করেছে। যার মধ্যে গতকাল মধ্যরাতে চেজ স্টেডিয়ামে এমএলএসে অরলান্ডো সিটির কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। দলের ব্যর্থতার মতো মেসিও নিষ্প্রভ। গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।
অরলান্ডো সিটির বিপক্ষে ২২ মিনিটে এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। মেসি ডান পায়ে শটও নিয়েছেন। তবে তাঁর সেই শট প্রতিহত করেছেন অরলান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। ৩৮ মিনিটে মেসি-সুয়ারেজ জুটি মিলে আবারও গোলের সুযোগ তৈরি করেন। মেসির পাস রিসিভ করে সুয়ারেজ হেড দিলেও ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি। অরলান্ডো সিটিও গোলের একাধিক সুযোগ তৈরি করে ব্যর্থ হয়েছেন। একাধিক গোল মিসের মহড়ার মধ্যে প্রথম গোল আসে ৪৩ মিনিটে। গোলটি করেন অরলান্ডো সিটির ফরোয়ার্ড লুইস মুরিয়েল।
৪৫ মিনিটের পর অতিরিক্ত মিনিটে ইন্টার মায়ামির গঞ্জালো লুয়ান হেড দিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে অরলান্ডো সিটি। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ব্যবধান দ্বিগুণ করে দলটি। ৫৩ মিনিটে অরলান্ডো সিটির ফরোয়ার্ড মার্কো পাসালিক গোল করেছেন। ৯ মিনিটের মধ্যে ব্যবধান কমানোর সুযোগ পায় মায়ামি। কিন্তু ৬২ মিনিটের সময় মেসির গোল আটকে দেন অরলান্ডো সিটি গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। দুই পক্ষই এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে অরলান্ডো মিডফিল্ডার ডাগুর ডন থরহালসন।
৩-০ গোলের পরাজয়ে এমএলএসে ইন্টার মায়ামির অবস্থা খুব একটা ভালো নয়। ১৩ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, ড্র করেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। ২২ পয়েন্ট নিয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে তাদের অবস্থান পয়েন্ট তালিকার ছয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২৯। তারা খেলেছে ১৪ ম্যাচ। ন্যাশভিল, অরলান্ডো সিটি দুই দলের পয়েন্ট ২৪। দুটি দলই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে গোল ব্যবধানের কারণে ন্যাশভিল ও অরলান্ডোর অবস্থান চার ও পাঁচ নম্বরে।
জয়ের সংজ্ঞা যে ভুলেই গেছে ইন্টার মায়ামি। ৪ মে সবশেষ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে জয় পেয়েছে মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) সেই ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি।
নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর থেকেই জিততে ভুলে গেছে ইন্টার মায়ামি। পরের তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে মায়ামি ও একটিতে ড্র করেছে। যার মধ্যে গতকাল মধ্যরাতে চেজ স্টেডিয়ামে এমএলএসে অরলান্ডো সিটির কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। দলের ব্যর্থতার মতো মেসিও নিষ্প্রভ। গোলের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড।
অরলান্ডো সিটির বিপক্ষে ২২ মিনিটে এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। মেসি ডান পায়ে শটও নিয়েছেন। তবে তাঁর সেই শট প্রতিহত করেছেন অরলান্ডো সিটির গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। ৩৮ মিনিটে মেসি-সুয়ারেজ জুটি মিলে আবারও গোলের সুযোগ তৈরি করেন। মেসির পাস রিসিভ করে সুয়ারেজ হেড দিলেও ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি। অরলান্ডো সিটিও গোলের একাধিক সুযোগ তৈরি করে ব্যর্থ হয়েছেন। একাধিক গোল মিসের মহড়ার মধ্যে প্রথম গোল আসে ৪৩ মিনিটে। গোলটি করেন অরলান্ডো সিটির ফরোয়ার্ড লুইস মুরিয়েল।
৪৫ মিনিটের পর অতিরিক্ত মিনিটে ইন্টার মায়ামির গঞ্জালো লুয়ান হেড দিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে অরলান্ডো সিটি। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ব্যবধান দ্বিগুণ করে দলটি। ৫৩ মিনিটে অরলান্ডো সিটির ফরোয়ার্ড মার্কো পাসালিক গোল করেছেন। ৯ মিনিটের মধ্যে ব্যবধান কমানোর সুযোগ পায় মায়ামি। কিন্তু ৬২ মিনিটের সময় মেসির গোল আটকে দেন অরলান্ডো সিটি গোলরক্ষক পেদ্রো গ্যালেসে। দুই পক্ষই এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে অরলান্ডো মিডফিল্ডার ডাগুর ডন থরহালসন।
৩-০ গোলের পরাজয়ে এমএলএসে ইন্টার মায়ামির অবস্থা খুব একটা ভালো নয়। ১৩ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, ড্র করেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। ২২ পয়েন্ট নিয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে তাদের অবস্থান পয়েন্ট তালিকার ছয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২৯। তারা খেলেছে ১৪ ম্যাচ। ন্যাশভিল, অরলান্ডো সিটি দুই দলের পয়েন্ট ২৪। দুটি দলই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে গোল ব্যবধানের কারণে ন্যাশভিল ও অরলান্ডোর অবস্থান চার ও পাঁচ নম্বরে।
চতুর্থ ইনিংসে প্রোটিয়াদের জয়ের লক্ষ্য ২৮২। খুব বড় নয়! কিন্তু এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেসারদের দাপটের মুখে আগের তিন ইনিংসে যেভাবে মুখ থুবড়ে পড়েছেন ব্যাটাররা, সেই হিসেবে এই লক্ষ্য শুধু ‘বড়’ই নয়, একরকম দুরতিক্রম্যও! সেই লক্ষ্য তাড়ায় যেভাবে ‘দুর্গম গিরি কান্তার মরু’ পেরিয়ে এগিয়েছে...
২ ঘণ্টা আগে১৭ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর পরবর্তী গন্তব্য কোথায়, সেটা নিয়ে আলাপ-আলোচনা চলছে গত কদিন ধরেই। অবশেষে আর্জেন্টিনার এই ফুটবলারকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা চলেই এল। তরুণ এই ফুটবলার গেলেন রিয়াল মাদ্রিদে।
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সামনে টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ২৭ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপা জয়। লর্ডসে যখন এমন একটা সমীকরণ এসে পড়ল, সেই মুহূর্তে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া।
৫ ঘণ্টা আগেক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোপীয় ফুটবল ছেড়ে যাওয়ার দুই বছর পেরিয়ে গেছে। ইউরোপে সবশেষ তিনি খেলেছেন ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ম্যান ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের আল নাসরে যাওয়ার পর তাঁর পারফরম্যান্সও দুর্দান্ত। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি।
৫ ঘণ্টা আগে