Ajker Patrika

পিএসজিকে জেতালেও কোচকে খুশি করতে পারলেন না মেসি-এমবাপ্পেরা

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৩: ০৬
পিএসজিকে জেতালেও কোচকে খুশি করতে পারলেন না মেসি-এমবাপ্পেরা

চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান জয়ের খুব কাছাকাছি চলে এসেছে পিএসজি। সেঁত-এঁতিয়েনকে টপকে রেকর্ড ১১ বারের মতো শিরোপা জয় থেকে নিশ্বাস দূরত্বে গতবারের চ্যাম্পিয়নরা। গত রাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পয়েন্ট তালিকার তলানির দল আঁজারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।

ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি। শুরুতে ভলিতে জাল খুঁজে নিয়ে ব্যর্থ হলেও বের্নাটের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ২৬ মিনিটে লিওনেল মেসির পাসে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি ফরোয়ার্ড। তবে এমন জয়েও খুশি নন পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

কারণ ৮৭ মিনিটে একটি গোল শোধ দিয়ে পিএসজির মনে ভয় ধরিয়ে দেয় আঁজার। অবশ্য সমতায় ফিরতে পারেনি ১৪ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থাকা দলটি। জয় নিয়ে মাঠ ছাড়া পিএসজি ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। বাকি ছয় ম্যাচের মধ্যে তিন জয়ের পাশাপাশি এক ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পিএসজির।

তবে আঁজারের বিপক্ষে মেসি-এমবাপ্পেদের দুর্দান্ত পারফরম্যান্সেও খুশি নন গালতিয়ের। কারণ প্রথমার্ধে তাঁর শিষ্যরা যেভাবে দাপটের সঙ্গে খেলেছেন, দ্বিতীয়ার্ধে সেই মনোভাব আর দেখাতে পারেননি। এর জন্য হতাশ পিএসজি কোচ, ‘প্রথমার্ধে আমরা ম্যাচে বেশ মনোযোগী এবং কার্যকর ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে হাল ছেড়ে দিয়েছি। শুধু বল নিজেদের কাছে রাখলেও আমরা পরে ভালো কিছু করতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত