
চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান জয়ের খুব কাছাকাছি চলে এসেছে পিএসজি। সেঁত-এঁতিয়েনকে টপকে রেকর্ড ১১ বারের মতো শিরোপা জয় থেকে নিশ্বাস দূরত্বে গতবারের চ্যাম্পিয়নরা। গত রাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পয়েন্ট তালিকার তলানির দল আঁজারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।
ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি। শুরুতে ভলিতে জাল খুঁজে নিয়ে ব্যর্থ হলেও বের্নাটের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ২৬ মিনিটে লিওনেল মেসির পাসে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি ফরোয়ার্ড। তবে এমন জয়েও খুশি নন পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের।
কারণ ৮৭ মিনিটে একটি গোল শোধ দিয়ে পিএসজির মনে ভয় ধরিয়ে দেয় আঁজার। অবশ্য সমতায় ফিরতে পারেনি ১৪ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থাকা দলটি। জয় নিয়ে মাঠ ছাড়া পিএসজি ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। বাকি ছয় ম্যাচের মধ্যে তিন জয়ের পাশাপাশি এক ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পিএসজির।
তবে আঁজারের বিপক্ষে মেসি-এমবাপ্পেদের দুর্দান্ত পারফরম্যান্সেও খুশি নন গালতিয়ের। কারণ প্রথমার্ধে তাঁর শিষ্যরা যেভাবে দাপটের সঙ্গে খেলেছেন, দ্বিতীয়ার্ধে সেই মনোভাব আর দেখাতে পারেননি। এর জন্য হতাশ পিএসজি কোচ, ‘প্রথমার্ধে আমরা ম্যাচে বেশ মনোযোগী এবং কার্যকর ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে হাল ছেড়ে দিয়েছি। শুধু বল নিজেদের কাছে রাখলেও আমরা পরে ভালো কিছু করতে পারিনি।’

চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান জয়ের খুব কাছাকাছি চলে এসেছে পিএসজি। সেঁত-এঁতিয়েনকে টপকে রেকর্ড ১১ বারের মতো শিরোপা জয় থেকে নিশ্বাস দূরত্বে গতবারের চ্যাম্পিয়নরা। গত রাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পয়েন্ট তালিকার তলানির দল আঁজারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।
ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় পিএসজি। শুরুতে ভলিতে জাল খুঁজে নিয়ে ব্যর্থ হলেও বের্নাটের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। ২৬ মিনিটে লিওনেল মেসির পাসে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি ফরোয়ার্ড। তবে এমন জয়েও খুশি নন পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের।
কারণ ৮৭ মিনিটে একটি গোল শোধ দিয়ে পিএসজির মনে ভয় ধরিয়ে দেয় আঁজার। অবশ্য সমতায় ফিরতে পারেনি ১৪ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থাকা দলটি। জয় নিয়ে মাঠ ছাড়া পিএসজি ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। বাকি ছয় ম্যাচের মধ্যে তিন জয়ের পাশাপাশি এক ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পিএসজির।
তবে আঁজারের বিপক্ষে মেসি-এমবাপ্পেদের দুর্দান্ত পারফরম্যান্সেও খুশি নন গালতিয়ের। কারণ প্রথমার্ধে তাঁর শিষ্যরা যেভাবে দাপটের সঙ্গে খেলেছেন, দ্বিতীয়ার্ধে সেই মনোভাব আর দেখাতে পারেননি। এর জন্য হতাশ পিএসজি কোচ, ‘প্রথমার্ধে আমরা ম্যাচে বেশ মনোযোগী এবং কার্যকর ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে একেবারে হাল ছেড়ে দিয়েছি। শুধু বল নিজেদের কাছে রাখলেও আমরা পরে ভালো কিছু করতে পারিনি।’

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে