Ajker Patrika

ম্যাচ কমিশনারের ভুলে সাফের শিরোপা ভারতের নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৪৮
ম্যাচ কমিশনারের ভুলে সাফের শিরোপা ভারতের নয়

দুই দলই পাঁচটি করে শটের সবগুলোই জালে জড়াল। সাডেন ডেথে টাইব্রেকারে খেলা জমে ক্ষীর। একে একে ১১টি করে শট নিলেন বাংলাদেশ-ভারতের ফুটবলাররা। বাদ গেলেন না দুই গোলরক্ষকও। ১১ শটে ফল নির্ধারণ না হওয়ায় দুই অধিনায়ককে ডাকা হলো টসের জন্য। সেখানে টস জিতে লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা। টসে কী হলো বুঝতে না পেরে ঠাঁই দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার!

নাটকের পর নাটক। যত রকমভাবে একটা ফাইনালকে রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধকর করা যায় সবই হলো অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে। শেষ সময়ে গোলের পর বাংলাদেশের সমতায় ফেরা। ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকার। এরপর ১১ শটেও ফল না হওয়া, এরপর টস হওয়া, টসে ভারতকে জয়ী করার পর বাংলাদেশের প্রতিবাদ, এরপর আবার খেলতে বলার পর ভারতের ফুটবলারদের মাঠ ছেড়ে যাওয়া! বারুদে ঠাসা, শ্বাসরুদ্ধকর এক ফাইনাল দেখল বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনাল।

বারুদ ঠাসা এক বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনাল দেখার জন্য কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। সেই দর্শকেরা দেখলেন শ্বাসরুদ্ধকর ফাইনাল। ১-০ গোলে পিছিয়ে থাকা ফাইনালে বাংলাদেশ সমতায় ফিরল একদম শেষ সময়ে এসে। সেখান থেকে খেলা গড়াল টাইব্রেকারে। ভাগ্যের খেলাতেও ১১ শটে নির্ধারিত হলো না শিরোপা। টসের জন্য দুই অধিনায়ককে ডাকলে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন। টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে খেলা চালানোর সিদ্ধান্ত নিলেন ম্যাচ কমিশনার। সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা।

ফাইনালকে ঘিরে এই বিতর্ক জন্ম নিয়েছে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলনের ভুলে। আন্তর্জাতিকভাবে টাইব্রেকারে ফল নির্ধারণ না হওয়া পর্যন্ত শট নেওয়ার নিয়ম থাকলেও ম্যাচ কমিশনার দুই অধিনায়ককে ডাকেন টসের জন্য। তাতেই জন্ম বিতর্কের। ভারত এখন ৩০ মিনিটের মধ্যে মাঠে না ফিরলে বিজয়ী ঘোষণা করা হতে পারে বাংলাদেশকে। 

এই বিতর্কের আগে দারুণ এক উপভোগ্য ফাইনাল দেখেছেন মাঠের দর্শকেরা। ম্যাচে ৮ মিনিটে শিবানী দেবীর গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। অতিরিক্ত ৪ মিনিট সময়ের এক মিনিট আগে সাগরিকার গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। খেলা গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকার থেকেই জন্ম নিয়েছে যত বিতর্কের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত