
আর্জেন্টিনার চ্যাম্পিয়নের মধ্যে দিয়ে শেষ হয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ইতিহাসে দুর্দান্ত এক ফাইনাল উপহার দিয়েছে আর্জেন্টিনা-ফ্রান্স। আগামী বিশ্বকাপে তেমনি এক ফাইনাল হয়তো দেখা যাবে ১৯ জুলাই। গতকাল রুয়ান্ডার কিগালিতে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল তারিখ নির্ধারণ করেছে ফিফা।
আগামী বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে। এই বিশ্বকাপে ফিফা দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করেছে। দলের সংখ্যা বাড়ায় ধারণা করা হয়েছিল ১৬ গ্রুপে খেলা হবে। তবে গতকাল ফিফা জানিয়েছে, তিনটি করে দলে গ্রুপ নয়, চারটি করে দল নিয়ে এক গ্রুপ করা হবে। অর্থাৎ, পূর্বের গ্রুপের নিয়ম অনুযায়ী আগামী বিশ্বকাপ হবে।
এতে করে ৪৮ দল ১২ গ্রুপে বিভক্ত হবে। গ্রুপের নিয়ম ঠিক থাকলেও দল বাড়ায় ম্যাচের সংখ্যা বেড়ে গেছে। ৬৪ ম্যাচ করে হয়ে আসা বিশ্বকাপ আগামীতে ১০৪ ম্যাচে হবে। ২০২৬ বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন হবে, তাকে মোট ৮ ম্যাচ খেলতে হবে।
পূর্বের বিশ্বকাপ ৩২ দলে হওয়ায় গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ডে জায়গা পেত। আগামী বিশ্বকাপে গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে তৃতীয় স্থান অর্জন করা সেরা আট দল পরের রাউন্ডে সুযোগ পাবে। কাতার বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে আয়োজিত হলেও আগামী বিশ্বকাপ জুন-জুলাইয়ে ফিরে আসছে। সেই হিসাবে বিশ্বকাপের ফাইনাল ১৯ জুলাই ঠিক করেছে ফিফা।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশ হয়েছে কানাডা। উত্তর আমেরিকার দেশটির দুই সঙ্গী মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের এর আগে বিশ্বকাপের আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে আয়োজন করলেও দুবার আয়োজক দেশ ছিল মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ সালে।

আর্জেন্টিনার চ্যাম্পিয়নের মধ্যে দিয়ে শেষ হয়েছে ২০২২ ফিফা বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ইতিহাসে দুর্দান্ত এক ফাইনাল উপহার দিয়েছে আর্জেন্টিনা-ফ্রান্স। আগামী বিশ্বকাপে তেমনি এক ফাইনাল হয়তো দেখা যাবে ১৯ জুলাই। গতকাল রুয়ান্ডার কিগালিতে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল তারিখ নির্ধারণ করেছে ফিফা।
আগামী বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে। এই বিশ্বকাপে ফিফা দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করেছে। দলের সংখ্যা বাড়ায় ধারণা করা হয়েছিল ১৬ গ্রুপে খেলা হবে। তবে গতকাল ফিফা জানিয়েছে, তিনটি করে দলে গ্রুপ নয়, চারটি করে দল নিয়ে এক গ্রুপ করা হবে। অর্থাৎ, পূর্বের গ্রুপের নিয়ম অনুযায়ী আগামী বিশ্বকাপ হবে।
এতে করে ৪৮ দল ১২ গ্রুপে বিভক্ত হবে। গ্রুপের নিয়ম ঠিক থাকলেও দল বাড়ায় ম্যাচের সংখ্যা বেড়ে গেছে। ৬৪ ম্যাচ করে হয়ে আসা বিশ্বকাপ আগামীতে ১০৪ ম্যাচে হবে। ২০২৬ বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন হবে, তাকে মোট ৮ ম্যাচ খেলতে হবে।
পূর্বের বিশ্বকাপ ৩২ দলে হওয়ায় গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ডে জায়গা পেত। আগামী বিশ্বকাপে গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে তৃতীয় স্থান অর্জন করা সেরা আট দল পরের রাউন্ডে সুযোগ পাবে। কাতার বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে আয়োজিত হলেও আগামী বিশ্বকাপ জুন-জুলাইয়ে ফিরে আসছে। সেই হিসাবে বিশ্বকাপের ফাইনাল ১৯ জুলাই ঠিক করেছে ফিফা।
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশ হয়েছে কানাডা। উত্তর আমেরিকার দেশটির দুই সঙ্গী মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের এর আগে বিশ্বকাপের আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে আয়োজন করলেও দুবার আয়োজক দেশ ছিল মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ সালে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে