ক্রীড়া ডেস্ক

সময়টা এখন ভালোই যাচ্ছে সমিত সোমের। কানাডা প্রিমিয়ার লিগে সপ্তাহের সেরা ফুটবলারের তালিকায় গত সপ্তাহে জায়গা পেয়েছিলেন সমিত। বাংলাদেশি এই ফুটবলার আবারও কানাডায় সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
কানাডিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) গত রাতে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সপ্তাহের সেরা দল প্রকাশ করেছে। সপ্তাহের সেরা দলে সমিতের ক্যাভালরি এফসি থেকে আছেন ৪ ফুটবলার। সমিতের সঙ্গে আছেন আলি মুসি, টোবিয়াস ওয়ারচেস্কি ও লেভি লিয়াং। ক্যাভালরি এফসির মতো চার ফুটবলার আছেন অটোয়া থেকে। সপ্তাহের সেরা দলের গোলরক্ষক অটোয়ার নাথান ইংহাম। এই দলের অপর তিন ফুটবলার ডেভিড রদ্রিগেজ, স্যাম সল্টার ও গ্যাব্রিয়েল অন্টিনোরো। আর সিপিএলে সপ্তাহের দল থেকে প্যাসিফিক এফসির প্রতিনিধিত্ব করছেন মার্কো বুসতোস, অ্যালি এনডোম ও এরিক লাজিউনিসি। দলটা সিপিএল সাজিয়েছে ৪-৩-৩ ফরম্যাটে।
Here is the @Gatorade Team of the Week for matchweek 6 ✨
— Canadian Premier League (@CPLsoccer) May 12, 2025
🔗: https://t.co/kRIejJTgae#CanPL pic.twitter.com/rjFL7zWPbp
সমিতের ক্যাভালরি সবশেষ দুই ম্যাচেই জয় পেয়েছে। এইচএফএক্স ওয়ান্ডারার্সকে ১০ মে রাতে ৩-০ গোলে হারিয়েছে ক্যাভালরি। সেই ম্যাচে আলি মুসি জোড়া গোল করেন ও অপর গোল পেনাল্টি থেকে করেন তোবিয়াস ওয়ার্সচিউস্কি। ওয়ান্ডারার গ্রাউন্ডসে অনুষ্ঠিত এই ম্যাচে এক অ্যাসিস্ট করেন সমিত। বাংলাদেশি এই ফুটবলার দুর্দান্ত পারফরম্যান্সে টানা দুইবার সিপিএলের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়েছেন।
কানাডিয়ান প্রিমিয়ার লিগে ৫ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ২ হারে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে ক্যাভালরি। সবার ওপরে থাকা আতলেতিকোর পয়েন্ট ১৬। তারা খেলেছে ৬ ম্যাচ। সমান ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়ান্ডারার্স। তিনে থাকা ফোর্জ পাঁচ ম্যাচ খেলে পেয়েছে ৯ পয়েন্ট। ওয়ান্ডার্সের বিপক্ষে ক্যাভালরির ম্যাচে অ্যাসিস্টের পাশাপাশি রক্ষণভাগও দারুণভাবে সামলেছেন সমিত। মাঝমাঠে যে কতটা ভরসা করা যায়, সেটা বাংলাদেশি এই মিডফিল্ডার বুঝিয়ে দিয়েছেন।
৫ মে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান সমিত। পাসপোর্ট পাওয়ার একদিনের মধ্যেই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন তিনি। বাংলাদেশের জার্সিতে খেলতে এখন তাঁর আর কোনো বাধা নেই। বাংলাদেশের পরের ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে।
আরও পড়ুন:

সময়টা এখন ভালোই যাচ্ছে সমিত সোমের। কানাডা প্রিমিয়ার লিগে সপ্তাহের সেরা ফুটবলারের তালিকায় গত সপ্তাহে জায়গা পেয়েছিলেন সমিত। বাংলাদেশি এই ফুটবলার আবারও কানাডায় সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
কানাডিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) গত রাতে নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সপ্তাহের সেরা দল প্রকাশ করেছে। সপ্তাহের সেরা দলে সমিতের ক্যাভালরি এফসি থেকে আছেন ৪ ফুটবলার। সমিতের সঙ্গে আছেন আলি মুসি, টোবিয়াস ওয়ারচেস্কি ও লেভি লিয়াং। ক্যাভালরি এফসির মতো চার ফুটবলার আছেন অটোয়া থেকে। সপ্তাহের সেরা দলের গোলরক্ষক অটোয়ার নাথান ইংহাম। এই দলের অপর তিন ফুটবলার ডেভিড রদ্রিগেজ, স্যাম সল্টার ও গ্যাব্রিয়েল অন্টিনোরো। আর সিপিএলে সপ্তাহের দল থেকে প্যাসিফিক এফসির প্রতিনিধিত্ব করছেন মার্কো বুসতোস, অ্যালি এনডোম ও এরিক লাজিউনিসি। দলটা সিপিএল সাজিয়েছে ৪-৩-৩ ফরম্যাটে।
Here is the @Gatorade Team of the Week for matchweek 6 ✨
— Canadian Premier League (@CPLsoccer) May 12, 2025
🔗: https://t.co/kRIejJTgae#CanPL pic.twitter.com/rjFL7zWPbp
সমিতের ক্যাভালরি সবশেষ দুই ম্যাচেই জয় পেয়েছে। এইচএফএক্স ওয়ান্ডারার্সকে ১০ মে রাতে ৩-০ গোলে হারিয়েছে ক্যাভালরি। সেই ম্যাচে আলি মুসি জোড়া গোল করেন ও অপর গোল পেনাল্টি থেকে করেন তোবিয়াস ওয়ার্সচিউস্কি। ওয়ান্ডারার গ্রাউন্ডসে অনুষ্ঠিত এই ম্যাচে এক অ্যাসিস্ট করেন সমিত। বাংলাদেশি এই ফুটবলার দুর্দান্ত পারফরম্যান্সে টানা দুইবার সিপিএলের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়েছেন।
কানাডিয়ান প্রিমিয়ার লিগে ৫ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ২ হারে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে ক্যাভালরি। সবার ওপরে থাকা আতলেতিকোর পয়েন্ট ১৬। তারা খেলেছে ৬ ম্যাচ। সমান ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়ান্ডারার্স। তিনে থাকা ফোর্জ পাঁচ ম্যাচ খেলে পেয়েছে ৯ পয়েন্ট। ওয়ান্ডার্সের বিপক্ষে ক্যাভালরির ম্যাচে অ্যাসিস্টের পাশাপাশি রক্ষণভাগও দারুণভাবে সামলেছেন সমিত। মাঝমাঠে যে কতটা ভরসা করা যায়, সেটা বাংলাদেশি এই মিডফিল্ডার বুঝিয়ে দিয়েছেন।
৫ মে বাংলাদেশের পাসপোর্ট হাতে পান সমিত। পাসপোর্ট পাওয়ার একদিনের মধ্যেই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন তিনি। বাংলাদেশের জার্সিতে খেলতে এখন তাঁর আর কোনো বাধা নেই। বাংলাদেশের পরের ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে।
আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে