
এমন লজ্জাজনক হার বরণ করতে হবে হয়তো কল্পনাতেও ভাবেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২২-২৩ মৌসুমের শুরুতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের বিপক্ষে হারের ক্ষত তরতাজা থাকতেই পড়ল নুনের ছিটা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ বিধ্বস্ত ম্যানইউ।
প্রথমার্ধেই ওলট-পালট হয়ে যায় রেড ডেভিলরা। ৩৫ মিনিটের মধ্যেই তাদের জালে চার গোল। ভাগ্য ভালো বিরতির পর আর কোনো গোল হজম করতে হয়নি। অথচ কত পরিকল্পনা নিয়ে এবার তারা লিগ শুরু করেছে। আয়াক্স থেকে নিয়ে এসেছে কোচ এরিক টেন হাগকে। ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাইলেও ক্রিস্টিয়ানো রোনালদোকে কোথাও যেতে দেয়নি। ব্রেন্টফোর্ড থেকে এনেছে ক্রিস্টিয়ান এরিকসেনকে।
কিন্তু প্রথম দুই ম্যাচে হেরে ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার সবার তলানিতে। আর প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের ১০০ বছরের ইতিহাসে টেন হাগ একমাত্র কোচ যিনি প্রথম দুই ম্যাচে হারলেন। ফুটবল বিধাতায় বলতে পারেন, ভবিষ্যতে ডাচ কোচের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে।
অবস্থা এমন যে, ইউনাইটেডকে নিয়ে চারদিকে ট্রলে মেতেছে ফুটবল সমর্থকেরা। সেই ট্রলে টেন হাগের দল না টললেই হলো। এমন হারের পর কীভাবে তাদের মুখবন্ধ করবে ইউনাইটেড! রেড ডেভিলদের খোঁচা দিতে ছাড়ছে না তাদের প্রতিপক্ষ শিবিরও। লিভারপুলের সাবেক স্ট্রাইকার স্ট্যান কলিমোর সামাজিক মাধ্যমে ম্যানইউর মালিকদের ধুয়ে দিয়েছেন। আর টুইটারে তিনি লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড, শান্তিতে ঘুমাও।’
কলিমোরের এই কথা যে ম্যানইউকে ব্যঙ্গ করে, তা কারও বুঝতে বাকি থাকার কথা নয়। কিন্তু টেন হাগের দল কি শান্তিতে ঘুমাতে পারবে? গেলোবার কোনোভাবে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছিল ম্যানইউ। এবার তারা কোথায় গিয়ে ঠেকে তা দেখার বিষয়। এদিকে পরের ম্যাচে রেড ডেভিলরা মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলের। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবে তো তারা?

এমন লজ্জাজনক হার বরণ করতে হবে হয়তো কল্পনাতেও ভাবেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২২-২৩ মৌসুমের শুরুতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের বিপক্ষে হারের ক্ষত তরতাজা থাকতেই পড়ল নুনের ছিটা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ বিধ্বস্ত ম্যানইউ।
প্রথমার্ধেই ওলট-পালট হয়ে যায় রেড ডেভিলরা। ৩৫ মিনিটের মধ্যেই তাদের জালে চার গোল। ভাগ্য ভালো বিরতির পর আর কোনো গোল হজম করতে হয়নি। অথচ কত পরিকল্পনা নিয়ে এবার তারা লিগ শুরু করেছে। আয়াক্স থেকে নিয়ে এসেছে কোচ এরিক টেন হাগকে। ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাইলেও ক্রিস্টিয়ানো রোনালদোকে কোথাও যেতে দেয়নি। ব্রেন্টফোর্ড থেকে এনেছে ক্রিস্টিয়ান এরিকসেনকে।
কিন্তু প্রথম দুই ম্যাচে হেরে ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার সবার তলানিতে। আর প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের ১০০ বছরের ইতিহাসে টেন হাগ একমাত্র কোচ যিনি প্রথম দুই ম্যাচে হারলেন। ফুটবল বিধাতায় বলতে পারেন, ভবিষ্যতে ডাচ কোচের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে।
অবস্থা এমন যে, ইউনাইটেডকে নিয়ে চারদিকে ট্রলে মেতেছে ফুটবল সমর্থকেরা। সেই ট্রলে টেন হাগের দল না টললেই হলো। এমন হারের পর কীভাবে তাদের মুখবন্ধ করবে ইউনাইটেড! রেড ডেভিলদের খোঁচা দিতে ছাড়ছে না তাদের প্রতিপক্ষ শিবিরও। লিভারপুলের সাবেক স্ট্রাইকার স্ট্যান কলিমোর সামাজিক মাধ্যমে ম্যানইউর মালিকদের ধুয়ে দিয়েছেন। আর টুইটারে তিনি লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড, শান্তিতে ঘুমাও।’
কলিমোরের এই কথা যে ম্যানইউকে ব্যঙ্গ করে, তা কারও বুঝতে বাকি থাকার কথা নয়। কিন্তু টেন হাগের দল কি শান্তিতে ঘুমাতে পারবে? গেলোবার কোনোভাবে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছিল ম্যানইউ। এবার তারা কোথায় গিয়ে ঠেকে তা দেখার বিষয়। এদিকে পরের ম্যাচে রেড ডেভিলরা মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলের। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবে তো তারা?

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১৮ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
৩৯ মিনিট আগে
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
২ ঘণ্টা আগে