
করোনাভাইরাস প্রতিষেধক না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি নোভাক জোকোভিচ। মেলবোর্ন থেকে আটক করে সার্বিয়ান তারকাকে ফেরত পাঠানো হয় ঘরে। বিষয়টি ঝড় তুলে টেনিস বিশ্বে।
তবে এবার জোকোভিচের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা ওঠে গেছে। ১৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে বেশ আগেই পৌঁছে গেছেন ২১ গ্র্যান্ড স্লামের মালিক। তবে মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামের লড়াই শুরুর আগেই চিন্তায় পড়েছেন ৩৫ বছর বয়সী তারকা।
মেলবোর্ন পার্কে আজ দানিল মেদভেদেভের বিপক্ষে প্রদর্শনীমূলক প্রস্তুতি ম্যাচ খেলছিলেন জোকোভিচ। এই ম্যাচের সময় তিনি পায়ে আঘাত পান। এই চোটই এখন চোখ রাঙাচ্ছে টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়নকে। ৩৫ বছর বয়সী এই সার্বিয়ান বলেছেন, ‘আমি অস্ট্রেলিয়ান ওপেনের আগে বড় ঝামেলা এড়াতে চাচ্ছি। বাড়তি ঝুঁকি নিতে চাচ্ছি না। আমি এক সেট খেলেছি এবং ক্ষমাও চেয়েছি। সে (মেদভেদেভ) এটা বুঝতে পেরেছিল।’
অন্যদিকে বৃটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে জানিয়েছেন, এই মুহূর্তে অবসর নিয়ে তাঁর কোনো ভাবনা নেই। নিজেকে হারিয়ে খোঁজা তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক বলেছেন, ‘গত সাত মাসে আমি বেশ ভালোই আছি। গত কয়েক বছরে তেমন কোনো গুরুতর চোট হয়নি। যতদিন উপভোগ করতে পারব, খেলা চালিয়ে যাব। তবে কখন অবসর নেব, তা নিয়ে ভাবছি না।’
আগামী ১৬ জানুয়ারি শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। শেষ হবে ২৯ জানুয়ারি। জোকোভিচ তার ক্যারিয়ারে গ্র্যান্ড স্লাম জিতেছেন ২১ বার, যার মধ্যে ৯ বার জিতেছেন মেলবোর্ন ওপেন। আর মারে ৩ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন। তবে একবারও মেলবোর্ন ওপেন জেতা হয়নি ব্রিটিশ এই টেনিস তারকার।

করোনাভাইরাস প্রতিষেধক না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি নোভাক জোকোভিচ। মেলবোর্ন থেকে আটক করে সার্বিয়ান তারকাকে ফেরত পাঠানো হয় ঘরে। বিষয়টি ঝড় তুলে টেনিস বিশ্বে।
তবে এবার জোকোভিচের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা ওঠে গেছে। ১৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে বেশ আগেই পৌঁছে গেছেন ২১ গ্র্যান্ড স্লামের মালিক। তবে মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামের লড়াই শুরুর আগেই চিন্তায় পড়েছেন ৩৫ বছর বয়সী তারকা।
মেলবোর্ন পার্কে আজ দানিল মেদভেদেভের বিপক্ষে প্রদর্শনীমূলক প্রস্তুতি ম্যাচ খেলছিলেন জোকোভিচ। এই ম্যাচের সময় তিনি পায়ে আঘাত পান। এই চোটই এখন চোখ রাঙাচ্ছে টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়নকে। ৩৫ বছর বয়সী এই সার্বিয়ান বলেছেন, ‘আমি অস্ট্রেলিয়ান ওপেনের আগে বড় ঝামেলা এড়াতে চাচ্ছি। বাড়তি ঝুঁকি নিতে চাচ্ছি না। আমি এক সেট খেলেছি এবং ক্ষমাও চেয়েছি। সে (মেদভেদেভ) এটা বুঝতে পেরেছিল।’
অন্যদিকে বৃটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে জানিয়েছেন, এই মুহূর্তে অবসর নিয়ে তাঁর কোনো ভাবনা নেই। নিজেকে হারিয়ে খোঁজা তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক বলেছেন, ‘গত সাত মাসে আমি বেশ ভালোই আছি। গত কয়েক বছরে তেমন কোনো গুরুতর চোট হয়নি। যতদিন উপভোগ করতে পারব, খেলা চালিয়ে যাব। তবে কখন অবসর নেব, তা নিয়ে ভাবছি না।’
আগামী ১৬ জানুয়ারি শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। শেষ হবে ২৯ জানুয়ারি। জোকোভিচ তার ক্যারিয়ারে গ্র্যান্ড স্লাম জিতেছেন ২১ বার, যার মধ্যে ৯ বার জিতেছেন মেলবোর্ন ওপেন। আর মারে ৩ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন। তবে একবারও মেলবোর্ন ওপেন জেতা হয়নি ব্রিটিশ এই টেনিস তারকার।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে