
লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসিকে তুলে নিয়ে আশরাফ হাকিমিকে নামিয়েছিলেন মরিসিও পচেত্তিনো। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সেই ম্যাচ জিতলেও এ নিয়ে কম আলোচনা হয়নি। পরের ম্যাচেই হাকিমি বুঝিয়ে দিলেন পিএসজি কোচের সেদিনের সিদ্ধান্ত ফেলে দেওয়ার মতো ছিল না! মেসির অনুপস্থিতিতে কাল রাতে মেসের বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন এই হাকিমিই।
হাঁটুতে চোট পাওয়ায় মেসি এই ম্যাচে খেলতে পারেননি। সাবেক বার্সা ফরোয়ার্ড না থাকলেও ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল পিএসজির। গোল পেতেও সময় লাগেনি। প্রথম সুযোগটাই কাজে লাগালেন হাকিমি। বল জালে না জড়ালেও গোললাইন অতিক্রম করায় ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এগিয়ে গিয়েও একের পর আক্রমণ করে তটস্থ রাখে মেসের রক্ষণভাগ। মাঝমাঠে বলের পজিশনে দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন ফরাসি জায়ান্টরা। তবে নিজেদের রক্ষণের ভুলে প্রথমার্ধেই গোল হজম করে পিএসজি।
১-১ গোলের সমতায় ম্যাচ এগোচ্ছিল। তবে গোল পেতে মরিয়া পচেত্তিনো বিরতির পর ৬৫ মিনিটে দুটি পরিবর্তন আনেন মিডফিল্ডে। আন্দের এরেরা ও আনহেল দি মারিয়াকে নামান রাফিনহা ও ভাইনালডমকে তুলে। দুটি পরিবর্তনের পর আক্রমণের ধার বাড়লেও গোলমুখ খুলতে পারছিলেন না নেইমার-এমবাপ্পেরা। নির্ধারিত সময় শেষেও ম্যাচের ফল যা ছিল তাই। নাটকের শেষ মঞ্চায়ন এর পরেই। ৯১ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ডিলান ব্রোন। ১০ জনের দলে পরিণত হয় মেস। সুযোগটা হাতছাড়া করেনি পিএসজি।
প্রথম গোল করা সেই হাকিমি আবারও দৃশ্যপটে। ম্যাচের একদম অন্তিম লগ্নে প্রায় মাঝমাঠ থেকে নেইমারের বাড়ানো বলে জায়গা বানিয়ে নিয়ে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। লিগে এ নিয়ে পিএসজির টানা সপ্তম জয়। আর মেসের বিপক্ষে টানা ১১ জয়। ম্যাচে ৭৪ শতাংশ বল দখল ছিল পিএসজির। গোলের শট নেয় ১৫টি, যার পাঁচটি লক্ষ্যে। মেসের ছয় শটের দুটি লক্ষ্যে ছিল।
এ দিকে স্প্যানিশ লা লিগায় মার্কো আসেনসিওর হ্যাটট্রিক আর করিম বেনজেমার জোড়া গোলে মায়োর্কাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। আর ইএফএল কাপে রোনালদোবিহীন ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হামের কাছে হেরেছে ১-০ গোলে।

লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসিকে তুলে নিয়ে আশরাফ হাকিমিকে নামিয়েছিলেন মরিসিও পচেত্তিনো। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সেই ম্যাচ জিতলেও এ নিয়ে কম আলোচনা হয়নি। পরের ম্যাচেই হাকিমি বুঝিয়ে দিলেন পিএসজি কোচের সেদিনের সিদ্ধান্ত ফেলে দেওয়ার মতো ছিল না! মেসির অনুপস্থিতিতে কাল রাতে মেসের বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন এই হাকিমিই।
হাঁটুতে চোট পাওয়ায় মেসি এই ম্যাচে খেলতে পারেননি। সাবেক বার্সা ফরোয়ার্ড না থাকলেও ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল পিএসজির। গোল পেতেও সময় লাগেনি। প্রথম সুযোগটাই কাজে লাগালেন হাকিমি। বল জালে না জড়ালেও গোললাইন অতিক্রম করায় ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। এগিয়ে গিয়েও একের পর আক্রমণ করে তটস্থ রাখে মেসের রক্ষণভাগ। মাঝমাঠে বলের পজিশনে দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন ফরাসি জায়ান্টরা। তবে নিজেদের রক্ষণের ভুলে প্রথমার্ধেই গোল হজম করে পিএসজি।
১-১ গোলের সমতায় ম্যাচ এগোচ্ছিল। তবে গোল পেতে মরিয়া পচেত্তিনো বিরতির পর ৬৫ মিনিটে দুটি পরিবর্তন আনেন মিডফিল্ডে। আন্দের এরেরা ও আনহেল দি মারিয়াকে নামান রাফিনহা ও ভাইনালডমকে তুলে। দুটি পরিবর্তনের পর আক্রমণের ধার বাড়লেও গোলমুখ খুলতে পারছিলেন না নেইমার-এমবাপ্পেরা। নির্ধারিত সময় শেষেও ম্যাচের ফল যা ছিল তাই। নাটকের শেষ মঞ্চায়ন এর পরেই। ৯১ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ডিলান ব্রোন। ১০ জনের দলে পরিণত হয় মেস। সুযোগটা হাতছাড়া করেনি পিএসজি।
প্রথম গোল করা সেই হাকিমি আবারও দৃশ্যপটে। ম্যাচের একদম অন্তিম লগ্নে প্রায় মাঝমাঠ থেকে নেইমারের বাড়ানো বলে জায়গা বানিয়ে নিয়ে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। লিগে এ নিয়ে পিএসজির টানা সপ্তম জয়। আর মেসের বিপক্ষে টানা ১১ জয়। ম্যাচে ৭৪ শতাংশ বল দখল ছিল পিএসজির। গোলের শট নেয় ১৫টি, যার পাঁচটি লক্ষ্যে। মেসের ছয় শটের দুটি লক্ষ্যে ছিল।
এ দিকে স্প্যানিশ লা লিগায় মার্কো আসেনসিওর হ্যাটট্রিক আর করিম বেনজেমার জোড়া গোলে মায়োর্কাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। আর ইএফএল কাপে রোনালদোবিহীন ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হামের কাছে হেরেছে ১-০ গোলে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে