
রোমাঞ্চকর এক দিনে বুন্দেসলিগার টানা ১১ শিরোপা গতকাল ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। তবু এই শিরোপা জয়ের দিনই দুঃসংবাদ দিল বায়ার্ন। বরখাস্ত করা হয়েছে অলিভার কান ও হাসান সালিহামিদজিচকে।
কান ও সালিহামিদজিচের বরখাস্ত হওয়ার কথা গতকাল ম্যাচ শেষে নিশ্চিত করেছেন হার্বার্ট হেইনার। বায়ার্নের প্রধান নির্বাহীর পদ থেকে কানকে বহিষ্কারের প্রসঙ্গে ম্যাচ শেষে ক্লাব সভাপতি হার্বাট হেইনার বলেন, ‘অলিভার কানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া তত্ত্বাবধায়ক বোর্ডের পক্ষে সহজ ছিল না। তবু সার্বিক উন্নয়নের কারণে আমরা বোর্ডের কার্যনির্বাহীর শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। তাঁর দায়িত্বশীলতা, চিন্তাভাবনা, আমরা যা অর্জন করেছি তার জন্য অলিভার কানকে ধন্যবাদ জানাই। বায়ার্ন মিউনিখে সে সব সময় বড় ব্যক্তিত্ব হয়ে থাকবে। তাঁর ভবিষ্যতের সর্বোচ্চ সফলতা কামনা করছি।’ আর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে বরখাস্ত করা হয়েছে সালিহামিদজিচকে।
২০২০-এর ১ জানুয়ারি কার্ল হেইঞ্জ রুমিনিগের পরিবর্তে বায়ার্নের প্রধান নির্বাহী হয়েছিলেন কান। সাড়ে তিন বছরের দায়িত্ব শেষে গতকাল চাকরি হারালেন ২০০২ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী জার্মান গোলরক্ষক। কানের স্থলাভিষিক্ত হয়েছেন ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন। তবে সালিহামিদজিচের পরিবর্তে দায়িত্ব কে নেবেন, তা এখনো জানা যায়নি।
২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগার গতকাল ছিল শেষ দিন। গতকালের ম্যাচের আগে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বায়ার্ন ছিল দ্বিতীয়। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের প্রতিপক্ষ ছিল মেইঞ্জ। আর রেইন এনার্জি স্টেডিয়ামে বায়ার্ন খেলেছে কোলনের বিপক্ষ। ডর্টমুন্ড জিতলে বিনা সমীকরণে তারাই হতো চ্যাম্পিয়ন। যদি দুটো দলই যার যার নিজেদের খেলায় ড্র করতো, তাতেও চ্যাম্পিয়ন ডর্টমুন্ড। এমনকি ডর্টমুন্ড হারলেও বায়ার্নের ড্রতে হয়ে যেত চ্যাম্পিয়ন। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে বায়ার্নের জয়ের তো কোনো বিকল্প ছিল না। একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হতো ডর্টমুন্ড যেন যেকোনো মূল্যে পয়েন্ট হারায়। শেষ পর্যন্ত বায়ার্ন ২-১ গোলে হারায় কোলনকে। আর ২-২ গোলে ড্র করে ডর্টমুন্ড-মেইঞ্জ।

রোমাঞ্চকর এক দিনে বুন্দেসলিগার টানা ১১ শিরোপা গতকাল ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। তবু এই শিরোপা জয়ের দিনই দুঃসংবাদ দিল বায়ার্ন। বরখাস্ত করা হয়েছে অলিভার কান ও হাসান সালিহামিদজিচকে।
কান ও সালিহামিদজিচের বরখাস্ত হওয়ার কথা গতকাল ম্যাচ শেষে নিশ্চিত করেছেন হার্বার্ট হেইনার। বায়ার্নের প্রধান নির্বাহীর পদ থেকে কানকে বহিষ্কারের প্রসঙ্গে ম্যাচ শেষে ক্লাব সভাপতি হার্বাট হেইনার বলেন, ‘অলিভার কানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া তত্ত্বাবধায়ক বোর্ডের পক্ষে সহজ ছিল না। তবু সার্বিক উন্নয়নের কারণে আমরা বোর্ডের কার্যনির্বাহীর শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। তাঁর দায়িত্বশীলতা, চিন্তাভাবনা, আমরা যা অর্জন করেছি তার জন্য অলিভার কানকে ধন্যবাদ জানাই। বায়ার্ন মিউনিখে সে সব সময় বড় ব্যক্তিত্ব হয়ে থাকবে। তাঁর ভবিষ্যতের সর্বোচ্চ সফলতা কামনা করছি।’ আর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকে বরখাস্ত করা হয়েছে সালিহামিদজিচকে।
২০২০-এর ১ জানুয়ারি কার্ল হেইঞ্জ রুমিনিগের পরিবর্তে বায়ার্নের প্রধান নির্বাহী হয়েছিলেন কান। সাড়ে তিন বছরের দায়িত্ব শেষে গতকাল চাকরি হারালেন ২০০২ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী জার্মান গোলরক্ষক। কানের স্থলাভিষিক্ত হয়েছেন ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন। তবে সালিহামিদজিচের পরিবর্তে দায়িত্ব কে নেবেন, তা এখনো জানা যায়নি।
২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগার গতকাল ছিল শেষ দিন। গতকালের ম্যাচের আগে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বায়ার্ন ছিল দ্বিতীয়। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের প্রতিপক্ষ ছিল মেইঞ্জ। আর রেইন এনার্জি স্টেডিয়ামে বায়ার্ন খেলেছে কোলনের বিপক্ষ। ডর্টমুন্ড জিতলে বিনা সমীকরণে তারাই হতো চ্যাম্পিয়ন। যদি দুটো দলই যার যার নিজেদের খেলায় ড্র করতো, তাতেও চ্যাম্পিয়ন ডর্টমুন্ড। এমনকি ডর্টমুন্ড হারলেও বায়ার্নের ড্রতে হয়ে যেত চ্যাম্পিয়ন। অন্যদিকে চ্যাম্পিয়ন হতে হলে বায়ার্নের জয়ের তো কোনো বিকল্প ছিল না। একই সঙ্গে তাদের প্রার্থনা করতে হতো ডর্টমুন্ড যেন যেকোনো মূল্যে পয়েন্ট হারায়। শেষ পর্যন্ত বায়ার্ন ২-১ গোলে হারায় কোলনকে। আর ২-২ গোলে ড্র করে ডর্টমুন্ড-মেইঞ্জ।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে