
আগুনটা জ্বেলেছিলেন সাবেক আইরিশ ফুটবলার রয় কিন। ব্রাজিলিয়ান ফুটবলারদের সাম্বা নাচের সমালোচনা করে নিজেই এখন তোপের মুখে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। যাদেরকে নিয়ে রয় কিনের সমালোচনা, দেখার ছিল কী জবাব আসে সেই ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছ থেকে।
প্রত্যাশিতভাবেই রয় কিনের পাল্টা জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। আইরিশ ফুটবলারের ইটের জবাবে পাটকেল ছুড়ে বার্সা তারকা জানিয়ে দিয়েছেন, মাঠে তাদের ‘জেগো বনিতা’র নাচ চলবেই।
গতকাল রাতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু ম্যাচ জিতেই নয়, গতকালকের ম্যাচকে উপভোগ্য করে তুলেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। প্রতি গোলের পর নেচেছেন সেলেসাও ফুটবলাররা। মাঠে ফিরিয়ে এনেছেন হারিয়ে যেতে বসা সাম্বার ছন্দ। শুধু ফুটবলাররাই নন, সাম্বার তালে ফুটবলারদের সঙ্গে নেচেছেন ব্রাজিলিয়ান কোচ তিতেও। ব্রাজিলিয়ান ফুটবলারদের এই উদ্যাপনকে একদমই ভালো লাগেনি রয় কিনের।
যুক্তরাজ্যের ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল আইটিভিকে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বলেন, ‘আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এতটা নাচ আমি কখনো দেখিনি। এটা “স্ট্রিক্টলি কাম ড্যান্সিং” (ব্রিটিশ টেলিভিশনের একটি নাচের অনুষ্ঠান) দেখার মতো। আমি জানি এতে সংস্কৃতির একটা চিহ্ন আছে, কিন্তু এটা প্রতিপক্ষের জন্য সত্যিই অসম্মানজনক।’
কিনের এমন মন্তব্যের জবাবে রাফিনহা বলেছেন, ‘কারও সমস্যা হলে কিছু করার নেই, কারণ আমাদের নাচ চলতেই থাকবে। নাচ গোলের পর আনন্দের প্রতীক। কাউকে অশ্রদ্ধা করার জন্য এমনটা করিনি, আমরা প্রতিপক্ষের সামনে গিয়ে নাচিনি। আমরা এক হয়েছি, একসঙ্গে উদ্যাপন করেছি। কারণ এটা আমাদের মুহূর্ত ছিল, এটা ছিল ব্রাজিলের উদ্যাপন। কারও যদি ভালো না লাগে, তাদের উদ্দেশে আমার কিছু বলার নেই। আমাদের নাচ চলতেই থাকবে।’

আগুনটা জ্বেলেছিলেন সাবেক আইরিশ ফুটবলার রয় কিন। ব্রাজিলিয়ান ফুটবলারদের সাম্বা নাচের সমালোচনা করে নিজেই এখন তোপের মুখে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। যাদেরকে নিয়ে রয় কিনের সমালোচনা, দেখার ছিল কী জবাব আসে সেই ব্রাজিলিয়ান ফুটবলারদের কাছ থেকে।
প্রত্যাশিতভাবেই রয় কিনের পাল্টা জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। আইরিশ ফুটবলারের ইটের জবাবে পাটকেল ছুড়ে বার্সা তারকা জানিয়ে দিয়েছেন, মাঠে তাদের ‘জেগো বনিতা’র নাচ চলবেই।
গতকাল রাতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু ম্যাচ জিতেই নয়, গতকালকের ম্যাচকে উপভোগ্য করে তুলেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। প্রতি গোলের পর নেচেছেন সেলেসাও ফুটবলাররা। মাঠে ফিরিয়ে এনেছেন হারিয়ে যেতে বসা সাম্বার ছন্দ। শুধু ফুটবলাররাই নন, সাম্বার তালে ফুটবলারদের সঙ্গে নেচেছেন ব্রাজিলিয়ান কোচ তিতেও। ব্রাজিলিয়ান ফুটবলারদের এই উদ্যাপনকে একদমই ভালো লাগেনি রয় কিনের।
যুক্তরাজ্যের ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল আইটিভিকে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বলেন, ‘আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এতটা নাচ আমি কখনো দেখিনি। এটা “স্ট্রিক্টলি কাম ড্যান্সিং” (ব্রিটিশ টেলিভিশনের একটি নাচের অনুষ্ঠান) দেখার মতো। আমি জানি এতে সংস্কৃতির একটা চিহ্ন আছে, কিন্তু এটা প্রতিপক্ষের জন্য সত্যিই অসম্মানজনক।’
কিনের এমন মন্তব্যের জবাবে রাফিনহা বলেছেন, ‘কারও সমস্যা হলে কিছু করার নেই, কারণ আমাদের নাচ চলতেই থাকবে। নাচ গোলের পর আনন্দের প্রতীক। কাউকে অশ্রদ্ধা করার জন্য এমনটা করিনি, আমরা প্রতিপক্ষের সামনে গিয়ে নাচিনি। আমরা এক হয়েছি, একসঙ্গে উদ্যাপন করেছি। কারণ এটা আমাদের মুহূর্ত ছিল, এটা ছিল ব্রাজিলের উদ্যাপন। কারও যদি ভালো না লাগে, তাদের উদ্দেশে আমার কিছু বলার নেই। আমাদের নাচ চলতেই থাকবে।’

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে