
ম্যাচের আগের দিন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে তাঁর দল। ব্রাজিলের দুঃসময়ে সমর্থকদের সান্ত্বনার বাণীও বলা যায় এটি। কিন্তু মাঠের খেলায় যে এলোমেলো ব্রাজিল, এই দুরবস্থা থেকে বের হওয়ার তো সহজ নয়।
বিশ্বকাপ ফাইনাল খেলার ঘোষণার পরই হার আবারও দেখল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে সেলেসাওরা। বাছাইপর্বে অষ্টম ম্যাচ তাদের এটি চতুর্থ হার।
৭১ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও কাঙ্ক্ষিত ফল পায়নি ব্রাজিল। বিপরীতে নিজেদের মাঠে প্রথমার্ধে দিয়েগো গোমোজের একমাত্র গোলে জয় নিশ্চিত করে প্যারাগুয়ে। পুরে ম্যাচে গোলের জন্য ৯ শট নিয়েছিল ব্রাজিলের ফুটবলাররা, মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। প্যারাগুয়ের ৭ শটের দুটি ছিল লক্ষ্যে, একটি ছিল সফল।
বেশ কিছু দিন ধরে যেটা ছিল স্পষ্ট, মাঠে ব্রাজিলের ফুটবলে নেই সমন্বয়। ব্যাকপাসেও যথেষ্ট যেন সময় পার করেছে তাঁরা। অতিথিদের সুযোগ কাজে লাগিয়ে প্যারাগুয়ে এগিয়ে যায় ম্যাচের ২০ তম মিনিটে। হেডে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো বিপদ বাড়ান সেন্টার ব্যাক গাব্রিয়েল মাগালিয়াইস। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন গোমেজ।
মিনিট পাঁচেক পর পাল্টা আক্রমণে সমতা প্রায় ফিরিয়ে ফেলেছিল ব্রাজিল। ভিনিসিয়ুসের কাটব্যাকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে দূরের পোস্টে শট নেন গিলিয়াহমে আরানা। কিছুই করার ছিল না গোলরক্ষকের। কিন্তু গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ডিফেন্ডার ওমার আলদেরেতে। প্রথমার্ধে এই একটি শটই রাখতে পেরেছিল ব্রাজিল।
আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় এনে দেওয়া রদ্রিগো দ্বিতীয়ার্ধে শুরুতেই সুযোগ পান। মার্কিনিয়োসের থ্রু বল ধরে ডি বক্সে ঢুকে পড়েন রিয়াল মাদ্রিদ তারকা। পেনাল্টি স্পটের কাছ থেকে বল মারেন ক্রসবারের অনেক ওপর দিয়ে। ৪৯ তম মিনিটে ডি বক্সের মাথা থেকে ইসিদ্রো পিতার হেড বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে। ১০ মিনিট পর গোমেসের শট প্রতিহত হয় ব্রাজিলের রক্ষণে।
৬৬ তম মিনিটে দারুণ একটি সেভ দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। শেষ দিকে কিছুটা আক্রমণের ধার বাড়লেও প্যারাগুয়ের ডিফেন্ডাররা সফল হতে দেননি ব্রাজিলকে। ২০০৮ সালের পর ব্রাজিলের বিপক্ষে জয় পেল প্যারাগুয়ে।
আট ম্যাচে তৃতীয় এই হারের পর ১০ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের হারিয়ে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া, ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে টানা দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে।

ম্যাচের আগের দিন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে তাঁর দল। ব্রাজিলের দুঃসময়ে সমর্থকদের সান্ত্বনার বাণীও বলা যায় এটি। কিন্তু মাঠের খেলায় যে এলোমেলো ব্রাজিল, এই দুরবস্থা থেকে বের হওয়ার তো সহজ নয়।
বিশ্বকাপ ফাইনাল খেলার ঘোষণার পরই হার আবারও দেখল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে সেলেসাওরা। বাছাইপর্বে অষ্টম ম্যাচ তাদের এটি চতুর্থ হার।
৭১ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও কাঙ্ক্ষিত ফল পায়নি ব্রাজিল। বিপরীতে নিজেদের মাঠে প্রথমার্ধে দিয়েগো গোমোজের একমাত্র গোলে জয় নিশ্চিত করে প্যারাগুয়ে। পুরে ম্যাচে গোলের জন্য ৯ শট নিয়েছিল ব্রাজিলের ফুটবলাররা, মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। প্যারাগুয়ের ৭ শটের দুটি ছিল লক্ষ্যে, একটি ছিল সফল।
বেশ কিছু দিন ধরে যেটা ছিল স্পষ্ট, মাঠে ব্রাজিলের ফুটবলে নেই সমন্বয়। ব্যাকপাসেও যথেষ্ট যেন সময় পার করেছে তাঁরা। অতিথিদের সুযোগ কাজে লাগিয়ে প্যারাগুয়ে এগিয়ে যায় ম্যাচের ২০ তম মিনিটে। হেডে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো বিপদ বাড়ান সেন্টার ব্যাক গাব্রিয়েল মাগালিয়াইস। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন গোমেজ।
মিনিট পাঁচেক পর পাল্টা আক্রমণে সমতা প্রায় ফিরিয়ে ফেলেছিল ব্রাজিল। ভিনিসিয়ুসের কাটব্যাকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে দূরের পোস্টে শট নেন গিলিয়াহমে আরানা। কিছুই করার ছিল না গোলরক্ষকের। কিন্তু গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ডিফেন্ডার ওমার আলদেরেতে। প্রথমার্ধে এই একটি শটই রাখতে পেরেছিল ব্রাজিল।
আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় এনে দেওয়া রদ্রিগো দ্বিতীয়ার্ধে শুরুতেই সুযোগ পান। মার্কিনিয়োসের থ্রু বল ধরে ডি বক্সে ঢুকে পড়েন রিয়াল মাদ্রিদ তারকা। পেনাল্টি স্পটের কাছ থেকে বল মারেন ক্রসবারের অনেক ওপর দিয়ে। ৪৯ তম মিনিটে ডি বক্সের মাথা থেকে ইসিদ্রো পিতার হেড বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে। ১০ মিনিট পর গোমেসের শট প্রতিহত হয় ব্রাজিলের রক্ষণে।
৬৬ তম মিনিটে দারুণ একটি সেভ দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। শেষ দিকে কিছুটা আক্রমণের ধার বাড়লেও প্যারাগুয়ের ডিফেন্ডাররা সফল হতে দেননি ব্রাজিলকে। ২০০৮ সালের পর ব্রাজিলের বিপক্ষে জয় পেল প্যারাগুয়ে।
আট ম্যাচে তৃতীয় এই হারের পর ১০ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের হারিয়ে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া, ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে টানা দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
৪১ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
৩ ঘণ্টা আগে