নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ প্রস্তুতিমূলক সফর করছে বাংলাদেশ। বাংলাদেশ ‘এ’ দলের মোড়কে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে গত জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে আড়াই মাসের বিরতি। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ায় প্রস্তুতির দিক থেকে কিছুটা বিপাকেও পড়েছে টিম ম্যানেজমেন্ট।
প্রথমে বাংলাদেশ নিজ দেশের কন্ডিশন বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছিল, এখন তাদের প্রস্তুতি নিতে হবে সংযুক্ত আরব আমিরাতের জন্য। গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের সামনে কোনো সিরিজই ছিল না! এই বিরতিতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য বিসিবি বেছে নিল শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে দুটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফরের আগে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নারী ‘এ’ দলের ক্রিকেটারদের সঙ্গে একটা সভা করেন। এই সভায় ক্রিকেটারদের দায়িত্ববোধ ও সিরিজের লক্ষ্য নিয়ে কথা বলেন।
ফাহিমা খাতুন, তাজ নাহার, শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি ছিলেন না এশিয়া কাপে, তাঁদের শ্রীলঙ্কা সফরে রাখা হয়েছে। ‘এ’ দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার রাবেয়া খান। জাতীয় দলের অধিনায়ক জ্যোতি ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার দলে থাকলেও ভবিষ্যৎ নেতৃত্বের কথা বিবেচনায় ১৯ বছর বয়সী রাবেয়ার প্রশিক্ষণও বলা চলে এটি।
আগামী ৮ সেপ্টেম্বর পানাগোডার আর্মি গ্রাউন্ড প্রথম ওয়ানডে এবং ১০ সেপ্টেম্বর কলম্বোর থুরস্তানে দ্বিতীয় ও শেষ পঞ্চাশ ম্যাচটি হবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ১৭ ও ১৯ সেপ্টেম্বর থুরস্তান এবং কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।
শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যাবেন জ্যোতি-নাহিদারা। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ ‘এ’ দল
রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, সাবিকুন্নাহার জেসমিন ও শামীমা সুলতানা।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ প্রস্তুতিমূলক সফর করছে বাংলাদেশ। বাংলাদেশ ‘এ’ দলের মোড়কে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোনো সিরিজ ছিল না। সর্বশেষ তারা ম্যাচ খেলেছে গত জুলাইয়ে এশিয়া কাপে। মাঝে আড়াই মাসের বিরতি। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরে যাওয়ায় প্রস্তুতির দিক থেকে কিছুটা বিপাকেও পড়েছে টিম ম্যানেজমেন্ট।
প্রথমে বাংলাদেশ নিজ দেশের কন্ডিশন বিবেচনায় প্রস্তুতি নিতে শুরু করেছিল, এখন তাদের প্রস্তুতি নিতে হবে সংযুক্ত আরব আমিরাতের জন্য। গুরুত্বপূর্ণ ব্যাপার, তাদের সামনে কোনো সিরিজই ছিল না! এই বিরতিতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য বিসিবি বেছে নিল শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে দুটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফরের আগে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম নারী ‘এ’ দলের ক্রিকেটারদের সঙ্গে একটা সভা করেন। এই সভায় ক্রিকেটারদের দায়িত্ববোধ ও সিরিজের লক্ষ্য নিয়ে কথা বলেন।
ফাহিমা খাতুন, তাজ নাহার, শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি ছিলেন না এশিয়া কাপে, তাঁদের শ্রীলঙ্কা সফরে রাখা হয়েছে। ‘এ’ দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার রাবেয়া খান। জাতীয় দলের অধিনায়ক জ্যোতি ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার দলে থাকলেও ভবিষ্যৎ নেতৃত্বের কথা বিবেচনায় ১৯ বছর বয়সী রাবেয়ার প্রশিক্ষণও বলা চলে এটি।
আগামী ৮ সেপ্টেম্বর পানাগোডার আর্মি গ্রাউন্ড প্রথম ওয়ানডে এবং ১০ সেপ্টেম্বর কলম্বোর থুরস্তানে দ্বিতীয় ও শেষ পঞ্চাশ ম্যাচটি হবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ১৭ ও ১৯ সেপ্টেম্বর থুরস্তান এবং কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।
শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবার সংযুক্ত আরব আমিরাত চলে যাবেন জ্যোতি-নাহিদারা। আগামী ৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ ‘এ’ দল
রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, সাবিকুন্নাহার জেসমিন ও শামীমা সুলতানা।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৭ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৮ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ ঘণ্টা আগে