
সাদা বলের ক্রিকেটে সিকান্দার রাজার অলরাউন্ড পারফরম্যান্স দেখা যাচ্ছে গত কয়েক বছর। ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়ের বিশ্বকাপ টিকিট নিশ্চিতের কাজ করছেন রাজা। দারুণ ছন্দে থাকার পুরস্কার হিসেবে আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে এগিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।
জিম্বাবুয়েতে চলছে ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব। এই বিশ্বকাপ বাছাইয়ে রাজা ১০৯ গড় ও ১৫৬.৮৩ স্ট্রাইকরেটে করেছেন ২০৮ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যৌথভাবে পঞ্চম তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে জিম্বাবুয়ের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন তিনি। বোলিংয়ে ৫.১৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে এখন জিম্বাবুইয়ের এই অলরাউন্ডার। এই র্যাঙ্কিংয়ে রাজার আগে আছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ নবী। আর ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন রাজা।
রাজার মতো র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শন উইলিয়ামস। দশ ধাপ এগিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন উইলিয়ামস। ১৩০ গড়ে দুই সেঞ্চুরিতে ৩৯০ রান করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত পরশু হারারেতে ১৭৪ রানের ইনিংসটিই ওয়ানডেতে এই বাঁহাতি ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। ২৯৪ রান করে এবারের বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান নিকোলাস পুরানের। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে এখন লঙ্কান এই লেগস্পিনার।

সাদা বলের ক্রিকেটে সিকান্দার রাজার অলরাউন্ড পারফরম্যান্স দেখা যাচ্ছে গত কয়েক বছর। ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়ের বিশ্বকাপ টিকিট নিশ্চিতের কাজ করছেন রাজা। দারুণ ছন্দে থাকার পুরস্কার হিসেবে আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে এগিয়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।
জিম্বাবুয়েতে চলছে ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব। এই বিশ্বকাপ বাছাইয়ে রাজা ১০৯ গড় ও ১৫৬.৮৩ স্ট্রাইকরেটে করেছেন ২০৮ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যৌথভাবে পঞ্চম তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৪ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে জিম্বাবুয়ের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন তিনি। বোলিংয়ে ৫.১৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনে এখন জিম্বাবুইয়ের এই অলরাউন্ডার। এই র্যাঙ্কিংয়ে রাজার আগে আছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ নবী। আর ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন রাজা।
রাজার মতো র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শন উইলিয়ামস। দশ ধাপ এগিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন উইলিয়ামস। ১৩০ গড়ে দুই সেঞ্চুরিতে ৩৯০ রান করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গত পরশু হারারেতে ১৭৪ রানের ইনিংসটিই ওয়ানডেতে এই বাঁহাতি ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। ২৯৪ রান করে এবারের বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান নিকোলাস পুরানের। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে এখন লঙ্কান এই লেগস্পিনার।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৫ মিনিট আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৪৩ মিনিট আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে