Ajker Patrika

ট্রফি নিয়ে পূজারাকে কি করতে বললেন কাইফ

ট্রফি নিয়ে পূজারাকে কি করতে বললেন কাইফ

ভাবলেশহীন থাকতেই যেন পছন্দ করেন চেতেশ্বর পূজারা। ফিফটি, সেঞ্চুরি বা দলের জয়, পূজারা তেমন কোনো উদযাপন করেন না। আর সাদামাটা এই পূজারার প্রতি যেন একটু ‘হতাশ’ হয়েছেন মোহাম্মদ কাইফ।

টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন অফফর্মে ছিলেন পূজারা। চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলেও ছিলেন না তিনি। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ফিফটি করেছিলেন। আর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটা দুর্দান্ত কাটিয়েছেন। ২ ম্যাচে ৭৪ গড়ে ২২২ রান করে সিরিজসেরা হয়েছেন। ১টি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন এই ব্যাটার। তারপরও তিনি ছিলেন ভাবলেশহীন। পূজারাকে কাইফ বলেন, ‘সেঞ্চুরি করলেও তোমার উদযাপন খুবই সাধারণ। ব্যাট ঘুরাও, শুন্যে লাফ দাও। যে ট্রফি তুমি পেয়েছ, তাতে চুমু দাও এবং সামাজিকমাধ্যমে সেই ছবি দাও। সবাইকে জানাও যে দারুণ খেলে তুমি সিরিজসেরা হয়েছ।’

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮ টেস্ট খেলেছেন পূজারা। সাদা পোশাকে ৪৪.৩৯ গড়ে করেছেন ৭০১৪ রান। করেছেন ১৯ সেঞ্চুরি এবং ৩৪ হাফসেঞ্চুরি। অন্যদিকে সাদা পোশাকে ১৩ ম্যাচ খেলেছিলেন কাইফ। ৩২.৮৪ গড়ে করেছিলেন ৬২৪ রান। ১ সেঞ্চুরির সঙ্গে ৩ ফিফটি করেছিলেন ভারতের সাবেক এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত