
ওয়ানডে বিশ্বকাপের আগে আর বেশি সময় নেই। ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দলকে উড়াল দিতে হবে দুদিন পরই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তির সমস্যার সমাধান হয়নি এখনো।
পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্রিকেটাররা চার মাস ধরে মাসিক বেতন, ম্যাচ ফি কিছুই পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের আর্থিক সমস্যায় পড়ার কথা। বিশেষ করে, তরুণ ক্রিকেটারদের জন্য তা আরও এক সমস্যা। এতদিন তারা নীরবেই প্রতিবাদ করে আসছিলেন। অবশেষে তাদের প্রতিবাদের আগুন বেরিয়ে আসছে। জার্সিতে স্পনসরের লোগো ছাড়া খেলার পরিকল্পনা করছেন পাকিস্তানি ক্রিকেটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক ক্রিকেটার বলেন, ‘পাকিস্তানের হয়ে ফ্রিতে খেলতে আমরা রাজি। তবে আমাদের প্রশ্ন হচ্ছে যে বোর্ডের সঙ্গে জড়িত স্পনসরের লোগোর প্রচার আমার কেন করব? একইভাবে আমরা প্রচারমূলক কাজ ও অন্যান্য ইভেন্টে নাও খেলতে পারি। বিশ্বকাপের সময় আইসিসির বাণিজ্যিক প্রচারণা ও অন্যান্য কাজ আমরা করব না।’
বিভিন্ন সূত্র মতে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা শীর্ষ খেলোয়াড়দের মাসে ৪৫ লাখ পাকিস্তানি রুপির প্রস্তাব দিয়েছিল পিসিবি। বাংলাদেশি মুদ্রায় তা ১৭ লাখ ১৩ হাজার টাকা। তবে ক্রিকেটাররা জানতে পেরেছেন, কর থেকে টাকা কেটে নিলে তারা পাবেন মাত্র ২২ লাখ থেকে ২৩ লাখ পাকিস্তানি রুপি (৮ লাখ ৩৮ হাজার টাকা থেকে ৮ লাখ ৭৬ হাজার টাকা)। আইসিসি ও স্পনসর থেকে পিসিবি যে রাজস্ব পায় সেটার শেয়ার চাচ্ছেন ক্রিকেটাররা। আইসিসির নতুন বাণিজ্যিক মডেল অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৭ চক্রে প্রতি বছর ৩৮৪ কোটি ৭৩ লাখ টাকা পাবে পিসিবি। তবে কেন্দ্রীয় চুক্তির হিসাব অনুযায়ী দেখা গেছে, অর্থের পরিমাণ ৩৮ কোটি টাকাও হয় না। যা আইসিসির থেকে পাওয়া রাজস্বের ১০ শতাংশেরও কম।
এর আগে পাকিস্তান দল ভিসা সংক্রান্ত ঝামেলাতেও পড়েছে। ক্রিকইনফোর এক প্রতিবেদনে গতকাল জানা গেছে, ভারতে ভ্রমণ করা ৯ দলের মধ্যে পাকিস্তানই একমাত্র দল, যারা এখনো ভিসার জন্য অপেক্ষা করছে। ভিসা তারা করতে দিয়েছিল এক সপ্তাহ আগে। আগের পরিকল্পনা অনুযায়ী, সোমবার দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তান দলের। সেখানে দুই দিন থাকার পর বুধবার হায়দরাবাদের বিমানে ওঠার কথা ছিল তাদের। পরে ভিসা সংক্রান্ত জটিলতায় তাদের (পাকিস্তান) দুবাইয়ে থাকার পরিকল্পনা বাধ্য হয়ে বাতিল করতে হয়। বুধবার লাহোর থেকে দুবাইয়ে যাবে এবং তারপর সেখান থেকে উড়াল দেবে হায়দরাবাদে।

ওয়ানডে বিশ্বকাপের আগে আর বেশি সময় নেই। ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেট দলকে উড়াল দিতে হবে দুদিন পরই। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তির সমস্যার সমাধান হয়নি এখনো।
পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্রিকেটাররা চার মাস ধরে মাসিক বেতন, ম্যাচ ফি কিছুই পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের আর্থিক সমস্যায় পড়ার কথা। বিশেষ করে, তরুণ ক্রিকেটারদের জন্য তা আরও এক সমস্যা। এতদিন তারা নীরবেই প্রতিবাদ করে আসছিলেন। অবশেষে তাদের প্রতিবাদের আগুন বেরিয়ে আসছে। জার্সিতে স্পনসরের লোগো ছাড়া খেলার পরিকল্পনা করছেন পাকিস্তানি ক্রিকেটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক ক্রিকেটার বলেন, ‘পাকিস্তানের হয়ে ফ্রিতে খেলতে আমরা রাজি। তবে আমাদের প্রশ্ন হচ্ছে যে বোর্ডের সঙ্গে জড়িত স্পনসরের লোগোর প্রচার আমার কেন করব? একইভাবে আমরা প্রচারমূলক কাজ ও অন্যান্য ইভেন্টে নাও খেলতে পারি। বিশ্বকাপের সময় আইসিসির বাণিজ্যিক প্রচারণা ও অন্যান্য কাজ আমরা করব না।’
বিভিন্ন সূত্র মতে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা শীর্ষ খেলোয়াড়দের মাসে ৪৫ লাখ পাকিস্তানি রুপির প্রস্তাব দিয়েছিল পিসিবি। বাংলাদেশি মুদ্রায় তা ১৭ লাখ ১৩ হাজার টাকা। তবে ক্রিকেটাররা জানতে পেরেছেন, কর থেকে টাকা কেটে নিলে তারা পাবেন মাত্র ২২ লাখ থেকে ২৩ লাখ পাকিস্তানি রুপি (৮ লাখ ৩৮ হাজার টাকা থেকে ৮ লাখ ৭৬ হাজার টাকা)। আইসিসি ও স্পনসর থেকে পিসিবি যে রাজস্ব পায় সেটার শেয়ার চাচ্ছেন ক্রিকেটাররা। আইসিসির নতুন বাণিজ্যিক মডেল অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৭ চক্রে প্রতি বছর ৩৮৪ কোটি ৭৩ লাখ টাকা পাবে পিসিবি। তবে কেন্দ্রীয় চুক্তির হিসাব অনুযায়ী দেখা গেছে, অর্থের পরিমাণ ৩৮ কোটি টাকাও হয় না। যা আইসিসির থেকে পাওয়া রাজস্বের ১০ শতাংশেরও কম।
এর আগে পাকিস্তান দল ভিসা সংক্রান্ত ঝামেলাতেও পড়েছে। ক্রিকইনফোর এক প্রতিবেদনে গতকাল জানা গেছে, ভারতে ভ্রমণ করা ৯ দলের মধ্যে পাকিস্তানই একমাত্র দল, যারা এখনো ভিসার জন্য অপেক্ষা করছে। ভিসা তারা করতে দিয়েছিল এক সপ্তাহ আগে। আগের পরিকল্পনা অনুযায়ী, সোমবার দুবাই যাওয়ার কথা ছিল পাকিস্তান দলের। সেখানে দুই দিন থাকার পর বুধবার হায়দরাবাদের বিমানে ওঠার কথা ছিল তাদের। পরে ভিসা সংক্রান্ত জটিলতায় তাদের (পাকিস্তান) দুবাইয়ে থাকার পরিকল্পনা বাধ্য হয়ে বাতিল করতে হয়। বুধবার লাহোর থেকে দুবাইয়ে যাবে এবং তারপর সেখান থেকে উড়াল দেবে হায়দরাবাদে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৪ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৬ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে