
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের নেই কোনো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিব আল হাসান ব্যস্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসিতে)। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা। তবে হতশ্রী পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল, তাসকিন—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলেছেন এবারের এলপিএলে। হৃদয় ও মোস্তাফিজকে নেয় ডাম্বুলা সিক্সার্স। তবে ডাম্বুলা লিগ পর্ব থেকে বিদায় নেওয়ায় লঙ্কা লিগ শেষ বাংলাদেশের এই দুই ক্রিকেটারের। টুর্নামেন্টে এখনো টিকে রয়েছেন তাসকিন ও শরীফুল। তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস নিয়েছে শরীফুলকে। কলম্বো-ক্যান্ডি মুখোমুখি হবে এলিমিনেটরে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হচ্ছে দুই দলের ম্যাচ।
গল মার্ভেলস, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি ফ্যালকনস, ডাম্বুলা সিক্সার্স—এই পাঁচ দল নিয়ে শুরু হয় এবারের এলপিএল। লিগ পর্বে সব দলই ৮টি করে ম্যাচ খেলেছে। তাসকিন ও শরীফুল খেলেছেন ৩ ও ৫ ম্যাচ। দুজনেই টুর্নামেন্টে ৪টি করে উইকেট পেয়েছেন। মুক্ত হস্তে রান বিলিয়েছেন বাংলাদেশের এই দুই পেসার। তাসকিন ও শরীফুলের ইকোনমি ১০.২৭ ও ১১.৬৭। এবারের এলপিএলে তাসকিন সবশেষ খেলেছেন ১০ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। এই ম্যাচের পর কলম্বো তিন ম্যাচ খেলেছে। তাসকিনের পরিবর্তে বিদেশি কোটায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ ওয়াসিমকে খেলিয়েছে কলম্বো।
শরীফুল এলপিএলে সবশেষ খেলেছেন ১৩ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। বৃষ্টির কারণে ওভার কমে আসে কলম্বো-জাফনা ম্যাচে। ৭ ওভারের সেই ম্যাচটিতে বোলিংই পাননি তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ছাড়া এরপর একটি ম্যাচ খেলে ক্যান্ডি। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে ক্যান্ডি একাদশে তিন বিদেশি খেলিয়েছে। মোস্তাফিজ-হৃদয়ের সঙ্গে এলপিএল খেলতে আগেই উড়াল দেন তাসকিন। লঙ্কায় শরীফুল গেছেন টুর্নামেন্ট শুরুর পর। মোস্তাফিজ ও হৃদয় খেলেছেন ৪ ও ৩ ম্যাচ। যেখানে হৃদয় ডাম্বুলার জার্সিতে প্রথম দুই ম্যাচ খেললেও পাঁচ ম্যাচ বসে থাকার পর সুযোগ পান একাদশে।
সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স খেলেছে ৬ ম্যাচ। ২ জয়, ৩ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে
সাকিবের দল। তবে সাকিব খেলার সুযোগ পেয়েছেন চার ম্যাচ। ১৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ৬০ রান। উইকেট পেয়েছেন কেবল একটি। বোলিং করেছেন ১১.১ ইকোনমিতে। সিয়াটল অরকাসের বিপক্ষে আজ তাঁকে খেলায়নি লস অ্যাঞ্জেলেস।
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের নেই কোনো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিব আল হাসান ব্যস্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসিতে)। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা। তবে হতশ্রী পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল, তাসকিন—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলেছেন এবারের এলপিএলে। হৃদয় ও মোস্তাফিজকে নেয় ডাম্বুলা সিক্সার্স। তবে ডাম্বুলা লিগ পর্ব থেকে বিদায় নেওয়ায় লঙ্কা লিগ শেষ বাংলাদেশের এই দুই ক্রিকেটারের। টুর্নামেন্টে এখনো টিকে রয়েছেন তাসকিন ও শরীফুল। তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস নিয়েছে শরীফুলকে। কলম্বো-ক্যান্ডি মুখোমুখি হবে এলিমিনেটরে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হচ্ছে দুই দলের ম্যাচ।
গল মার্ভেলস, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি ফ্যালকনস, ডাম্বুলা সিক্সার্স—এই পাঁচ দল নিয়ে শুরু হয় এবারের এলপিএল। লিগ পর্বে সব দলই ৮টি করে ম্যাচ খেলেছে। তাসকিন ও শরীফুল খেলেছেন ৩ ও ৫ ম্যাচ। দুজনেই টুর্নামেন্টে ৪টি করে উইকেট পেয়েছেন। মুক্ত হস্তে রান বিলিয়েছেন বাংলাদেশের এই দুই পেসার। তাসকিন ও শরীফুলের ইকোনমি ১০.২৭ ও ১১.৬৭। এবারের এলপিএলে তাসকিন সবশেষ খেলেছেন ১০ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। এই ম্যাচের পর কলম্বো তিন ম্যাচ খেলেছে। তাসকিনের পরিবর্তে বিদেশি কোটায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ ওয়াসিমকে খেলিয়েছে কলম্বো।
শরীফুল এলপিএলে সবশেষ খেলেছেন ১৩ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। বৃষ্টির কারণে ওভার কমে আসে কলম্বো-জাফনা ম্যাচে। ৭ ওভারের সেই ম্যাচটিতে বোলিংই পাননি তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ছাড়া এরপর একটি ম্যাচ খেলে ক্যান্ডি। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে ক্যান্ডি একাদশে তিন বিদেশি খেলিয়েছে। মোস্তাফিজ-হৃদয়ের সঙ্গে এলপিএল খেলতে আগেই উড়াল দেন তাসকিন। লঙ্কায় শরীফুল গেছেন টুর্নামেন্ট শুরুর পর। মোস্তাফিজ ও হৃদয় খেলেছেন ৪ ও ৩ ম্যাচ। যেখানে হৃদয় ডাম্বুলার জার্সিতে প্রথম দুই ম্যাচ খেললেও পাঁচ ম্যাচ বসে থাকার পর সুযোগ পান একাদশে।
সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স খেলেছে ৬ ম্যাচ। ২ জয়, ৩ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে
সাকিবের দল। তবে সাকিব খেলার সুযোগ পেয়েছেন চার ম্যাচ। ১৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ৬০ রান। উইকেট পেয়েছেন কেবল একটি। বোলিং করেছেন ১১.১ ইকোনমিতে। সিয়াটল অরকাসের বিপক্ষে আজ তাঁকে খেলায়নি লস অ্যাঞ্জেলেস।
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৯ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে