Ajker Patrika

সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের পরও হারল তাঁর দল

ক্রীড়া ডেস্ক    
সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের পরও হারল তাঁর দল
বোলিং, ফিল্ডিংয়ে দারুণ করলেও বাংলা টাইগার্সকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।

২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন শুরু হয়েছে আজ। শেখ জায়েদ স্টেডিয়ামে মৌসুম শুরুর প্রথম ম্যাচই বাংলা টাইগার্স খেলেছে স্যাম্প আর্মির বিপক্ষে। ব্যাটিংয়ে নামতে না পারা সাকিব বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। করেছেন একটি রানআউটও। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের এমন পারফরম্যান্স ভেস্তে গেছে বাংলা টাইগার্সের ৬ উইকেটের হারে।

১০৬ রানের লক্ষ্যে নেমে দলীয় ৮ রানেই স্যাম্প আর্মি হারায় প্রথম উইকেট। প্রথম ওভারের শেষ বলে শারজিল খানকে ফেরান জশ লিটল। থার্ড ম্যান থেকে দৌঁড়ে এসে দুর্দান্ত ক্যাচ ধরেন দাসুন শানাকা। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শারজিল।দ্বিতীয় উইকেটে ১৫ বলে ২৬ রানের জুটি গড়ে ফাফ ডু প্লেসি ও আন্দ্রিয়েস গাউস সামাল দেন প্রাথমিক ধাক্কা। চতুর্থ ওভারের তৃতীয় বলে ডু প্লেসিকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাকিব। লং অনে ক্যাচটি ধরেন লিয়াম লিভিংস্টোন। ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৯ রান করেন ডু প্লেসি।

এক ওভার বিরতিতে এসে সাকিব ফিরিয়েছেন রোহান মুস্তাফাকে। ষষ্ঠ ওভারের শেষ বলে ডাউন দ্য উইকেটে খেলতে যান রোহান। উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদ সহজেই স্টাম্পিং করেছেন। সপ্তম ওভারের প্রথম বলে রানআউট করেন সাকিব। রশিদ খানের বল জ্যাক টেলর অফসাইডে ঠেলে রান নেওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। এই সুযোগে সাকিব নন স্ট্রাইকপ্রান্তে রশিদের হাতে বল তুলে দেন। গাউসকে তখন সহজেই রানআউট করেন রশিদ।

দ্রুত ২ উইকেট হারিয়ে স্যাম্প আর্মির স্কোর হয়ে যায় ৬.১ ওভারে ৪ উইকেটে ৬৫ রান। এমন পরিস্থিতিতে ঝড় তোলা শুরু করেন টেলর ও করিম জানাত। পঞ্চম উইকেটে ২০ বলে ৪৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন টেলর ও জানাত। যেখানে দশম ওভারের তৃতীয় বলে ডেভিড পেইনকে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে স্যাম্প আর্মিকে জয়ের বন্দরে নিয়ে যান জানাত। ৩ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ী স্যাম্প আর্মির সর্বোচ্চ রানসংগ্রাহক ২৯ রান করা ডু প্লেসিই। ২ ওভারে ১৫ রানে ২ উইকেট নেওয়া অধিনায়ক সাকিব বাংলা টাইগার্সের সেরা বোলার।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্যাম্প আর্মি অধিনায়ক রোহান। নির্ধারিত ১০ ওভারে ১ উইকেটে ১০৬ রান করে বাংলা টাইগার্স। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করে অপরাজিত থাকেন শানাকা। ২৭ বলের ইনিংসে ৬ ছক্কা ও ৪ চার মারেন লঙ্কান এই অলরাউন্ডার। দ্বিতীয় উইকেটে শানাকার সঙ্গে হজরতউল্লাহ জাজাই ৪৩ বলে ৮৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। একমাত্র উইকেটটি নিয়েছেন আমির হামজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত