নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমিনুল ইসলাম বুলবুল যখন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ মাঠে নেমেছেন, তখন আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি শুরু হয়নি। ক্রিকেটের সংক্ষিপ্ত খেলার সৌভাগ্য তাই তাঁর হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে বসে টি-টোয়েন্টি ঘরানায় কাজ করতে চান বলে জানিয়েছেন বুলবুল।
ফারুকের বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর চলছিল নানা আলোচনা। তখনই গুঞ্জন ওঠে, বুলবুল হতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি। যে এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে ফারুক বিসিবি সভাপতি হয়েছিলেন, সেই সূত্রে তাঁকে অপসারণের পর বিসিবিপ্রধানের পদ শূন্য হয়ে যায়। আজ সেই শূন্যস্থান পূরণ করেছেন বুলবুল। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কী করতে চান, এই প্রশ্নের উত্তরে নবনির্বাচিত বিসিবি সভাপতি মিরপুরে সংবাদ সম্মেলনে বলেন, ‘টেস্ট তো পাঁচ দিনের খেলা আর ওয়ানডে হয় সাত ঘণ্টার। একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই আমি।’
বিসিবির পরবর্তী নির্বাচন এ বছরের অক্টোবরে। সে হিসাবে আগামী নির্বাচন পর্যন্ত বুলবুল বিসিবির সভাপতি হিসেবে থাকছেন। তবে নির্দিষ্ট কত দিনের জন্য বিসিবিপ্রধানের চেয়ারে বসেছেন তিনি, স্পষ্ট কিছু বলেননি। সাংবাদিকদের বিসিবি নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে এখানে আসিনি।’
বাংলাদেশের জার্সিতে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলেছেন বুলবুল। আন্তর্জাতিক ক্রিকেটে ৫২ ম্যাচ খেলা এই ক্রিকেটার দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন। আজ আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘আজকের দিনটি আমার জন্য একটি নতুন অধ্যায়। ৩০ মে ২০২৫। এই যাত্রার পেছনে একটি ছোট কিন্তু গল্প রয়েছে। আমি কখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দল থেকে অবসর নিইনি। তবে আমার খেলোয়াড়ি অধ্যায় একসময় শেষ হয়ে গিয়েছিল। তারপর ১৯ বছর ধরে আমি ক্রিকেটের উন্নয়নে কাজ করেছি আইসিসি ও এসিসির সঙ্গে যুক্ত থেকে।’
২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক। এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে সেদিনই বিসিবি সভাপতি হয়েছিলেন তিনি। এবার পরিচালক পদে বুলবুলকে নিয়োগ দেয় এনএসসি। পরে তিনিই হয়ে যান বিসিবির ১৬তম সভাপতি।

আমিনুল ইসলাম বুলবুল যখন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ মাঠে নেমেছেন, তখন আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি শুরু হয়নি। ক্রিকেটের সংক্ষিপ্ত খেলার সৌভাগ্য তাই তাঁর হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে বসে টি-টোয়েন্টি ঘরানায় কাজ করতে চান বলে জানিয়েছেন বুলবুল।
ফারুকের বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর চলছিল নানা আলোচনা। তখনই গুঞ্জন ওঠে, বুলবুল হতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি। যে এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে ফারুক বিসিবি সভাপতি হয়েছিলেন, সেই সূত্রে তাঁকে অপসারণের পর বিসিবিপ্রধানের পদ শূন্য হয়ে যায়। আজ সেই শূন্যস্থান পূরণ করেছেন বুলবুল। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কী করতে চান, এই প্রশ্নের উত্তরে নবনির্বাচিত বিসিবি সভাপতি মিরপুরে সংবাদ সম্মেলনে বলেন, ‘টেস্ট তো পাঁচ দিনের খেলা আর ওয়ানডে হয় সাত ঘণ্টার। একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই আমি।’
বিসিবির পরবর্তী নির্বাচন এ বছরের অক্টোবরে। সে হিসাবে আগামী নির্বাচন পর্যন্ত বুলবুল বিসিবির সভাপতি হিসেবে থাকছেন। তবে নির্দিষ্ট কত দিনের জন্য বিসিবিপ্রধানের চেয়ারে বসেছেন তিনি, স্পষ্ট কিছু বলেননি। সাংবাদিকদের বিসিবি নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে এখানে আসিনি।’
বাংলাদেশের জার্সিতে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলেছেন বুলবুল। আন্তর্জাতিক ক্রিকেটে ৫২ ম্যাচ খেলা এই ক্রিকেটার দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন। আজ আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘আজকের দিনটি আমার জন্য একটি নতুন অধ্যায়। ৩০ মে ২০২৫। এই যাত্রার পেছনে একটি ছোট কিন্তু গল্প রয়েছে। আমি কখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দল থেকে অবসর নিইনি। তবে আমার খেলোয়াড়ি অধ্যায় একসময় শেষ হয়ে গিয়েছিল। তারপর ১৯ বছর ধরে আমি ক্রিকেটের উন্নয়নে কাজ করেছি আইসিসি ও এসিসির সঙ্গে যুক্ত থেকে।’
২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক। এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে সেদিনই বিসিবি সভাপতি হয়েছিলেন তিনি। এবার পরিচালক পদে বুলবুলকে নিয়োগ দেয় এনএসসি। পরে তিনিই হয়ে যান বিসিবির ১৬তম সভাপতি।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে