Ajker Patrika

সেরা দশে বোলার সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেরা দশে বোলার সাকিব

আইসিসি বোলিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেই তালিকায় বোলিং র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন সাকিব। ব্যাটিংয়েও এগিয়েছেন তিন ধাপে।

জিম্বাবুয়ে সিরিজটা এবার সাকিবের কাছে ধরা দিয়েছে নিজেকে ফিরে পাওয়ার সিরিজ হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে ব্যাটিংয়ে ছন্দে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার। বোলিংয়ে অবশ্য ধারাবাহিক ভালো করে আসছেন। জিম্বাবুয়ের বিপক্ষে কাল শেষ হওয়া ওয়ানডে সিরিজে ম্যাচে ৫ উইকেটসহ পেয়েছেন ৮ উইকেট। সেটির পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিংয়ে একটা বড় লাফ দিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ২৮ নম্বরে আছেন বাঁহাতি অলরাউন্ডার।

ব্যাটসম্যানদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে কাল সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবালেরও। দারুণ এক ইনিংসে এক ধাপ এগিয়ে বাঁহাতি ওপেনার আছেন তালিকার ২৩ নম্বরে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন মুশফিকুর রহিম—১৪তম। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪১ নম্বরে, লিটন দাস ৪৫ আর ওয়ানডে সিরিজ না খেলা সৌম্য সরকার আছেন ৫৬ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত