ক্রীড়া ডেস্ক

মাঝপথে বন্ধ, আবার একই দিনেই শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছিল পুনরায় শুরুর কথা। আজ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি।
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর এক সপ্তাহের জন্য স্থগিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফের শুরু হতে যাচ্ছে। পাকিস্তানও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। টুর্নামেন্টের বাকি আছে ৮ ম্যাচ। এই ম্যাচগুলো ১৭ থেকে ২৫ মে’র মধ্যে হবে। মঙ্গলবার নিজের এক্স হেন্ডেলে পোস্ট করে নাকভি বলেন, ‘পিএসএল যেখানে থেমেছিল সেখান থেকেই শুরু হবে। ক্রিকেটের চেতনার মধ্যে কোন ভীতি আর নেই। ১৭ মে থেকে ৮টা রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হোন। ফাইনাল হবে ২৫ মে।’
গত শুক্রবার ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বন্ধ হয়ে যায় পিএসএল। বিদেশি ক্রিকেটাররা পার করেন আতঙ্কের সময়। বিশেষ ব্যবস্থায় তাদের পাকিস্তান থেকে বের করা হয়। এর মধ্যে বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনও ছিলেন। পিএসএল ফের শুরু হলেও বিদেশি ক্রিকেটাররা সবাই খেলতে পাকিস্তানে যাবেন কি না তা নিশ্চিত নয়।
যুদ্ধ বিরতির পর ভারত-পাকিস্তানে আবারও টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দেশ দুটির সরকার। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, সরকার ও নিরাপত্তা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তৃত পরামর্শের ভিত্তিতে বোর্ড মৌসুমের বাকি অংশ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যুতে হবে, যার শুরু ১৭ মে ২০২৫ থেকে এবং ফাইনাল ৩ জুন হবে। সংশোধিত সময়সূচিতে রোববারে দুটি ম্যাচ থাকবে।’
নতুন সূচি অনুযায়ী, মোট ১৭টি ম্যাচ ৬টি শহরে হবে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই এবং আহমেদাবাদে। বাকি থাকা ১২টি লিগ পর্বের ম্যাচ ছাড়াও থাকবে প্লে-অফ ও ফাইনাল। প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু পরে ঘোষণা করা হবে।

মাঝপথে বন্ধ, আবার একই দিনেই শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছিল পুনরায় শুরুর কথা। আজ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি।
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর এক সপ্তাহের জন্য স্থগিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফের শুরু হতে যাচ্ছে। পাকিস্তানও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। টুর্নামেন্টের বাকি আছে ৮ ম্যাচ। এই ম্যাচগুলো ১৭ থেকে ২৫ মে’র মধ্যে হবে। মঙ্গলবার নিজের এক্স হেন্ডেলে পোস্ট করে নাকভি বলেন, ‘পিএসএল যেখানে থেমেছিল সেখান থেকেই শুরু হবে। ক্রিকেটের চেতনার মধ্যে কোন ভীতি আর নেই। ১৭ মে থেকে ৮টা রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হোন। ফাইনাল হবে ২৫ মে।’
গত শুক্রবার ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বন্ধ হয়ে যায় পিএসএল। বিদেশি ক্রিকেটাররা পার করেন আতঙ্কের সময়। বিশেষ ব্যবস্থায় তাদের পাকিস্তান থেকে বের করা হয়। এর মধ্যে বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনও ছিলেন। পিএসএল ফের শুরু হলেও বিদেশি ক্রিকেটাররা সবাই খেলতে পাকিস্তানে যাবেন কি না তা নিশ্চিত নয়।
যুদ্ধ বিরতির পর ভারত-পাকিস্তানে আবারও টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দেশ দুটির সরকার। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, সরকার ও নিরাপত্তা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তৃত পরামর্শের ভিত্তিতে বোর্ড মৌসুমের বাকি অংশ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যুতে হবে, যার শুরু ১৭ মে ২০২৫ থেকে এবং ফাইনাল ৩ জুন হবে। সংশোধিত সময়সূচিতে রোববারে দুটি ম্যাচ থাকবে।’
নতুন সূচি অনুযায়ী, মোট ১৭টি ম্যাচ ৬টি শহরে হবে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই এবং আহমেদাবাদে। বাকি থাকা ১২টি লিগ পর্বের ম্যাচ ছাড়াও থাকবে প্লে-অফ ও ফাইনাল। প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু পরে ঘোষণা করা হবে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে