Ajker Patrika

বিশ্বকাপের আগে ফর্মে ফেরার আভাস তামিম-লিটনের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৫৮
বিশ্বকাপের আগে ফর্মে ফেরার আভাস তামিম-লিটনের

আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর ফর্মহীনতায় ভুগছেন লিটন দাস। কখনো এক অঙ্কের ঘরে আউট হয়ে যাচ্ছেন, কখনোবা ইনিংস বড় করতে পারছেন না। অন্যদিকে কয়েক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিমের শুরুটা আশানুরূপ হয়নি। অবশেষে বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছে, সেই সময়ে জ্বলে উঠলেন তাঁরা। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলছেন তামিম ও লিটন। 
 
২৬৪ রানের লক্ষ্যে আজ বেশ সাবলীল শুরুই করেছেন দুই ওপেনার তামিম ও লিটন। প্রথম পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৫৪ রান। এরপর সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলে খেলেছেন দুই ওপেনার। ৩৯ বলে ফিফটি করেছেন লিটন। লিটনের পাশাপাশি ফিফটি করেছেন তামিম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের ফিফটি করতে লেগেছে ৫৩ বল। উদ্বোধনী জুটিতে ১৩১ রান যোগ করেছেন এই দুই ব্যাটার। লিটনকে আউট করে জুটি ভেঙেছেন দুশান হেমন্ত। ২১ তম ওভারের চতুর্থ বলে হেমন্তকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে মাথিসা পাথিরানার তালুবন্দী হয়েছেন লিটন। ৫৬ বলে ১০ চারে ৬১ রান করেছেন লিটন। 

লিটনের পর উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ-তামিমও বেশ সাবলীলভাবে খেলছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪.৩ ওভারে ১ উইকেটে ১৫৫ রান করেছে বাংলাদেশ। ৮১ বলে ৭৪ রান করে অপরাজিত আছেন তামিম। আর ১০ বলে ১১ রান করে ব্যাটিং করছেন মিরাজ। চোটে পড়ায় নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই আজ প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। মূলত তারা হারিয়েছে ৯ উইকেট, যেখানে কুশল পেরেরা ২৪ বলে ৩৪ রান করে আহত অবসর হয়ে মাঠ ছেড়েছেন। লঙ্কান এই বাঁহাতি ব্যাটার মেরেছেন ৪ চার। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেছেন পাথুম নিশাঙ্কা। ৬৪ বলের ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শেখ মেহেদি হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত