নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল—বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তারপর অনেক বছর ধরে দেশের মাঠে হওয়া প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচই দেখা যেত বিটিভির পর্দায়। তবে স্যাটেলাইট যুগের আবির্ভাবে ধীরে ধীরে সেই দৃশ্যপট বদলাতে থাকে।
টি স্পোর্টস, গাজী টিভি, মাছরাঙা, নাগরিক টিভির মতো বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো পরে সম্প্রচারের দায়িত্ব নেয়। কিন্তু এবার ভিন্ন এক প্রেক্ষাপটে আবারও বাংলাদেশের ঘরের মাঠের একটি আন্তর্জাতিক সিরিজ সরাসরি সম্প্রচারে ফিরছে বিটিভি। বিটিভি নিশ্চিত করেছে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে এই সম্প্রচার হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিটিভি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি কর্তৃক নির্ধারিত স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে বিটিভি প্রতিদিনের খেলা সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারের সমন্বয়কারীর দায়িত্বে থাকবেন ঢাকা কেন্দ্রের নিয়ন্ত্রক প্রকৌশলী আরিফুল হাসান।
বিসিবি অনেক চেষ্টা করেও এই সিরিজটির জন্য কোনো সম্প্রচার স্বত্ব পার্টনার খুঁজে পায়নি। ১৯ মার্চ একটি ওপেন টেন্ডারের মাধ্যমে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) ও আর্থিক প্রস্তাব আহ্বান করলেও ৭ এপ্রিল পর্যন্ত কোনো বিড জমা পড়েনি। সময় কম থাকায় এবং অন্য কোনো বিকল্প না থাকায়, বিসিবি শেষ পর্যন্ত দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে খেলা পৌঁছে দিতে ভরসা রেখেছে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বিটিভির ওপর।
বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানায়, সিরিজটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সংশয় থাকার কারণেই সম্প্রচার প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখায়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলো টি স্পোর্টস ও গাজী টিভিতে দেখা যেত, যা সম্প্রচার করত মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়াম। তবে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। সিলেটে শুরু হতে যাওয়া প্রথম টেস্টটি মাঠে গড়াবে ২০ এপ্রিল, আর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল—বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তারপর অনেক বছর ধরে দেশের মাঠে হওয়া প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচই দেখা যেত বিটিভির পর্দায়। তবে স্যাটেলাইট যুগের আবির্ভাবে ধীরে ধীরে সেই দৃশ্যপট বদলাতে থাকে।
টি স্পোর্টস, গাজী টিভি, মাছরাঙা, নাগরিক টিভির মতো বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো পরে সম্প্রচারের দায়িত্ব নেয়। কিন্তু এবার ভিন্ন এক প্রেক্ষাপটে আবারও বাংলাদেশের ঘরের মাঠের একটি আন্তর্জাতিক সিরিজ সরাসরি সম্প্রচারে ফিরছে বিটিভি। বিটিভি নিশ্চিত করেছে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে এই সম্প্রচার হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিটিভি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি কর্তৃক নির্ধারিত স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে বিটিভি প্রতিদিনের খেলা সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারের সমন্বয়কারীর দায়িত্বে থাকবেন ঢাকা কেন্দ্রের নিয়ন্ত্রক প্রকৌশলী আরিফুল হাসান।
বিসিবি অনেক চেষ্টা করেও এই সিরিজটির জন্য কোনো সম্প্রচার স্বত্ব পার্টনার খুঁজে পায়নি। ১৯ মার্চ একটি ওপেন টেন্ডারের মাধ্যমে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) ও আর্থিক প্রস্তাব আহ্বান করলেও ৭ এপ্রিল পর্যন্ত কোনো বিড জমা পড়েনি। সময় কম থাকায় এবং অন্য কোনো বিকল্প না থাকায়, বিসিবি শেষ পর্যন্ত দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে খেলা পৌঁছে দিতে ভরসা রেখেছে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বিটিভির ওপর।
বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানায়, সিরিজটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সংশয় থাকার কারণেই সম্প্রচার প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখায়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলো টি স্পোর্টস ও গাজী টিভিতে দেখা যেত, যা সম্প্রচার করত মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়াম। তবে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। সিলেটে শুরু হতে যাওয়া প্রথম টেস্টটি মাঠে গড়াবে ২০ এপ্রিল, আর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ মিনিট আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩ ঘণ্টা আগে