Ajker Patrika

ধবলধোলাই এড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধবলধোলাই এড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

সম্মান ‘বাঁচানোর’ লড়াইয়েও টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। শেষ টি–টোয়েন্টিতে দুই দলের একাদশেই আজ পরিবর্তন এসেছে। বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বিশ্বকাপে দুর্দান্ত খেলার পরও বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে পরিবর্তন এনে একাধিক পরীক্ষা–নিরীক্ষা করেছে পাকিস্তান। সিরিজ জয় হয়ে যাওয়ায় এবার নতুনদের বাজিয়ে দেখার সুযোগটাও নিচ্ছে বাবর আজমের দল। শেষ ম্যাচের একাদশে তাদের পরিবর্তন চারটি। 

বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে পেসার শহীদুল ইসলামের। একাদশে সুযোগ পাওয়া বাকি দুজন হলেন শামীম হোসেন ও নাসুম আহমেদ। একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান, সাইফ হাসান ও শরীফুল ইসলাম। 

অন্যদিকে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় অভিষেক হচ্ছে একটা সময় অন্যের জুতো ধার করে ট্রায়াল দেওয়া সিন্ধ প্রদেশের দরিদ্রপীড়িত পরিবারের সন্তান শাহনেওয়াজ ধানির। আগেই জানা গিয়েছিল, একমাত্র ছেলের অসুস্থতার খবরে ম্যাচ শুরুর আগেই দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন শোয়েব মালিক। স্বাভাবিকভাবেই অভিজ্ঞ অলরাউন্ডার নেই একাদশে। শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, সাদাব খানদের। অনেক দিন পর দলে সুযোগ পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। সুযোগ পেয়েছেন লেগ স্পিনার উসমান কাদিরও।

বাংলাদেশ দল 
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ, শামীম হোসেন ও তাসকিন আহমেদ। 

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), সরফরাজ আহমেদ, উসমান কাদির, হায়দার আলি, হ্যারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনেওয়াজ ধানি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও উসমান কাদির। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত