Ajker Patrika

বাংলাদেশের ছবি দিয়ে টিকিট বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ মে ২০২৪, ০০: ৪১
বাংলাদেশের ছবি দিয়ে টিকিট বিক্রি করছে যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। দুই দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজের টিকিট একটু অন্যভাবে বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। 

টেক্সাস রাজ্যের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই মাঠে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুই দলই। সকালে বাংলাদেশ, বিকেলে যুক্তরাষ্ট্র। সাধারণত আয়োজক বোর্ড নিজেদের দলের অনুশীলনের ছবি বেশি বেশি সামাজিকমাধ্যমে পোস্ট করলেও যুক্তরাষ্ট্র দিয়েছে শুধু বাংলাদেশের অনুশীলনের ছবি। নিজেদের দলের কোনো ছবি আজ সকালেও দেখা যায়নি ৷ বাংলাদেশ দলের অনুশীলনের ছবির নিচে সিরিজের টিকিট বিক্রির লিংকও দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। ম্যাচের টিকিটের দাম ১৫ ডলার, বাংলাদেশি মুদ্রায় ১৭৫০ টাকা। 

বোলিং অনুশীলন করছেন শেখ মেহেদী হাসান। ছবি: যুক্তরাষ্ট্র ক্রিকেট বাংলাদেশকে নিয়ে যে পোস্ট করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট, সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রস্তুতি চলছে। ২১ মে থেকে শুরু হচ্ছে।’ হিউস্টনের মাঠে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৩ ও ২৫ মে। এই সিরিজে বেশির ভাগ দর্শক যে হবেন প্রবাসী বাংলাদেশি, সেটা না বললেও চলছে। আর যুক্তরাষ্ট্রের দলে মার্কিন ক্রিকেটারের সংখ্যা খুবই কম। এই দলে আছেন একসময় নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। আছেন মোনাঙ্ক প্যাটেল, আলি খানের মতো উপমহাদেশীয় ক্রিকেটাররাও। 

সিরিজ শুরুর আগে ঝড়ে প্রেইরি ভিউ কমপ্লেক্সের স্থাপনা ভেঙে গিয়েছিল। তবে টি-টোয়েন্টি সিরিজ চালিয়ে নিতে কোনো সমস্যা নেই বলে কাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। 

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত