Ajker Patrika

লন্ডভন্ড ভেন্যু নিয়ে চিন্তা নেই বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২৪, ১০: ৪৯
লন্ডভন্ড ভেন্যু নিয়ে চিন্তা নেই বাংলাদেশের

বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর দিনই বজ্রসহ প্রবল ঝড়-বৃষ্টিতে হিউস্টনে লন্ডভন্ড অবস্থা। হতাহতের ঘটনা তো আছেই, পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজে প্রভাব পড়বে কি না, সে আলোচনাও হচ্ছিল। যুক্তরাষ্ট্র ক্রিকেট পরিচালনা বিভাগের সদস্য গোলাম নওশের প্রিন্স কাল সেই শঙ্কা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, আপাতত এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব সিরিজে পড়ছে না। আবহাওয়ার পূর্বাভাসে আগামী কদিন সেখানে রোদেরই আভাস। 

সূত্র জানিয়েছে, এক দিন বিশ্রাম নিয়ে গতকাল থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম দিন অবশ্য স্কিল নয়, ফিটনেস অনুশীলনেই সীমাবদ্ধ ছিল। সকালে করেছে জিম, বিকেলে রানিং। মুঠোফোনে প্রিন্স আজকের পত্রিকাকে বলেছেন, ‘আগামী কয়েক দিন আবহাওয়ার পূর্বাভাসে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। আশা করছি খেলায় কোনো সমস্যা হবে না। আর বৃষ্টি হলেও ২ ঘণ্টা রোদ থাকলে ঠিক হয়ে যায় সব।’ 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও সিরিজ শঙ্কার ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন, ‘ওখান থেকে ওরকম কিছু বলেনি। সেখানে ঝড়বৃষ্টি হয়, টর্নেডো হয়; এর মধ্যেই সিরিজ-টুর্নামেন্ট চলবে।’ 

ঝড়ের কারণে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের যে মাঠে খেলা হবে, সেখানে সাময়িক কিছু স্থাপনা তৈরি করা হয়েছিল। সেগুলো ঝড়ে ভেঙে গেছে। প্রিন্স বললেন, ‘এগুলো সব অস্থায়ী স্থাপনা। যে মাঠে খেলা হবে, সেখানে যেন কেউ প্রবেশ না করে, সে কারণে একটা প্রাচীর আর স্থাপনা তৈরি করা হয়, সেগুলো ভেঙে গেছে। এগুলো আবার তৈরি করতে সময় লাগবে না।’ 

যদি আবহাওয়ার কারণে শান্ত-সাকিবরা মাঠে অনুশীলন করতে না পারেন, ইনডোরের সুব্যবস্থাও রেখেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। প্রেইরি ভিউর মাঠে এমনিতে কোনো গ্যালারি নেই। দু-এক দিনের মধ্যে অস্থায়ী একটা গ্যালারিও তৈরি করবে স্বাগতিকেরা। প্রিন্স বললেন, ‘২০০০ দর্শক ধারণক্ষমতার একটা অস্থায়ী গ্যালারি তৈরি করা হবে। অটোমেটিক পদ্ধতি তো, এক-দুই দিনের মধ্যেই হয়ে যাবে। আবার সিরিজের পর সেগুলো তুলে ফেলা হবে।’ 

যুক্তরাষ্ট্র সিরিজে বিশ্বকাপের প্রস্তুতির মাঝে চলছে তাসকিন আহমেদের চিকিৎসাও। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রথম দিনই চিকিৎসকের কাছে গেছেন এ পেসার। তাঁকে নিয়ে এখনো চিন্তা কাটছে না টিম ম্যানেজমেন্টের। জালাল ইউনুস কাল সাংবাদিকদের বলেছেন, ‘তাসকিনকে একজন চিকিৎসক দেখেছেন আমেরিকায়। বিশ্রামের দুই সপ্তাহ পর, সম্ভবত ২৪ মে এমআরআই হবে। সেই রিপোর্টের ওপর নির্ভর করে পরের সিদ্ধান্ত হবে।’ 

তাসকিনকে ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং আক্রমণে কম্বিনেশন সাজানোর আশা দেখছে বিসিবি। গতকাল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘দলের কোনো জায়গা নিয়ে সংশয় নেই। যদি ফিট থাকে তাসকিন, শরীফুল, মোস্তাফিজ—এ তিনজনই খেলবে। অন্য কারও ঢোকার সুযোগ নেই।’ আর চিন্তার জায়গা হিসেবে বিসিবির সভাপতি সামনে এনেছেন উদ্বোধনী জুটি, ‘ওপেনিংয়ে ধারাবাহিকতার একটা সমস্যা আছে আমাদের। ওপেনিং পজিশন ছাড়া বাকি কোথাও আমাদের দ্বিধা নেই।’ 

‘আমাদের সব সময় লক্ষ্য পরের বিশ্বকাপ’—দুই বছর আগে বলা পাপনের এ কথা ফেসবুকে ঘুরেফিরেই দেখা যায়। এবার তাঁর চাওয়ায় একটু পরিবর্তন এসেছে। বলেছেন, ‘ক্রিকেটপ্রেমী হিসেবে চাওয়া—বাংলাদেশ প্রতিটি ম্যাচ জিতুক বিশ্বকাপে। আর বিসিবি সভাপতি হিসেবে আশা করি ভালো খেলুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...